কি অপরূপ রূপ যে তোমার
টানা টানা চোখে হালকা কাজল,
রেশমি চুলের স্বল্প সাজন
শুভ্র তকের নম্র চাহন ,
কোমল ঠোঁটে মিষ্টি কথন
প্রাণ হরেছ আমার তুমি
বুঝতে পারি নি কবে কখন ।
———– সীমা সারমিন ———-
(3 জানি না ভালো হয়েছে কিনা , মনে আসছিল তাই লিখে ফেলেছি । অনুভূতিটি আয়েশা আক্তার এর জন্য । তার জন্য অনেক অনেক দোয়া রাখবেন যেন সে ভালো থাকে ও আমার মনে আরও অনেক ভাবনার উদয় হয় যা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে পারি । (3
২০টি মন্তব্য
মিথুন
সুন্দর আপু. দোয়া রইলো আয়শা আক্তার এর জন্যে.
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু…… -{@
জিসান শা ইকরাম
সুন্দর হয়েছে ।
আয়েশা আক্তারের জন্য অনেক শুভ কামনা ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া………… 🙂
খসড়া
প্রান হরেছ কার? অবশ্যই আমার না? 😮
আমার স্বপ্ন ও মনের কথা
জী আপনার প্রাণ সে কেন হরবে…।।
হরেছ তো আমার…………… 😀
আদিব আদ্নান
আহারে , অমূল্য প্রাণ হরেছে যে তাকে ছেড়ে দেয়া ঠিক নয় ।
আয়েশা আক্তার এর ফাচি চাই !
আমার স্বপ্ন ও মনের কথা
এ হরণ এক অদৃশ্য সুন্দর মিষ্টি অনুভূতি ভাইয়া……।।
এর জন্য ফাঁসি দিতে হয় না হয় ভালবাসা দিতে। 🙂
শুন্য শুন্যালয়
আয়েশা আক্তার কে আপু ?
আমার স্বপ্ন ও মনের কথা
সে এক অপরূপা ও সুন্দর মনের অধিকারিণী রমণী ।
লীলাবতী
খুব ভালো লেগেছে । আয়েশা আক্তার এর জন্য দোয়া করছি। আপু , আয়েশা কি আপনার মেয়ে ?
আমার স্বপ্ন ও মনের কথা
😀 আপু আমার এখনো বিয়েই হয়নি ।
সে আমার থেকে সামান্যতম বড় কিন্তু কোমল মতি নারী।
তার সুন্দরজ এতোই যে আমি তাকে দেখে মুগ্ধ ।
মা মাটি দেশ
দিলাম একটা প্রান কোলা \|/ \|/ \|/ (3
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া…………… \|/
নীহারিকা
ছোট্ট কিন্তু খুব সুন্দর উপস্থাপন।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ -{@
শিশির কনা
ভালো লেগেছে । আয়েশা আক্তারের জন্য শুভকামনা ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু (y)
রাইসুল জজ্
বেশ
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ 🙂