!!প্রাণ হরেছ!!

সীমা সারমিন ১ নভেম্বর ২০১৩, শুক্রবার, ১১:৩১:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

কি অপরূপ রূপ যে তোমার
টানা টানা চোখে হালকা কাজল,
রেশমি চুলের স্বল্প সাজন
শুভ্র তকের নম্র চাহন ,
কোমল ঠোঁটে মিষ্টি কথন
প্রাণ হরেছ আমার তুমি
বুঝতে পারি নি কবে কখন ।

———– সীমা সারমিন ———-

 

(3 জানি না ভালো হয়েছে কিনা , মনে আসছিল তাই লিখে ফেলেছি । অনুভূতিটি আয়েশা আক্তার এর জন্য । তার জন্য অনেক অনেক দোয়া রাখবেন যেন সে ভালো থাকে ও আমার মনে আরও অনেক ভাবনার উদয় হয় যা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে পারি । (3

৬২৭জন ৬২৭জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ