প্রত্যাশা

রেজিনা আহমেদ ৯ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০১:৩৬:৩৮অপরাহ্ন অন্যান্য ২৬ মন্তব্য

#সত্যঘটনা_অবলম্বনে

পাত্রপক্ষ এসেছে.. যথারীতি মেয়েটি শাড়ি পরে সামনে গেলো.. দুইপক্ষের পছন্দ হলো,

এবার ছেলে-মেয়ের ব্যক্তিগত আলাপ পর্ব__যেখানে পাশ করতে পারলেই বিয়ে হতেও পারতো..
যাইহোক মোটামুটি পরিচিত হবার পর

মেয়েটির শেষ প্রশ্ন: এই আপনি সিগারেট খান?

ছেলে: নাহ্, খাইনা, সিগারেট টা অপছন্দ..তবে অফিসে কখনো কখনো রঙীন পানীয় পান করি স্ট্যাটাস বজায় রাখতে,বোঝেন ই তো

মেয়ে: হ্যাঁ, বুঝলাম, কিন্তু আমি যে রঙীন পানীয় পছন্দ করি না,,তার চেয়ে বরং নির্জন রাতে একান্ত সময়ে অন্তরঙ্গ মুহূর্তে একটা সিগারেট জ্বালানোর পর বৌয়ের কাছে এসে তার আলতো ঠোঁট স্পর্শ করে চুমু খেতে পারাটা অনেক সুখের জানেন.. আমি এই নেশায় মত্ত হয়ে পুড়তে চাই

ছেলে: তাহলে কি আমাকে বিয়ে করতে পারবেননা?

মেয়ে: কোনো একদিন হঠাৎ করে আমার জন্য সিগারেট জ্বালাতে পারবেন? আমি নেশাখোর চাইনা,
ক্লাস চাই, প্রেমিক চাই, ভালোবাসা চাই, বন্ধু চাই, শরীরে শরীর দিয়ে আর মনে মন দিয়ে মিশতে চাই, , নিছক কোনো এক নাম কে ওয়াস্তে সম্পর্ক চাইনা

ছেলে: আপনি এতো সুন্দর কেনো? এর বাইরে আমি কিছু ভাবতে পারছিনা এই মুহূর্তে

মেয়ে: তাহলে বরং আমি আপনার না পাওয়ার আক্ষেপ হয়েই থাকি… আপনি আমার সৌন্দর্যে মুগ্ধ শুধু, আমাতে নয়

১০১৬জন ৭৩৫জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ