নিত্যপ্রয়োজনীয় লোভের বাজারে যেতে হবে আজ
সাপ্তাহিক প্রয়োজনীয় পণ্য নিতে হবে আজ।
ছেলের জন্য,
বউয়ের জন্য,
আমার জন্য,
এমনকি পাশের বাড়ির অসুস্থ করিম সাহেবের জন্যও
বয়ে নিয়ে আসতে হবে।
বেচে থাকার লোভ,
ভাল চিকিৎসার লোভ,
একটু আরামে থাকার লোভ।

৫৩৩জন ৫৩৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ