তুমি ভুগছ ব্যাথায়??
পেইন কিলার খাও
শরীরের ব্যাথা নিমেষে নিঃশেষ হয়ে যাবে
বর্ষার রাতে তোমার চোখের দিকে তাকিয়ে
যখন বলেছিলাম তখন তোমার প্রেসক্রিপশন ছিল এমনই
ব্যাথাটা অনেক পুরানো
বয়ে বেড়াচ্ছি সেই কিশোর বয়স থেকে
ধিরে ধিরে ব্যাথা আমাকে গিলে ফেলছে
আমি নীল হয়ে যাচ্ছি।
শরিরে ভর করে শাপের মত এগিয়ে আসছে মৃত্যু
কিন্তু তোমার পেইন কিলার
আমাকে বাঁচাতে পারছে না।
তাকিয়ে দেখ আমি নীলাভ আকাশ হয়ে যাচ্ছি।
২১টি মন্তব্য
বনলতা সেন
পেইন কমে যাক । লেখা ভালো লেগেছে ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ ।
শিশির কনা
কিশোর বয়স থেকে বয়ে বেড়ানো ব্যাথা বহন করা অনেক কঠিন। দ্রুত কমে যাক পেইন ।
"বাইরনিক শুভ্র"
দিন দিন বাড়ছে । কমার লক্ষন নাই ।
যাযাবর
ছোট লেখায় ভালোলাগা জানালাম ।
"বাইরনিক শুভ্র"
অনেক ধন্যবাদ ।
ব্লগার সজীব
এই বর্ষার রাতে আবার তাঁর চোখের দিকে তাকিয়ে বলুন , এবার হয়ত ভিন্ন প্রেসক্রিপশন দিবেন, যাতে ব্যাথা আর না থাকে।
"বাইরনিক শুভ্র"
আচ্ছা চেষ্টা করে দেখব।
🙂
অন্তরা মিতু
তোমার পেইন কিলার
আমাকে বাঁচাতে পারছে না
………………………….!!!
"বাইরনিক শুভ্র"
মনের ব্যথা কি পেইন কিলারে কিল হয় ??
কৃন্তনিকা
কষ্টের রঙ নীল বলেই হয়ত ব্যাথায় নিলাভ হয়ে যাচ্ছেন… ভালো লাগলো…
"বাইরনিক শুভ্র"
পড়ার জন্য ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
ব্যাথা যতই হোক , পেইন কিলার চলবে না ।
"বাইরনিক শুভ্র"
হুম, তবে সে আমাকে পেইন কিলার খাইয়ে ঘুম পাড়াতে চায় ।
আদিব আদ্নান
মৃত্যুহীন জীবন কামনা করি ।
যেখানে নীলেরা বাসা বাধে না ।
"বাইরনিক শুভ্র"
অমরত্ব চাই না। নীল বিহিন জীবন চাই ।
জিসান শা ইকরাম
পেইন কমে যাবে আশাকরি
এত অভিমান কবির 🙂
"বাইরনিক শুভ্র"
কবির কি অভিমান থাকতে নেই ???
হতভাগ্য কবি
এই পেইনটা কি কখনোই আপনাকে সুখ দেয় নি?
"বাইরনিক শুভ্র"
অসহ্য সুখ মানুষ কতদিন সহ্য করতে পারে??
যাযাবর
খুব মিষ্টি পেইন 🙂