এই রাত কেটে গেলে
কাল বেলা ভোর হলে
আসবে নিয়ে নতুন প্রভাত
নতুন দিবাকর।
নতুন ভোরে নতুন আলোয়
নতুন ফুলের সুরভি মেখে
নতুন করে সাজবে আবার
সাজবে এ বসুন্ধর।
আঁধার পথের মাঝে বসে
উল্টো দিকে হাত বাড়িয়ে
আলোর খোঁজে ছুটছি মোরা
ছুটছি এ জীবন ভর।
কে দেবে এ পথের দিশা
আলোর পথে কাটবে নিশা
সম্মুখ পথে কাটবে আঁধার
আসবে আলো রাত্রির পর।
কাটবে কবে এ আঁধার রাত
আসবে কবে নতুন প্রভাত
আসবে নিয়ে নতুন আলো
নতুন দিবাকর।
নতুন আলোয় দেখবো মোরা
নতুন ফুলের গন্ধে ভরা
নতুন করে জেগে ওঠা
আলোকিত বসুন্ধর।
(২৫/০৫/২০০৯ – রাত ১১ টা ৪০ মিনিট)
১৪টি মন্তব্য
স্বপ্ন
অপেক্ষায় থাকবো।
মানিক পাগলা
আমিও অপেক্ষায় আছি। আর স্বপ্ন দেখছি।
জিসান শা ইকরাম
এমন দিনের প্রতাশা করছি ।
মানিক পাগলা
এমন দিনের প্রত্যাশা আমাদের সকলেরই করা উচিত।
খসড়া
অপেক্ষার প্রহর গুনি।
মানিক পাগলা
হয়তো কেউ আনবে আবার
স্বপ্নীল সোনালী প্রভাতের গুঞ্জরনী।
ব্লগার সজীব
প্রত্যাশা ২ আসুক (y)
মানিক পাগলা
প্রত্যাশা – ১ এখনো প্রথম পৃষ্ঠায় আছে। এটা দ্বিতীয় পৃষ্ঠায় চলে গেলেই প্রত্যাশা – ২ চলে আসবে। ব্লগার সজীব ভাই 🙂
প্রহেলিকা
অচিরেই দেখব আশা রাখি। সুন্দর। ভালো লেগেছে।শুভেচ্ছা জানবেন কবি। -{@
মানিক পাগলা
ধন্যবাদ
আপনার জন্যেও শুভকামনা রইলো।
আজিম
প্রত্যাশা করে কি কিছু হবে ভাই ? তবুও প্রত্যাশা করা ছাড়া এ-মুহূর্তে কিছু করার নাই-ও আসলে । শাহবাগের প্রজন্ম চত্ত্বরকে সুশাসন চত্ত্বরে পরিণত করবে, সে-মানূষের সাক্ষাত অথবা খোঁজ এখনও আমরা পাইনি । ধৈর্য্য ধরা ছাড়া আর কী !
এসবের পরেও আপনার মতো প্রত্যাশা-ই বা করে ক’জন !
অশেষ ধন্যবাদ । চালিয়ে যান ।
মানিক পাগলা
কিছু হোক বা না হোক আমাদের প্রত্যাশা থেকেই যায়। আজ হয় নি তো কি হয়েছে, হবে কোন এক দিন।
ধন্যবাদ আজিম
শুন্য শুন্যালয়
এ যে আমাদের সবার মনের বাণী ভাই … -{@
মানিক পাগলা
-{@