এইসব নির্জনতা ভেঙ্গে ভেঙ্গে বুনে যাই হত্যার প্রতিশোধ। বুকে লেগে থাকা শিশুহত্যার দাগ, লেগে থাকা গর্ভবতী ভ্রুণের বিলাপ মুছে আমি লিখি শিশিরের সুখ। আমার রক্তে যে লোহিত কণা, অনুচক্রিকা,তারা ঠিক আমাকেই ভাঙ্গে। ভেঙ্গে ভেঙ্গে ঠিক গড়ে দ্যায়। সমস্ত ভেঙ্গে পড়াগুলো একত্রিত করে পুনরায় দাঁড়াতে শিখি যেন অনড় অসীম।
আমি দাঁড়াতে শিখি, আমি দাঁড়িয়ে যাই অজস্র বুলেটের ক্ষত বুকে।
কর হে বিদ্ধ! আরো আরো ক্ষত দাও। ক্ষত ও ক্ষরণের দাগ নিয়ে এ বুকে, আমি কথা দেবো হে দুধশিশু। ভ্রুণের কসম! আমি প্রতিরোধ হবো আমি প্রাচীর হবো।
তোমাদের সমস্ত আকাশ হতে মুছে দিয়ে আনবিক শকুন, ওড়াবো একদিন ঠিক মানবিক বেলুন।
—————
০১/০৮/২০১৪
৪টি মন্তব্য
প্রহেলিকা
*** বুকে লেগে থাকা শিশুহত্যার দাগ, লেগে থাকা গর্ভবতী ভ্রুণের বিলাপ মুছে আমি লিখি শিশিরের সুখ।***
অদ্ভুত সুন্দর একটি লাইন প্রিয় কবি। পুরো লেখাটিই ভাল লেগেছে, শব্দচয়ন সহজ হলেও কবিতার মাঝে তেজী একটি ভাব লুকিয়ে রয়েছে। ভাল থাকুন কবি। -{@
জিসান শা ইকরাম
আশা পুর্ন হোক ।
অলিভার
মানবিকতা জেগে উঠুক, এই প্রার্থনাই থাকবে।
লেখার জন্যে ভালোলাগা 🙂
শুন্য শুন্যালয়
মানবিক বেলুন কি আদৌ উঠবে? 🙁
ভালো লেগেছে কবিতা বেশ।