অলৌকিকভাবে কিংবা অবচেতন মনে
শোনা হয় না আমার, ঝরে যাওয়া পাতা’দের দীর্ঘশ্বাস
মচ্মচে মর্মর ধ্বনির ক্রন্দনও শোনা হয় না আমার
তাইতো শীতের নরম রোদে বহমান মৃদু বাতাসে
সেইসব পাতা’দের শূন্যে ছুঁড়ে দিয়ে
অপার আনন্দে মেতে উঠি এক মধ্যযুগীয় উচ্ছ্বাসে !
পৃথিবীর একপ্রান্তে যখন বুকচেরা অনুচ্চারিত গোঙানি
অন্য প্রান্তে তখন অট্টহাসির বৈকালিক আয়োজন !!
.
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
১লা ডিসেম্বর, ২০১৫ইং
২৩টি মন্তব্য
অরুনি মায়া
শুকনো পাতার কান্না কেউ শুনতে পায়না, অথচ যৌবনে টইটুম্বুর সবুজ পাতার বুক থেকে নি:শ্বাস টেনে নিতে দ্বিতীয়বার ভেবে দেখেনা কেউ। এইত জগতের নিয়ম। আমরা ফাগুনে নতুন ফুলের আগুন দেখি কিন্তু শুকনো পাতার মরমর ধ্বনি শুনিনা।
রিমি রুম্মান
এটাই প্রকৃতির নিয়ম__ পৃথিবীর কোথাও যখন ক্ষুধার্থের নিদ্রাহীন হাহাকার, ঠিক তখনই অন্য কোথাও মুখরোচক খাবার কিংবা দামী পানীয় এর আয়োজন চলে মধ্যরাত অবধি।
ভাল থাকো , নিরাপদ থাকো।
অন্ন, বস্ত্রহীনের পাশে থাকো আসন্ন শীতে।
ছাইরাছ হেলাল
উচ্ছাস তা যদি মধ্যযুগীয়, হোক না।
বুকচেরা অনুচ্চারিত গোঙানি ঢেকে যাক অট্টহাসির বৈকালিক আয়োজনে।
অনেকদিন পর ভিন্নরকম করে লিখলেন।
রিমি রুম্মান
অনেকদিন পর একটু সময় হল যে !
ভাল থাকুন সবসময়। শুভকামনা। -{@
নাসির সারওয়ার
শুকনো পাতাদের পাঁজর আমরা ভেঙ্গে দেই পা দিয়ে পিশে। তবুও তার কান্না শুনিনা, শুনতে কি চাই!
অল্প পংতিতে অনেক আবেদন।
বিঃদ্রঃ সেন্ট্রাল পার্কে হাঁটার সময় সাবধান হাঁটবেন, কারো যেনো কান্না না পায়…
রিমি রুম্মান
সেন্ট্রাল পার্ক একাকি হেঁটে বেড়ানোর জন্যে প্রিয় জায়গা। সাবধান হতে গেলে যে হাঁটাই হবে না আর ও পথে। কারো আনন্দের পিছনে কারো না কারো কান্না থাকে। কারো সুখের পিছনে কারো না কারো দুঃখ থাকে। পিছনের গল্পগুলো পিছনেই পড়ে থাকে।
শুভকামনা রইলো। -{@
নাসির সারওয়ার
“কারো সুখের পিছনে কারো না কারো দুঃখ থাকে”। এভাবেতো ভাবিনি!
এখনতো হাসতে চাইলেও ভাবতে হবে কারো যদি কান্নার কারন হয়ে যাই।
ভালো থাকুন।
লীলাবতী
কত ভাবনা আপনার মনে।ঝরে যাওয়া পাতাদের কষ্ট আমরা কেউ শুনি না,ভাবিনা।কবিতাটি অন্তর ছুঁয়ে গেলো আপু।ঝরা পাতাদের মাঝে আপুর হাসি আনন্দ, সুন্দর মিলেছে কবিতা ও ছবিতে।
রিমি রুম্মান
জেনে ভাল লাগলো। নিজের ছবি দেখলে নিজেরই কবিতা লিখতে মন চায়। যদিও আমি কবিতায় তেমন ভাল নই। 🙂 তবুও একটু সাহস পেলাম মন্তব্যে …
দীপংকর চন্দ
//পৃথিবীর একপ্রান্তে যখন বুকচেরা অনুচ্চারিত গোঙানি
অন্য প্রান্তে তখন অট্টহাসির বৈকালিক আয়োজন !!//
গুরুত্বপূর্ণ উচ্চারণ!!
ভালো। অনেক ভালো।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও। শুভকামনা নিরন্তর। -{@
জিসান শা ইকরাম
অবচেতন মনেও নয়
আমরা এমন ভাবনা ভাবিই না আসলে
আনন্দ আর কষ্টকে নিপুন ভাবে উপস্থাপন করলেন।
প্রিয় গানটি শেয়ার করলাম আপনার সাথে
https://www.youtube.com/watch?v=6EmK40FIHms
রিমি রুম্মান
গানটি আমার এই সময়ের সাথে চমৎকার মানিয়ে গেল। ঝরাপাতা নিয়ে মান্না দে’র গান শুনেছি আগে। এখন শুনলাম রবীন্দ্র সঙ্গীত। ভাল লাগলো খুব। -{@
তানজির খান
পৃথিবীর একপ্রান্তে যখন বুকচেরা অনুচ্চারিত গোঙানি
অন্য প্রান্তে তখন অট্টহাসির বৈকালিক আয়োজন !!
কম্পন অনুভব করলাম। খুব ভাল লাগল।
রিমি রুম্মান
ভাল থাকুন সবসময়।
শুভকামনা রইলো। -{@
নীলাঞ্জনা নীলা
রিমি আপু ফেসবুকে পড়েছিলাম। অনেক অনেকবার পড়ার পর মনে হলো, এমন ভাবনা তোমাকেই মানায়।
শুধুই তোমাকে।
বুড়োর দুটো লাইন বলি,
“তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।” লেখো এভাবেই…নিরন্তর চলুক। -{@
রিমি রুম্মান
বাহ্ ! কি সুন্দর মন্তব্য। জেনে ভাল লাগলো।
শুভকামনা জেনো … তোমার জন্যে… -{@
নীলাঞ্জনা নীলা
-{@ (3
নীতেশ বড়ুয়া
রিমিপু, আপনার প্রতিটা লেখায় আমার কাছে মনে হয় প্রতিবার স্মৃতির কোন এক সময় নিয়ে বলা কথা। প্রতিবারই স্মৃতির ঝাঁপি খুলে দেন নানান ঘটনায়/উপমায়…
আপনার নাতি/নাতনিরা ভালই একজন দাদী/নানী পাবে, যার ভাঁড়ারে থাকবে মহাশূন্যের মতোন অনিঃশেষ মনের স্মৃতির ভান্ডার। -{@
রিমি রুম্মান
সেই অবধি বেঁচে থাকার খুব সাধ জাগে। চারিপাশে নাতি-নাতনি’দের কোলাহল… তাঁদের গল্প শোনানো… উৎসুক ছোট ছোট নিস্পাপ মুখ___ এসব দেখার খুব সাধ জাগে। সত্যিই যদি তেমনটি হতো !
শুভকামনা রইলো।
ভাল থাকুন। -{@
নীতেশ বড়ুয়া
মানুষ দীর্ঘায়ু লাভ করছে সময়ের সাথে পাল্লা দিয়ে। অতএব আপনিও পাবেন সেই সময় এবং অতি অবশ্যই সৃষ্টিকর্তার অনুকূলে থেকে।
শুভকামনা রিমিপু -{@
শুন্য শুন্যালয়
ছবিটা অদ্ভূত সুন্দর আপু, অদ্ভূত, লেখাটাও। কোথাও শ্বাস, কোথাও দীর্ঘশ্বাস, এর মধ্যেই আমরা যে যার মতো।
রিমি রুম্মান
কোথাও ভালো, কোথাও মন্দ… কোথাও সুখ, কোথাও দুখ__ এই তো বাস্তবতা।
ভাল থাকুন সবসময়।