সেই যে ছিল নবীন বরণ,
পুলকিত স্বচ্ছলতার প্রগার।
এ যোগ মোদের করেছিল বরণ,
দলভুক্ত হয়ে জাগাতে কর্ণদ্বার।
কালে ছিল-
দক্ষিণ পার্শস্ত একটি সবুজ রং,
বদ্ধ ঘরে কে যেন কানে দিল মন্ত্রনা।
অকুতভয়ে স্পৃহ হল মন হেরে সেই রং,
হেরিয়া অঠুট রং হল অতি পেরেশোনা।
অপেক্ষ রয়েছে স্পর্শিত হবে কবে?
প্রতিজ্ঞ মোরা-
মোরা মার্তন্ড প্রায় উজ্জ্বল, মোরা অগ্নীবীণার তার,
সংহারক হব শত্রুর নাভিশ্বাস হলেও তবু।
হিম্মত্বে পাড়িদেব গিরি সংকট, ত্রানাশায় জাগাব কর্ণদ্বার,
দূর্গম, গিরি, দস্তুর, লঙ্ঘিব শংকিত হবনা কবু।
(৫ নভেম্বর ২০০৯, রাজনগর ডিগ্রী কলেজ)
১৬টি মন্তব্য
আবু খায়ের আনিছ
শব্দ ভান্ডার খুবই সম্বৃদ্ধ লেখা পড়েই বোঝা যাচ্ছে। চালিয়ে যান। আপনাকে স্বাগতম বলা হয়নি। স্বাগতম আপনাকে। -{@
শুভ মালাকার
আমি চেষ্টা করছি। যতটুকু পেরে ওঠা সম্ভব হয় চেষ্টা করব।
প্রেরনা দানের জন্য ধন্যবাদ আপনাকে।
আবু খায়ের আনিছ
-{@ -{@
জিসান শা ইকরাম
ভালো হয়েছে।
পরামর্শঃ
দুই লাইনের স্পেস বেশী হয়ে গিয়েছে
সম্ভবত আগে কোথাও লিখে কপি করে এনে এখানে পেষ্ট করেছেন।
পেষ্ট করার পূর্বে Text এ ক্লিক করে পেষ্ট করবেন, এরপর দৃশ্যমান এ ক্লীক করে প্রকাশ।
শুভ কামনা।
শুভ মালাকার
আপনার এ পরামর্শ আমি অবশ্যই অনুসরন করব।
আমি টাইপ-ই করেছি তবে, টাইপ করার সময় আমি “দৃশ্যমান” এ রেখে টাইপ করেছি যার কারনে হয়ত এরকম দেখিয়েছে বুধহয়। ভবিষ্যতে আপনার নির্দেশনা-ই অনুসরন করব।
জিসান শা ইকরাম
সোনেলায় টাইপ করার সময় এক লাইন এর দ্বিতীয় লাইনে যাবার সময় shift চেপে enter দিবেন,
এতে সিংগেল স্পেস হবে।
অনিকেত নন্দিনী
বাহ্! কী সুসমৃদ্ধ শব্দভাণ্ডার।
লিখতে থাকুন, পড়তে থাকুন; সোনেলার সাথেই থাকুন। 🙂
শুভকামনা। -{@
শুভ মালাকার
অনুপ্রানিত হলাম। আপনার মন্তব্যে।
সোনালের সাথেই আছি আর থাকবও।
ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন -{@
নীলাঞ্জনা নীলা
বেশ লিখেছেন। তবে বানানে আরেকটু দৃষ্টি দিলে ভালো হয়।
শুভ মালাকার
আপনার মন্তব্যের যথার্থ মূল্যায়ন করব।
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন -{@
মোঃ মজিবর রহমান
দারুন শব্দ ভান্ডার আপনার
ভাললাগা রেখে গেলাম ভাই।
শুভ মালাকার
এ মন্তব্য আমার কাছে আশির্বাদ স্বরুপ।
ধন্যবাদ আপনাকে। -{@
অরুনি মায়া
ভাল লাগল বিশেষ সেই দিনের স্মৃতি কবিতার ভাষায় |
শুভ মালাকার
সেই দিনের প্রতিজ্ঞা-ই সফলতার মূল কেন্দ্র।
ভাল থাকবেন। -{@
আর্বনীল
মালাকার… তোমারে এখানে দেখে বড়ই আনন্দিত হলাম… চালিয়ে যাও…কলম ফুরিয়ে যাক। তবু লেখা যেন না ফুরায়……
শুভ মালাকার
অনেক অনেক ধন্যবাদ আপনাকে(আর্বনীল/ আর—ইসলাম) আমাকে অনুপ্রাণিত করার জন্য।