পৌষের এই হাড় কাঁপানো  শীতের শীতলতায় নয়,
প্রিয়তম তোমার শূন্যতার উত্তাপে কাঁপছি প্রতিনিয়ত ।
আগ্নেয়গিরির লাভার উত্তপ্ত দাবানল যেমন করে পোড়াচ্ছে-
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে উত্তর-পূর্ব অঞ্চল,
তোমার শূন্যতাও ঠিক তেমনি করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করছে আমাকে।

অথচ কথা ছিলো প্রিয় পৌষের কুয়াশাচ্ছন্ন ভোরে,
নগ্ন পায়ে শিশির সিক্ত দুর্বা ঘাসের উপর হাঁটবো দুজনে।
শুভ্র তুষার ছাড়ানো প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া আমাকে,
তোমার শরীরের উত্তাপ থেকে অনেক ওম দিয়ে উষ্ণতা দেবে প্রিয়তমাকে।

তা না করে তুমি রয়েছো কয়েকশ কিলোমিটার দূরে,
আমার দৃষ্টির অন্তরালে, আমার ধরা ছোঁয়ার বাইরে।
তুমিহীন পৌষ পার্বণ হয় কি কখনো উদযাপন?
প্রিয়তম তোমায় ছাড়া পৌষের তুষারে পুণ্যস্নান হয় নাকো একা।

ওহে সখা তোমার অনুপস্থিতিতে পৌষ পার্বণ উপলক্ষে,
তৈরি পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।
প্রাণেশ্বর দ্রুত ফিরে আসো ভালোবাসার ঘরে!
তারপর তুমি আমি দুজন মিলে;
পৌষ সংক্রান্তির রসালো পিঠেপুলি আবেশে,
মিষ্টি প্রেমের মাদকতায় যাবো ভেসে!

১৮৬২জন ১২১১জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ