প্রান ঘাতি প্রাণ কোম্পানি
দেশের খ্যাতনামা দাবিদার ব্র্যান্ড জুস ‘প্রাণ’। নামেই প্রাণ অথচ এটি এখন প্রাণঘাতি পানীয়। ফলের রসের নামে চলছে প্রতারণা। এ কোম্পানির কোনো ফলের জুসেই ফলের রসের ছিটেফোঁটাও নেই। রয়েছে কেবল কৃত্রিম সুগন্ধি। খোঁজ নিয়ে জানা গেছে, ভয়ংকর তথ্য, মিষ্টি কুমড়ার সাথে ম্যাংগো ফ্লেভার দিয়ে তৈরি করা হয় এই ভয়ংকর জুস। খাদ্যমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) পরীক্ষায় এই ভেজালের প্রমাণও মিলেছে। এ জুস শিশু ও গর্ভবতী মায়েদের অনাগত সন্তানদেরও স্বাস্থ্যঝুঁকি এমনকি মৃত্যুঝুঁকিতেও ফেলতে পারে। এছাড়া নিচের খবরগুলির দিকে একবার তাকালে বুঝা যায় প্রান ঘাতি এই প্রাণ কোম্পানি। তাই আসুন একটু সচেতন হয়, বর্জন করি—
প্রানের জুস,
আচার,
ক্যান্ডি বার
ও চকলেট
খাদ্য নামে অখাদ্য গুলি।
সরকারের নিকট আমাদের প্রার্থনা প্রাণ কোম্পানির সকল খাদ্য ও পানীয় অতি দ্রুত উৎপাদন বন্ধ করা এবং বাজারে তাদের প্রত্যেক খাদ্যের ও পানীয়ের উপর পরীক্ষা চালনা করা হক।
১। প্রাণ কোম্পানির পাওয়ার কেন্ডি খেয়ে প্রাথমিক ১২ শিক্ষার্থী প্রাণ যায় যায় অবস্থা http://www.onabil.net/ভাঙ্গুড়ায়-পাওয়ার-কেন্ডি
২। Real Story of Pran Mango Juice (প্রাণ আমের আসল কীর্তি )
http://www.youtube.com/watch?v=uOPBHqfHZG0
৩। প্রাণের জুস ও আচার থেকে সাবধান, আমে ক্ষতিরকর ফরমালিন, সারা দেশে ক্ষোভ http://newsgardenbd.com/?p=18111
৪।প্রাণ জুসের বোতলে এবার স্যাওলাও লোহার নাট বল্টু http://www.amiopari.com/6034
৫।মিষ্টি কুমড়া বদলে যাচ্ছে ভয়ংকর প্রাণ ম্যাংগো জুসে,তবুও বন্ধ হচ্ছেনা প্রতারণা !http://www.eurobdnewsonline.com/bangladeshi-special-news/2014/04/22/36063
৬। যুক্তরাষ্ট্রের বাজারে নিষিদ্ধ প্রাণ কোম্পানির গুড়া হলুদ http://ekush.info/bangla/প্রাণ-কোম্পানি
অথচ সেই হলুদ, মরিচ এর গুড়া হরদম বিক্রি হচ্ছে বাংলাদেশের বাজারে।
http://www.banglanews24.com/new/অর্থনীতি-ব্যবসা/243257.html দুগ্ধশিল্পের উন্নয়নে প্রাণ-সিডা’র চুক্তি স্বাক্ষর।
উপরের প্রমান সাপেক্ষে দুগ্ধ উন্নয়নে তাঁরা যা করছে এর মাঝেও ভেজাল আছে বলে আমি মনে করি। তাই এদের এই প্রজেক্টে কি চলছে তা খতিয়ে দেখা হক।
প্রাণ খাদ্য উৎপাদন নামে বাংলাদেশের যেখানে যা করছে তাদের সকল প্রজেক্ট খতিয়ে দেখা হক
৭টি মন্তব্য
হতভাগ্য কবি
প্রাণ খেয়ে প্রাণ হারাবো নাকি ^:^ ^:^
জি.মাওলা
প্রাণ সহ সকল ড্রিংক খাওয়া বন্ধ
স্বপ্ন
প্রান কতটা প্রান নিছে, আর রাজাকাররা কতটা প্রান নিছে? আপনার আগামী পোষ্ট জামায়াত শিবির রাজাকারদের বিরুদ্ধে দেখতে চাই মাওলা ভাই।
জি.মাওলা
ওকে দেখি
মা মাটি দেশ
কি লাভ রে ভাই লিখে যারা বসে আছেন ক্ষমতার উচ্চ আসনে তারা কি ভাবে?
জিসান শা ইকরাম
প্যাকেটজাত এমন ধরনের সব খাবারেই কৃত্রিম ফ্লেবার দেয়া হয় ।
বাংলাদেশের প্রান আর পাকিস্থানের সেজান , একই মুদ্রার এপিঠ ওপিঠ ।
এসব বন্ধ করে দেয়া উচিৎ ।
পরিশ্রম করেছেন অনেক পোষ্ট দিতে ।
ধন্যবাদ দিলাম এজন্য ।
খসড়া
প্রাণ = জান =life