হাওয়ায় উড়া এ’মন আমার
উড়ছিলো ত বেশ,
কেবা জানতো ক’দিন পরে
সবই হবে শেষ।
শেষ হয়ে যায় সকল কিছুই
শুরু হলে তবে,
রেশ রয়ে যায় নিগূঢ় ভাবে
মিথ্যে অনুভবে।
বমি করে উগলে ফেলি
অনুভূতি যত,
সান্ত্বনারই প্রলেপ মেখে
ঢাকছি বুকের ক্ষত।
জবরুল আলম সুমন
সিলেট।
১০/১১/১২
৭টি মন্তব্য
Ajharul H Shaikh
Sundor chhondo! Besh!goveero!
জবরুল আলম সুমন
ধন্যবাদ এজহারুল ভাই… ভালো লাগলো আপনার মন্তব্যটা।
ছাইরাছ হেলাল
এ দেখছি যন্ত্রণার কাব্য ।
জিসান শা ইকরাম
দুর্ঘটনায় এটি এখন সুনের শেষ পোস্ট।
অনেক লেখা মুছে গেল তোমার 🙁 চেস্টা করছি ফিরিয়ে আনার।
শুভকামনা……
যাযাবর
এই কবিতাটি দৃষ্টি এড়িয়ে গিয়েছিল । মনে মলম দেয়া কবিতা 🙂 ভালো লেগেছে ।
নীহারিকা
সুন্দর
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন
দারুণ লিখেছেন