প্রকৃত রাজনিতিবিদ না হলে যা হয়।

মোঃ মজিবর রহমান ৭ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ০৪:১৩:২৪অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

দেশে স্বাধীনতা আন্দোলনের প্রধান দাবীদার রাজনৈতিক ব্যাক্তিবর্গ। তাঁরা ছাত্রাবস্থায় থেকে দেশের সার্বিক প্রয়োজনে জীবনের সর্বস্ব ত্যাগস্বীকার করে দেশমাতৃকার কল্যাণে কাজ করেছেন। তাঁরা যখন কোন সংকটে দেশের জন্য জিবনবাজি রেখে ঝাপিয়ে পড়েছেন।

দেশের শিক্ষাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, জাতির সকল অস্তিত্ব রক্ষায় তাঁরায় আন্দোলনে অগ্রজ ভুমিকা রেখেছেন। সঙ্গে থেকেছেন অনুজ ছাত্র, আইনজীবী, আমজনতা, সাংবাদিক, কৃষক শ্রমিক।

সর্বশেষে আসে দেশের চাকরি জীবিরা। আর এই চাকরিজীবীরা সকল তথ্য জানার সময় পায়না।বাংলাদেশে মুক্তিজুদ্ব সম্পর্কে যত বেফাঁস কথা বলেছেন এই চাকরিজীবীরা। রাজনীতিবিদের মাঝে ভেদাভেদ থাকলেও তাদের মাঝে ছিল সুসম্পর্ক কিন্তু বর্তমানে একটু ভিন্ন কুর্দিপরা পোশাক ধারীরা খমতায় আসার কারনে এরা বেশি ভেদাভেদ তৈরি করেছেন জীবনের ভয় দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, খমতার লোভ দেখিয়ে।  এই কুরদিপরারা একেক সময় একেকভাবে একেক জনকে বিভিন্নভাবে ব্যাবহার করেছে।

বর্তমানে দেশের স্বার্থে নয় নিজের স্বার্থে রাজনীতিবিদে ভরপুর। দলের ধামাধরার সংখ্যা বেশি।

 

 

 

৪৯৬জন ৪৯৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ