পেইন কিলার

বায়রনিক শুভ্র ২৩ জুন ২০১৩, রবিবার, ০৩:১১:৩৯অপরাহ্ন বিবিধ ২১ মন্তব্য

তুমি ভুগছ ব্যাথায়??
পেইন কিলার খাও
শরীরের ব্যাথা নিমেষে নিঃশেষ হয়ে যাবে
বর্ষার রাতে তোমার চোখের দিকে তাকিয়ে
যখন বলেছিলাম তখন তোমার প্রেসক্রিপশন ছিল এমনই
ব্যাথাটা অনেক পুরানো
বয়ে বেড়াচ্ছি সেই কিশোর বয়স থেকে
ধিরে ধিরে ব্যাথা আমাকে গিলে ফেলছে
আমি নীল হয়ে যাচ্ছি।
শরিরে ভর করে শাপের মত এগিয়ে আসছে মৃত্যু
কিন্তু তোমার পেইন কিলার
আমাকে বাঁচাতে পারছে না।
তাকিয়ে দেখ আমি নীলাভ আকাশ হয়ে যাচ্ছি।

৫৬৮জন ৫৬৮জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ