শূন্যের বুকে ছুঁড়ে দিয়েছো কখনো, দু’হাতের আঙুল গুলো? মুঠো খুলে দেখেছো!
শূন্য থেকে ভরে ওঠা পাঞ্জার রেখাগুলো? গুণতে গুণতে মুদে আসে অসংখ্য পাপড়ি ভরা চোখের পাতা!
পাতার অপর অতলে কি গভীর মায়ায় টলমলো করে পদ্মদীঘি…
সাঁতরে চরে আজন্ম জলের অশ্বারোহী।
দেখেছো কখনো? শূন্যের বুকে অজস্র তীব্র শব্দেরা হেসে খেলে সুরের ভাঁজে উড়ে বেড়ায় হাজারো বাসন্তি বাউড়ি!!
শব্দেরা বড় বেমানান এই দিশাহীন নগরের দরিয়ায়। লোপাট প্রেম বিধ্বস্ত নগরীর চৌকাঠে মাথা কুটে মরে দিবা রাত্রি। পৌরাণিক যুগলের তাজা প্রাণের আকুতি গুমরে ফেরে এপ্রান্ত থেকে চিরায়ত যুগান্তরের সমাপ্তি রেখায়।।
দেখেছো কখনো?? সুখী বসনে ছোপ ছোপ অসুখের জলছাপ চিত্রের আদিঅন্ত কাব্যের নকশি কাঁথা আর সোজন বাঁদিয়ার গীতিনাট্য? নিত্য ঝুমুর তালে নেচে যায় দিশাহীন হারানো চাবির খোঁজ।বুকের খাঁজে জমিয়ে রাখা এক পৃথিবী সমান মেঘেদের দেখেছো কখনো চোখের আকাশে বৃষ্টি ঝরাতে?
কখনো শুনেছো?? অতল গহ্বরের তলায় নিয়ত কেঁদে যাওয়া নীল ভ্রমরের কান্না??
কাকে বলে সুখ? কাকে বলে ভালো থাকা?
দেখা, বোঝা, শোনা গুলো থাকুক না হয় এবার অঙ্গুুুুরীয় মাঝে নীল মনি সম অলংকারে ভূষণ বাড়াতে!!!
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
একান্ত অনুভুতি ভাল হয়েছে।
লেখা লিখতে বিশেষ করে লাইনের বিন্যাসে কোনো সমস্যার সম্মুখিন হলে, এখানে লিখে জানাও। কেউ না কেউ এর সমাধান দিয়ে দেবে।
শুভ কামনা।
বন্যা লিপি
কৃতজ্ঞতা জানাই।সমস্যা নেই তেমন কোনো।তবে সাহায্য চাইবো অবশ্যই তেমন কোনো অসুবিধা হলে। লাইন গুলো একটু এলো মেলোই হয়েছে। আগামীতে ঠিক করে নেবো আশা করি। শুভ কামনা।
নিতাই বাবু
নিজেও কেঁদেছি অনেক, এখনো কাঁদি। শুধু বেঁচে থাকার জন্য। স্বজনদের কান্নাও দেখেছি, শুনেছি আমি।
শুভেচ্ছা রইল কবিদি।
বন্যা লিপি
দাদা, কেউ কবি বললে… কেমন যেন বিপরীত বোধ হয়! ইংরেজী’তে যাকে বলে আনকম্ফোর্ট ফিল্। কি লিখি না লিখি!! তা কবিতা হয় কিনা??? তাও জানিনা। মনের কিছু শব্দকে সাজাই নিজের মতো করে। কারো পড়ে ভালো লাগলে…. জেনে আমারো ভালো লাগে। মনে হয় কিছু তো একটা হয়েছে!!! আপনি মন্তব্যে এলেন, তাতেই আমি ধন্য। আপনার নিরন্তর শুভ কামনা।ভালো থাকবেন সবসময়।
সাবিনা ইয়াসমিন
দেখেছো কখনো ?
কেমন করে অনুভূতি গুলো শব্দ হয়ে আসে,
অনুচ্চারিত শব্দ গুলো ভাষায় জড়িয়ে
ছড়িয়ে–ছিটিয়ে বলে যায়, ভালো লাগা ছিলো ।
নক্ষত্রের প্রতীক্ষায় প্রহর গোনে যে প্রজাপতি,
তার মনেও বিরহের সুর–বৃষ্টি হয়ে ঝরে।
কখনো শুনেছো তুমি ?
জলের গহীনে বয়ে চলা ব্যাথার রাগিনী !
কিচ্ছুটি দেখোনি / শোনোনি,
সুখ কি ? নীলমনির অলংকার
নাকি একুশটি নীল পদ্ম !
তবে এসো সুখটুকুকে আজ নির্বাসনে পাঠাই,
ভালোথাকার ছলে ভালোথাকি…
লেখাটি মন ছুঁয়ে গেছে বন্যা। কি মন্তব্য করবো ভেবে পাইনি, আবার তোমার পোস্টে মন্তব্য না দিয়ে চলে যাওয়া হয় না আমার।
এমনি করে লেখা দিলে ইমোশনাল হয়ে পড়ি। ভালো লাগে অবশ্যই। আগামীতেও এমন লেখা পড়তে চাই।
খুব ভালো থেকো। ভালোবাসা অবিরত ❤❤❤❤
বন্যা লিপি
চিন্তা কি সাবিনা? আমার লেখায় সব পাবে আশা রাখি। ইমোশন,দুঃখ,কষ্ট,হাসি,রোমান্স, ইনশাল্লাহ্ এটুকু বলতে পারি। এক কথায় কমপ্লিট্ প্যাকেজ্। হা হা হা….. তুমি এমন করে বলো বলেই…. আমিও বড় লোভী হয়ে উঠছি। তোমার চাহিদা মতো লিখতে।
তোমার মতো এমন একজন বন্ধু পেয়েছি এখানে এসে!!! যে তুমি আমাকে আরো বেশি লিখিয়ে না বানিয়ে ছাড়বেনা।
অকৃত্রিম ভালোবাসা তোমার প্রতি♥♥♥♥
সাবিনা ইয়াসমিন
আরো বেশি লিখিয়ে হয়ে উঠো, শব্দ বন্যায় ভেসে যাক সোনেলা। আশীর্বাদ করি। ( বড় লিখিয়ে হয়োনা কিন্তু, নয়তো আমার ঈর্ষা হবে ) ।
মোঃ মজিবর রহমান
কি ভাবে লেখ এতো গভীরের অতলে , কিভাবে এতো সুন্দর কথামালা সাজাও, ভেবে পাইনা আমি। শুধুই পড়ে গেলাম ভাল লাগল। অসম্ভব।
বন্যা লিপি
এর পরের লেখায় না হয় বলি? কিভাবে লিখি? আপনার প্রতিটা মন্তব্য আমারে মুখ হাসি এনে দ্যায়। এবং আরো বেশি ভালো লিখতে উৎসাহ যোগায়। সবসময় ভালো থাকবেন। শুভেচ্ছা অবিরত।
শুন্য শুন্যালয়
বেশ লেখেন তো আপনি।
শব্দভান্ডার বেশ পরিপূর্ণ মনে হচ্ছে।
অতলে যাবার সময় কই কারো, আর দেখা? নিজেরাই আজ আর দেখতে পাইনা।
হু, ভূষণ বাড়াতে ইন্দ্রিয় গুলো থাকুক এভাবেই আপাত দেখা, শোনার মতো করে।
লিখুন অনেক।
বন্যা লিপি
পড়েছেন, এতেই ধন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা , শুভ কামনা অবিরত।
ছাইরাছ হেলাল
সুখ-দুঃখ দু’জন বাজুক এক-ই সঙ্গে এক-ই অঙ্গে হেঁটে যাওয়া সময়-স্রোতে।
বন্যা লিপি
চলেই তো যায় এমনি করে জীবনের নিয়মে জীবন। সময় বলে, সময় কারো জন্য নয়।শুভ কামনা, কৃতজ্ঞতা।
মাহমুদ আল মেহেদী
অস্বাধারন সব শব্দের খেলা । এই খেলা আরো দেখতে চাই শিখতে চাই।
বন্যা লিপি
ইনশাল্লাহ্!! আপনার জন্য শুভেচ্ছা, শুভ কামনা।