রাফসান এখন ও ঘুমাতে পারে না কালো ছায়া
এখন মাঝ রাতে হানা দেয় হাফিয়ে উঠে জেগে বসে আশপাশ দেখে আবার জানাল দিয়ে বাহিরে দেখে না সপ্ন টা সত্য ছিল না,
মাথা ঝিম ধরে আছে দেহ অবস মত লাগছে এক গ্লাস পানি খেয়ে দম নিয়ে
একটা নিকোটিন এর বিষ টা ধরালে,
ফেলে আসা কিছু বছর এর অশুভ ছায়া কিছুতেই পিছ ছাড়ছে না
সব মানুস এক রকম হয় না বলে ই সে কিছু মানুসের মত ভিন্ন,
যে নিজেকে নিজে বুজাতে পারে তার মত অপর কেহ পারে না
তারপরেও পাশে থাকার মত কেহ একজন জরুরি কিন্তু সেটা বউ হতে হবে এমন টা কথা নেই,
দেশ ছাড়ার পর নিজেই নিজের অভিভাবক হয়ে গেছে এখন
মন কে সব সময় বুজায় এইতো আর অল্প পথ বাকি পারবে তুমি!
কিন্তু রাতে ঘুমাইলে আবার ও হানা সেই অশুভ ছায়া,
রাফসান এর মত সবার জীবন এমন টা আসে কিন্তু সেটা বেশি আর কম
এই যা!
জীবন থেকে শিক্ষা নিয়ে যে মানুস এই পন করে সে যা কষ্ট পেয়েছে
তা তার আগামী ভবিষ্যৎ যেন না পায় তার শেষ চেষ্টা করে যাবে,
তবে আগামী ভবিষ্যৎ তাকে প্রতি নিয়ত মনে রাখবে স্পন্দন এর মত,
প্রবিত্র ভালবাসা জমানো কখন সহজ নয় যতদিন না সে নিজেকে সরল রাখবে,
রাগ অনিয়ন্ত্রণ, অতি মাত্রার আবেগ,ছন্নছাড়া জীবন,ও অহংকার
মানুস কে পশু বানায় প্রতিনিয়ত,
নামে মানুস থাকার চেয়ে মন থেকে মানুস হওয়া এত সহজ নয় যতদিন না
কেউ সচেতন হয়,
লিখা পড়ে মনে হতে পারে বিষয় টার কন আগা মাথা নেই
কিন্তু যখন মন থেকে পরবেন তখন মনে হবে এ কথা আপনার,
——♥♥♥
অনেক দিন পর লিখতে পারলাম
যদিও চেষ্টা ছিল আগে ফিরার কিন্তু নিয়তি!
সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইল
আশা করছি আমার এই আগমন এ আপনাদের প্রেরণা থাকবে,
ভুল গুল ধরিয়ে দেবেন পথ দেখিয়ে দিবেন এই কামনা করছি।
লিখায় – সকাল সপ্ন~
তাং- ২৫-০৪-২০১৯
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
অনেক দিন পর আসলেন,
ভালো লিখেছেন,
তবে বেশ কিছু বানান ভুল চোখে পড়ার মত।
মানুষ ( মানুস ) কিছু বানান ভুল আছে।
আপনার প্রফাইলে গিয়ে প্রফাইল পিকচার দিন।
শুভ কামনা।
সকাল স্বপ্ন
শুভেচ্ছা রইল, মামা
ছবি জন্য কোন এপস ভাল হবে যা দিয়ে blog এর
নিদিষ্ট এমবি তে করা যাবে ইন বক্স এ লিংক দিলে খুশি হব।
শুন্য শুন্যালয়
অনেক বানান ভুল আপনার। বিরাম চিহ্নের ব্যবহারও কম। মনে হচ্ছিল, এক নিঃশ্বাসে বলে যাচ্ছেন। অন্যে ধরিয়ে দেবার আগে নিজে আরেকবার পুরো লেখাটি পড়ুন। দেখুন কোন বানানগুলো ভুল হয়েছে। নিজেই শুধরে নিতে পারবেন আশা করি।
শুভকামনা।
বন্যা লিপি
হতে পারে ইচ্ছাকৃত না, অথবা অনেকদিন পরে এলেন বলে টাইপিং মিসটেক। “বুঝাতে”মানুষ”এরকম বেশ কয়েকবার একই শব্দ যখন বার আসে,,,, তখন বানান নিয়ে একটু খটকা লাগে। আমারো এখনো অনেক ভুল থেকে যায়, সম্পাদনা এখনো এখানে শিখে উঠতে পারিনি। আপনি জোড় চেষ্টা করবেন, শুদ্ধ বানান লিখতে। আমিও চোখ কান খোলা রেখে পরবর্তি লেখা লিখার চেষ্টা করবো।
এবার আসি লেখাটার সম্পর্কে। ঠিকই বলেছেন, অনেক সময় আমরা অবচেতনেই নিজেকে দেখতে পাই অন্যের ছায়া রুপে। মনের প্রবল জোড়ের সাথেই নিয়ত বদলাতে হয় প্রকৃত মানুষ হয়ে উঠতে!!! বিষয় বস্তু বাছাই করাটা ভালো লেগেছে। শুভ কামনা নিরন্তর 🌷🌷
সকাল স্বপ্ন
শিখে লুফে নিলাম
চেষ্টাকরণ থাকবে আর ও ভাল কিছু কুরার,
ভাল লাগলো এই অনুপ্রেরণা,
শুভেচ্ছা রইল সবার জন্য।
সকাল স্বপ্ন
শিখে লুফে নিলাম
চেষ্টাকরণ থাকবে আর ও ভাল কিছু করার
ভাল লাগলো এই অনুপ্রেরণা,
শুভেচ্ছা রইল সবার জন্য।
সাবিনা ইয়াসমিন
নামে মানুষ হওয়ার চেয়ে কর্মে ও গুনে মানুষ পরিচিতি ধরে রাখা বেশি জরুরী। আত্ম উপলব্ধি না থাকলে মানুষের মানুষ হয়ে উঠা সহজ নয়।
আপনি লিখতে চেষ্টা করছেন এবং সফল হয়েছেন, এটা ভালো দিক। ভুলত্রুটি গুলোও ঠিক করে নিয়ে নিয়মিত লিখবেন, তাহলেই লেখার প্রতি আগ্রহ বেড়ে যাবে। নিজের লেখার পাশাপাশি অন্যদেরটা যদি পড়ার চেষ্টা করেন, তাহলে অনেক ভুল নিজেই ঠিক করতে পারবেন।
শুভ কামনা রইলো, ভালো থাকুন 🌹🌹
প্রহেলিকা
আপনি ফিরে আসুন নিয়মিতই আসুন। এখানে সবাই আন্তরিক প্রেরণার অভাব হবে না।
সম্ভবত এই প্রথম আপনার কোনো লেখা পড়লাম। লিখতে হবে আরও, সাথে পড়তেও হবে।
শুভকামনা।
সকাল স্বপ্ন
লিখা ও পড়ার সাথে থাকবো সেই আশা রাখি।
ধন্যবাদ সবাই কে এই ভালর জন্য।
মনির হোসেন মমি
লিখতে থাকুন
ভাল লাগছে।
সকাল স্বপ্ন
শুভেচ্ছা অফুরন্ত