ঘোর বৃষ্টিতে ভিজে তুমি ঠায় দাঁড়িয়ে ছিলে,
বহমান বিরুদ্ধসময়কে বুকে সাঁতরে
পৌছে দেখি তোমার বৃষ্টিস্নাত পায়ে প্রতীক্ষা জল,
জলকাঁদায় মাখামাখি প্রেমপদচিহ্ন,
বিভোর বৃষ্টিতে তোমার একান্তস্নান
বুকে ধারণ করব বলে গহন আকাঙ্খায়
পাড়ি দিয়েছি কতটা বিধুর পথ!
মেঘমেয়ে, বর্ষার আরতী সাঙ্গ হওয়ার আগেই
এঁকে দাও তোমার প্রতীক্ষার প্রণয়াল্পনা
আমার মৃত্তিকামনে ।
পুনশ্চঃ
ভাবছে সবাই, আমি বুঝি আটকে গেছি দুই লাইনের ফ্রেমে
না না, এই যে দেখুন কত্ত কথা কইতে পারি প্রেমে-অপ্রেমে
৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
বৃষ্টি আর তাঁকে নিয়ে লেখা কবিতা অনেক ভালো লেগেছে ।
কেউ কি ভেবেছেন যে দুই লাইনে আটকে আছেন আপনি ?
যে রাঁধে সে চুলও বাধে 🙂
শিশির কনা
লাইক আনলিমিটেড ।
আদিব আদ্নান
মেঘমেয়ের প্রণয়াল্পনার আকাঙ্খা সুন্দর হয়েছে ।