প্রাপ্তি

বন্যা লিপি ২৪ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ০৮:২৮:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৫ মন্তব্য

শূন্যের বুকে ছুঁড়ে দিয়েছো কখনো, দু’হাতের আঙুল গুলো? মুঠো খুলে দেখেছো!
শূন্য থেকে ভরে ওঠা পাঞ্জার রেখাগুলো? গুণতে গুণতে মুদে আসে অসংখ্য পাপড়ি ভরা চোখের পাতা!
পাতার অপর অতলে কি গভীর মায়ায় টলমলো করে পদ্মদীঘি…
সাঁতরে চরে আজন্ম জলের অশ্বারোহী।                                
দেখেছো কখনো? শূন্যের বুকে অজস্র তীব্র শব্দেরা হেসে খেলে সুরের ভাঁজে উড়ে বেড়ায় হাজারো বাসন্তি বাউড়ি!!
শব্দেরা বড় বেমানান এই দিশাহীন নগরের দরিয়ায়। লোপাট প্রেম বিধ্বস্ত নগরীর চৌকাঠে মাথা কুটে মরে দিবা রাত্রি। পৌরাণিক যুগলের তাজা প্রাণের আকুতি গুমরে ফেরে এপ্রান্ত থেকে চিরায়ত যুগান্তরের সমাপ্তি রেখায়।।  

দেখেছো কখনো?? সুখী বসনে ছোপ ছোপ অসুখের জলছাপ চিত্রের আদিঅন্ত কাব্যের নকশি কাঁথা আর সোজন বাঁদিয়ার গীতিনাট্য? নিত্য ঝুমুর তালে নেচে যায় দিশাহীন হারানো চাবির খোঁজ।বুকের খাঁজে জমিয়ে রাখা এক পৃথিবী সমান মেঘেদের দেখেছো কখনো চোখের আকাশে বৃষ্টি ঝরাতে?          

কখনো শুনেছো?? অতল গহ্বরের তলায় নিয়ত কেঁদে যাওয়া নীল ভ্রমরের কান্না??
কাকে বলে সুখ? কাকে বলে ভালো থাকা?

দেখা, বোঝা, শোনা গুলো থাকুক না হয় এবার অঙ্গুুুুরীয় মাঝে নীল মনি সম অলংকারে ভূষণ বাড়াতে!!!

৮০৫জন ৭৯৩জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ