মেঘ দেখে
এখন ফেটে যাক নদী কূলপ্লাবী
দিকহারা বর্ষনের ঘাতে
আমি দ্বিধার অনার্য
হাতে রুয়ে যাবো
মৌসুমি শাঁস
যদি ফল হয় অর্বাচীন মুখে মুখে ।
মেঘ দেখে
ঝড়ে পড়ুক গাছের আমপ্রালি
কেঁপে উঠে বুক ভয়ের নিশানায়
রয়ে যাবে গাছের ছায়ায় ঝিম
মেরে বসে থেকে একটু শীতল স্পর্শ
খুঁজছে ক্লান্ত কাক ।
মেঘ দেখে
শান্তির পরশ খুঁজছে দিকহার
মোষগুলো ।
সবার একটাই চাওয়া
বৃষ্টি আয়…..বৃষ্টি আয়……
৬টি মন্তব্য
লীলাবতী
বৃস্টি এসে গিয়েছে তো 🙂
মশাই
বৃষ্টি চলে এসেছে এবার সব চাওয়া পূর্ণ হবে।
বনলতা সেন
আপনি লেখেন ভালই কিন্তু মন্তব্যের উত্তর দিতে সমস্যা কোথায় ?
লীলাবতী
ভালো লিখেছেন । আপু ব্লগারদের সাথে যোগাযোগটা আপনার কম ।
খসড়া
বাহ সুন্দর।
শুন্য শুন্যালয়
চেয়েছে বৃষ্টি কেউ একজন সুদূরে.. তার তোপে ভেসে যাচ্ছি সাত সমুদ্র তেরো নদীর এপারে ..