মাননীয় প্রধানমন্ত্রী একবার নম্র , ভদ্র ও শীতল্ভাবে বিরোধী দলীয়নেত্রী মহদ্বয়কে দেশের ক্লান্তিলগ্নে ফোনের মাধ্যমে সমস্যা দূর করার বড় একটি ভুমিকানিয়েছিলেন কিন্তু বিরোধী দল নাকচ করে হ্রতালে ৫জনসহ অনেক জিবনের মিত্যুর ঘটলো যা এক্সিডেন্ট এর দ্বায় কার সরকারের নয় নিশ্চয় কারন সহরাওারদী উদ্যানে জনাবা বেগম খালেদা জিয়া বলেছিলেন আলচনার উদ্যোগ না নিলে ৬০ ঘণ্টার হরতাল দিবেন। প্রধানমন্ত্রী তাঁর কথায় কর্ণপাত ঠিকই করলেন কিন্তু কথা রাখলেন না বিরোধী নেত্রী।
সংলাপের সুফল সুযোগ পেয়েও বল নিজের কোটে না রেখে দেশের ৫জন নিরাপদ ব্যাক্তির জীবন, বিভিন্ন বাসে আগুন, বিভিন্ন অফিসে আগুন এই সম্পত্তির মুল্য কে দিবে?
এদের কারা প্রশ্রয় দিচ্ছেন? ধর্মের জন্য কি এগুলো অপরিহার্য? ধর্ম কি এত বিপদসংকুল অবস্থায় যে অস্ত্র ও জঙ্গি হামলা করে ধর্ম পুণউদ্দ্বার করতে হবে?
এরা দেশপ্রেমিক, মানবতাবাদী, জনদরদী মানুষ না জনদরদীনেতা? তাদের মাঝে তো কিছুই নেই।এই যে দেশের ক্ষতি দেশের সাধারন মানুসের গাড়ী ভাঙচুর, জানমাল এর জন্য জনাবা খালেদা জিয়া দায়ী কারন তিনি সংলাপ চেয়েছিলেন সংলাপ পেয়ে হাতছাড়া তিনি করে মানুষ ও দেশের অপূরণীয় ক্ষতি করেছেন।এতে করে বোঝা চাই তিনি নামে মাত্র সংলাপ চান দেশের মানুসের জন্য নহে? তিনি ক্ষমতাসীন হতে চান দেশের মঙ্গলের জন্য না ব্যাক্তির জন্য।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
প্রধানমন্ত্রীর পুনরায় আমন্ত্রন জানানোর আর প্রয়োজন নেই।
যথেষ্ঠ সহনশীলতার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী।
যারা কথা রাখেনা , তারা মোনাফেক , মোনাফেকদের সাথে আর কথা বলা উচিৎ নয়।
** আপনি কি বাংলায় নামটা দিতে পারছেন না ? ‘ তন্দ্রা ‘ হবে আপনার নাম ?
TANDRA
হ্যাঁ, স্যার আমি তন্দ্রা নাম ব্যাবহার করতে চাই।
জিসান শা ইকরাম ভাই ধন্যবাদ সহমত প্রকাশের জন্য।
জিসান শা ইকরাম
স্যার কেনো ভাই ? আমাকে কেউ স্যার বলেন না 🙂 আপনিও বলতে পারবেন না ।
নীলকন্ঠ জয়
আমিও স্যার বলবো নাকি ভাইয়া?? :D)
আদিব আদ্নান
আমরা সাধারণ মানুষ, কে কাকে কখন ফোন দিল কী দিল না বা কী কথা বলল বা বলল না এ সব কিচ্ছু জানতে
চাই না । চাই —– সকালে ঘুম থেকে উঠে কোন ককটেলের শব্দ – মানুষের আর্ত চিৎকার বা গাড়ী পোড়ানোর
মত কুৎসিত জঘন্য কোন গরল প্রবাহের আবর্তে ঘুরপাক যেন খেতে না হয় ।
মা মাটি দেশ
100% সহমত।
TANDRA
আমরা শান্তির চায়। কোন দলের কোন্দলে সাধারন মানুষের ক্ষয় ক্ষতি চায়না।। আমরা ট্যাক্স কর দিয় সেই টাকায় দেশের সম্পদ হবে আর রাজনিতির প্রগাগুন্ডারা ধংস্ব করবে মেনে নেয়া জায়না।
মা মাটি দেশ
কাকে কি দোষ দেব আমরাইতো তাদেরকে সিংহাসনে বসাই।শুধু চাই জীবনে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।
তন্দ্রা
১০০% সহমত
লীলাবতী
রাজাকার নেত্রী খালেদা জিয়ার সাথে সংলাপের আর প্রয়োজন নেই ।
খসড়া
সুস্বাগতম সেনোলায়।
আপনার পোস্টে ই রয়েছে আপনার আমার উত্তর।
রাহুল উজ্জ্বল
হা বাহিরে শব্দ ও আলোর উৎসব চলে।
ভালো, আপনার ছবি গুলা কথা বলে দিয়েছে।