প্রথম মৃত্যু দ্বিতীয় জন্মের আগে

অনন্য অর্ণব ১৬ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:২৮:০৩অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

সেই কবেকার কোন অজ্ঞাত বিহঙ্গের ডানায় ভর করে-
তোমার দুয়ারে এসেছিলাম মুসাফির আমি,
সেদিন মৃত্যু হয়েছিলো উদীয়মান সহস্র স্বপ্নরাজির
এক তোমাতেই মিইয়ে গেলো যুগান্তরের মহাপুরুষ ।।

  1. তুমি ঘটে বেঁধে রেখেছিলে মরীচিকা মশালের বাতি-
    সুতীব্র দহনে তার ঝলসে গেছে পাথুরে দু-চোখ
    সহসা নয়ন মেলে অন্ধকারে দেখেছি কেবল –
    অস্তাচলে ফিনকি দিয়ে জ্বলছে মৃদু গোধূলি গোলক।।

শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো –
হিমালয়ের মতোই ছিলো চাহিদার ঐ রেখা,
অষ্টব্যাঞ্জন পুরাই ছিলো তোমার অধীর মনের ঘরে
বুঝতে কেবল পারিনি তা ছলাকলা মাখা ।।

মৃত্যু আমার সেদিন হলো যেদিন তুমি বলেছিলে –
ভালো থেকো- ভুলো আমায় যদি তুমি পারো,
পরের জন্মে শোধ তুলিবো, খেরোখাতায় রাখছি ঠুকে –
প্রথম মৃত্যু হোক না যতোই কঠিনতর আরো ।।

নিকেতন
১৬/০১/২০২০

Photo credit.. Md Mizanur Rahman

৮০০জন ৪৯৯জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ