আমি চোখ মেলেই শিশুটিকে দেখতে উদগ্রীব হলে, ধাত্রী তাকে এনে আমার পাশে শুইয়ে দিল। আমি অধীর ছিলাম তার কান্না থামাবার জন্যে। কিন্তু চতুর্থ দিনেও সে কাঁদে নি।
হুট করে একটা নাম নজর কাড়লো আমার – প্রহেলিকা। সালাম সাহাব। গুড টু সি ইউ আফটার আ লং টাইম। ভিতরে ভিতরে আমি দুটি নাম খুঁজে বেড়াচ্ছিলাম একটি প্রহেলিকা আর অন্যটি বনলতা সেন। অবশেষে প্রহেলিকার সাথে দেখা। বেশ। 🙂 এটুকু প্রহেলিকার জন্য।
সাবরিনা, আপনার অনুগল্পটি আমার কাছে দারুন লেগেছে। (y)
২২টি মন্তব্য
ইমন
;( :p
সাবরিনা
🙁
অলিভার
করুন গল্প 🙁
সাবরিনা
হু 🙁
আজিম
এটা কী ধরনের গল্প বুঝলামনা।
সম্ভব হলে বুঝিয়ে দিবেন।
সাবরিনা
অনুগল্প বলতে পারেন। এই বিভাগটা না থাকায় ‘গল্প’ বিভাগে দিয়ে দিলাম। আমি গল্প লিখতে পারি না।
বহু কাঙ্খিত মাতৃত্বের গল্প
শুন্য শুন্যালয়
মন খারাপ করা গল্পে, মনে করিয়ে দিলো কিছু স্মৃতি।
চতুর্থ দিন পর্যন্ত তাকে কি আর রাখা হতো? হতো না 🙁
সাবরিনা
শিশুটি মৃত ছিল না।
শুন্য শুন্যালয়
ইয়াপ মাই মিস্টেক। I was stucked in a memory.
লেখাটা অনেক সুন্দর হয়েছে।
সাবরিনা
🙂 🙂
লীলাবতী
যতগুলো ভালো ক্ষুদ্রতম গল্প পড়েছি,এটি তার মধ্যে একটি। -{@
সাবরিনা
ধন্যবাদ। গল্প লেখার মত ধৈর্য্য আসলে নেই।
জিসান শা ইকরাম
পড়লাম,ভালোই লাগলো।
এ ধরনের কয়েকটি অনুগল্প নিয়ে একটি পোষ্ট হতে পারে।
সাবরিনা
না। আমি আলাদা করেই দিব। -:-
প্রহেলিকা
বাহ বাহ! সাধু সাধু
সাবরিনা
আরে আরে আমিন সাহেব দেখছি :=
অরণ্য
হুট করে একটা নাম নজর কাড়লো আমার – প্রহেলিকা। সালাম সাহাব। গুড টু সি ইউ আফটার আ লং টাইম। ভিতরে ভিতরে আমি দুটি নাম খুঁজে বেড়াচ্ছিলাম একটি প্রহেলিকা আর অন্যটি বনলতা সেন। অবশেষে প্রহেলিকার সাথে দেখা। বেশ। 🙂 এটুকু প্রহেলিকার জন্য।
সাবরিনা, আপনার অনুগল্পটি আমার কাছে দারুন লেগেছে। (y)
সাবরিনা
🙂
মেহেরী তাজ
আহারে…. 🙁
সাবরিনা
🙁
নীলাঞ্জনা নীলা
গল্পটি ভাবায় এবং অনেক কিছু বলে। আর শুধু ভাবিয়েই ক্ষান্ত হয়নি, একটা নিজস্ব জায়গা করে নিলো এই আমার মনে।
অসাধারণ (y) -{@
সাবরিনা
ঠিক যেমনটি ভালো লাগে আপনার মন্তব্য পড়তে। (3