পৌষের এই হাড় কাঁপানো শীতের শীতলতায় নয়,
প্রিয়তম তোমার শূন্যতার উত্তাপে কাঁপছি প্রতিনিয়ত ।
আগ্নেয়গিরির লাভার উত্তপ্ত দাবানল যেমন করে পোড়াচ্ছে-
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে উত্তর-পূর্ব অঞ্চল,
তোমার শূন্যতাও ঠিক তেমনি করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করছে আমাকে।
অথচ কথা ছিলো প্রিয় পৌষের কুয়াশাচ্ছন্ন ভোরে,
নগ্ন পায়ে শিশির সিক্ত দুর্বা ঘাসের উপর হাঁটবো দুজনে।
শুভ্র তুষার ছাড়ানো প্রচণ্ড ঠান্ডায় জমে যাওয়া আমাকে,
তোমার শরীরের উত্তাপ থেকে অনেক ওম দিয়ে উষ্ণতা দেবে প্রিয়তমাকে।
তা না করে তুমি রয়েছো কয়েকশ কিলোমিটার দূরে,
আমার দৃষ্টির অন্তরালে, আমার ধরা ছোঁয়ার বাইরে।
তুমিহীন পৌষ পার্বণ হয় কি কখনো উদযাপন?
প্রিয়তম তোমায় ছাড়া পৌষের তুষারে পুণ্যস্নান হয় নাকো একা।
ওহে সখা তোমার অনুপস্থিতিতে পৌষ পার্বণ উপলক্ষে,
তৈরি পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।
প্রাণেশ্বর দ্রুত ফিরে আসো ভালোবাসার ঘরে!
তারপর তুমি আমি দুজন মিলে;
পৌষ সংক্রান্তির রসালো পিঠেপুলি আবেশে,
মিষ্টি প্রেমের মাদকতায় যাবো ভেসে!
৩৯টি মন্তব্য
রেজিনা আহমেদ
বাহ্ দারুন উপস্থাপন
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
ব্লগে পৌষ সংক্রান্তি উৎসবে আপনার পোস্টের লেখা কবিতার সাথে কিন্তু পৌষের পিঠাপুলির ছবিটিও দারুণ হয়েছে। শুভকামনা থাকলো।
সুরাইয়া পারভীন
ছবিটা গুগল থেকে নিয়েছি দাদা।
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
রাফি আরাফাত
প্রথমত ছবি দেখে খাইতে ইচ্ছে করছে আমার। এখন খাওয়ানোর দায়িত্ব আপনার। কোথায় খাওয়াবেন, কখন খাওয়াবেন, বলে দিয়েন। হিহিহি৷ শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হা ,,,,,,😋😋😋
আচ্ছা খাওয়াবো। চলে আসুন জয়পুরহাটে আমার গৃহে।
তৌহিদ
ওয়াও! সমসাময়িক বিষয়ের সাথে নিজের পৌষ বন্দনার যে মেলবন্ধন কবিতায় ঘটিয়েছেন তার তুলনা নেই। আপনি লেখক হিসেবে ধন্য!
অনেক ধন্যবাদ আপু। পৌষ বন্দনায় এত সুন্দর একটি কবিতা দেবার জন্য।
সুরাইয়া পারভীন
ভয়ে ভয়ে চেষ্টা করছি লেখার। কারণ প্রতিযোগিতায় অংশ নেবার মতো যোগ্য হতে পারিনি এখনো।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
সোনেলার ব্লগারদের সাহসের তুলনা নেই। আমরা আছিতো পাশে।
শবনম মোস্তারী
বাহ্। আবেগী পৌষ বন্দনা..
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাবী
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
প্রিয়তম ব্যাতীত শীতে পিঠার আয়োজন জমবে না মোটেই,
কবিতায় আবেগ ঝরে ঝরে পরছে।
ভাল লিখেছেন ছোট আপু।
সুরাইয়া পারভীন
একদমই তাই
প্রিয়তম কেনো যে তা বোঝে না!
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
শীতেই কাবু । তবুও দেশের এইসব পিঠার ছবি মন কাঁদায় ।
সুরাইয়া পারভীন
😰😰😰
আন্তরিক ধন্যবাদ সহ শুভ কামনা রইলো
ভালো থাকবেন সবসময়
নৃ মাসুদ রানা
পিঠার দাওয়াত না দিয়ে এভাবে পোষ্ট করলে মনে আঘাত লাগে
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আমিও আগুইন্ন পিঠাই চাইছিলাম, উষ্ণতা ধার করে হলেও।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“ওহে সখা তোমার অনুপস্থিতিতে পৌষ পার্বণ উপলক্ষে,
তৈরি পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।”
কেমন করে ফেলব আমি
সখির পিঠার আমন্ত্রন।
ভালই হলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
হা হা হা হাহা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
মনির হোসেন মমি
পৌষের এই হাড় কাঁপানো শীতের শীতলতায় নয়,
প্রিয়তম তোমার শূন্যতার উত্তাপে কাঁপছি প্রতিনিয়ত ।
উত্তাপে কাঁপছি ফেবুকে মন্তব্যের মানিটা না মাথায় ধরে নাই এখন বুঝলাম। পৌষ সংক্রান্ত্র উৎসবে এ কবিতাটি বেশ এগিয়ে যাবে।
সুরাইয়া পারভীন
ঐ কমেন্ট করার পরেই এই লেখা এসেছে মাথায়।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
দোয়া করবেন
কামাল উদ্দিন
পৌষের কাঁথা একাকী ওম হয়না, তাই বুঝি প্রিয়তমাকে কাছে পাবার আকুতি সবার মনে…….পিঠের ছবি দেখে কিন্তু খুব খেতে ইচ্ছে করছে আপু।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
একা একা কি আর,,,,,😛😛
চলে আসুন কোনো এক পৌষে আমার শহরে
প্রদীপ চক্রবর্তী
বাহ্
দারুণ পৌষালী কাব্যকথন।
ভালো লাগলো দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
সঞ্জয় মালাকার
“ওহে সখা তোমার অনুপস্থিতিতে পৌষ পার্বণ উপলক্ষে,
তৈরি পিঠেপুলি একটাও তুলতে পারিনি মুখে।”
দারুণ পৌষালী কাব্যকথন দিদি।
ভালো লাগলো খুব, পৌষ সংক্রান্তীর প্রীতি ও শুভেচ্ছা রইলো, শভ কামনা জানাবেন দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
পৌষের শেষ হওয়ার আগেই আপনার পিঠা খেতে চাই। কেবল প্রিয়জনকে খাওয়ালে চলবে ? আমরা কষ্ট করে উৎসাহ দিচ্ছি আমাদেরকে ও খাওয়াতে হবে😘😘
সুরাইয়া পারভীন
হা হাহা হা হা হা
পৌষ শেষ। পিঠা আর খাওয়াতে হচ্ছে না
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
না, তা বললেই হলো? পিঠা খেতে আসছি আপনার শহরে সদলবলে।
রেহানা বীথি
কেমন করে তিনি থাকতে পারেন কয়েকশো কিলোমিটার দূরে, পৌষের আহ্বান পেয়েও?
দারুণ লিখলেন আপু।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু 💓
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
মাত্র আড়াইশো কিলোমিটার দূরে। আপু আপনিই বলেন এটা কি এমন দূরত্ব হলো হুম 😀😃
এস.জেড বাবু
তা না করে তুমি রয়েছো কয়েকশ কিলোমিটার দূরে,
আমার দৃষ্টির অন্তরালে, আমার ধরা ছোঁয়ার বাইরে।
তুমিহীন পৌষ পার্বণ হয় কি কখনো উদযাপন?
প্রিয়তম তোমায় ছাড়া পৌষের তুষারে পুণ্যস্নান হয় নাকো একা।
মনটা কেমন করে উঠলো-
কেমন যেন নিয়তি / বাস্তবতা।
মুগ্ধ আপু
সোনালী
নিয়তি এমনিই গো ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
মোঃ মিজানুর রহমান সুমন
ওয়াও, আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পৌষ সংক্রান্ত পোষ্টে আপনার কবিতাটাই অসাধারন বলে মনে হচ্ছে
সোনালী
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়