সেই কবেকার কোন অজ্ঞাত বিহঙ্গের ডানায় ভর করে-
তোমার দুয়ারে এসেছিলাম মুসাফির আমি,
সেদিন মৃত্যু হয়েছিলো উদীয়মান সহস্র স্বপ্নরাজির
এক তোমাতেই মিইয়ে গেলো যুগান্তরের মহাপুরুষ ।।
শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো –
হিমালয়ের মতোই ছিলো চাহিদার ঐ রেখা,
অষ্টব্যাঞ্জন পুরাই ছিলো তোমার অধীর মনের ঘরে
বুঝতে কেবল পারিনি তা ছলাকলা মাখা ।।
মৃত্যু আমার সেদিন হলো যেদিন তুমি বলেছিলে –
ভালো থেকো- ভুলো আমায় যদি তুমি পারো,
পরের জন্মে শোধ তুলিবো, খেরোখাতায় রাখছি ঠুকে –
প্রথম মৃত্যু হোক না যতোই কঠিনতর আরো ।।
নিকেতন
১৬/০১/২০২০
Photo credit.. Md Mizanur Rahman
২৮টি মন্তব্য
নৃ মাসুদ রানা
শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
ইসিয়াক
শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো –
হিমালয়ের মতোই ছিলো চাহিদার ঐ রেখা,
অষ্টব্যাঞ্জন পুরাই ছিলো তোমার অধীর মনের ঘরে
বুঝতে কেবল পারিনি তা ছলাকলা মাখা ।।
ভালো লাগলো ভাইয়া্ । শুভকামনা।
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ ❤️
ছাইরাছ হেলাল
এ তো কঠিন প্রতিজ্ঞা জন্মান্তর অবধি! মৃত্যুরোধি!
ভালোবাসার মরীচিকা মৃদু না, দাউ দাউ করে জ্বলছে।
রোজ লেখেন না কেন! এমন এমন!
অনন্য অর্ণব
হা হা হা 😀
দাদাভাই অনেক অনেক ভালোলাগা 💓
তৌহিদ
প্রেম নাকি প্রতিশোধের শপথ! সবাই মন দিয়ে ভালোবাসেনা, শরীরবৃত্তীয় আগুন নেভানোর জন্যেও অনেকে ভালোবাসে। সাবধান কিন্তু! পুড়তে চাইলে অবশ্য ভিন্ন কথা!
তুমি ঘটে বেঁধে রেখেছিলে!! ঘটে মানে কি?
অনন্য অর্ণব
হিসেবের খাতা একদিন খুলবোই। যে যেতে চায় তাকে বেঁধে রাখার কোন কারণ হয়তো আজ খুঁজে পাইনি। তবে… একদিন মুখোমুখি হবোই।
ঘটি-ঘট-ঘটে, জল রাখার বা জল তুলিবার পাত্র বিশেষ, ছোট কলসী, মাটির তৈরি তৈজস-পাত্র। এখানে রূপক অর্থে প্রয়োগ। মানুষের মনকে ছোট পান পাত্রের সাথে তুলনা যেখানে ইচ্ছা অনিচ্ছার সন্নিবেশ সাধিত হয়।
ধন্যবাদ দাদাভাই।
তৌহিদ
ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
মনোমুগ্ধকারী ভাবনা, শুভেচ্ছা সতত ।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
সঞ্জয় মালাকার
শকুনী দু চোখে তোমার গগনচুম্বী লিপ্সা ছিলো
অনন্য অর্ণব
আশাই জীবন, জীবনের শ্রী- একদিন পরিবর্তন আসবেই। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় 😍
সঞ্জয় মালাকার
দাদা আজ আপু বললেন যে, আমি তো আপু নই।
সঞ্জয় মালাকার
পরিবর্তনর আসুক সবসময় এ- কামনা করি।
অনন্য অর্ণব
সরি সঞ্জয় দাদা, এটা টাইপের সময় ভুল হয়েছে। আর এখানে মন্তব্য সংশোধন করা যায় না। অবশ্য উচিত ছিল পরে আরেকটা মন্তব্যের মাধ্যমে এটা সংশোধন করে দেওয়া। আন্তরিক ভাবে দুঃখিত দাদাভাই 😍
জিসান শা ইকরাম
ছলাকলা থেকে সাবধান হতে হবে,
এমন করেই উড়ে যায় পাখি,
অথচ পাখিকে বেঁধে রাখর কত চেস্টা থাকে আমাদের।
প্রতিজ্ঞা কি এখানে শান্তনা কেবলই?
কবিতা ভাল লেগেছে।
অনন্য অর্ণব
হা হা হা 😀 বড় ভাই যে কি বলেন 🤣🤣
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা দিয়ে সবসময় ভালো বাসা না খারাপ বাসাও জোটে। ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা ও শুভকামনা
অনন্য অর্ণব
অনেক ধন্যবাদ আপু। শুভ কামনা নিরন্তর 😍
পর্তুলিকা
মুগ্ধ হলাম
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা ❤️
রেহানা বীথি
পরের জন্মে শোধ তুলিবো….
অকাট্য।
কবিতা ভালো লেগেছে ভীষণ।
অনন্য অর্ণব
ভালো থাকুন সবসময়। শুভ কামনা নিরন্তর 😍
মাহবুবুল আলম
লেখাটি ভাল লেগেছে। শুভেচ্ছা রইলো!
অনন্য অর্ণব
অনেক অনেক ভালোলাগা দাদাভাই 😍
মাহবুবুল আলম
কবিতা পড়েছি। কবিতা ভাল লেগেছে।
অনন্য অর্ণব
ভীষণ ভীষণ অনুপ্রাণিত দাদাভাই 😍