যদি বলি সৃষ্টিকর্তা পারবে না আরেকটা পৃথিবী তৈরি করতে, ভুল বলবো কি?
না বোধ হয়…আমাদের কি নামের অভাব !!!
দিয়ে দেব তার নাম এ বি সি ডি কিংবা অ আ কিছু …
যদি বলি আমি পারবো আরো অনেক পৃথিবী তৈরি করতে ভুল বলবো কি?
কাট কাট…মন্তব্য নিষ্প্রয়োজন ।
আমি জানি আমি পারবো, আমি পারি
এক একটা মানুষ নিয়ে আমার এক একটা পৃথিবী
প্রিয় ছোট ছোট জিনিস নিয়ে আমার এক একটা পৃথিবী ।
এক পৃথিবী গুলিয়ে দিয়ে যায় মাঝে মাঝে আরেক পৃথিবীর ঘর
হতেই পারে আলসে নয় মোটেই আমার পৃথিবী
ঘুরে বেড়ায় তারা আমাকে কেন্দ্র বিন্দু করে
বৃত্তের বাইরে যাবো সাধ্য কোথায়?
গ্রহণ লেগে যায় আমার গায়ে ।
হেরে যাবার আগে হাত বাড়িয়ে দেই মহাশুন্যে আমার
আমার আছে অনেক অনেক পৃথিবী
কয়টা ভাংবে তুমি?
বন্ধুর পৃথিবী আছে
চোখে পানি ভরা প্রিয় মানুষের চকলেট হাতে হেসে ওঠা পৃথিবী আছে
লিটল চার্লি বিয়ার কার্টুনের মতো একটা স্বপ্নের পৃথিবী আছে
আছে মায়ার পৃথিবী ………
৭০টি মন্তব্য
আদিব আদ্নান
সত্যি ই ,আমদের অনেক অনেক পৃথিবী প্রয়োজন ।
অবশ্য ভাঙ্গা যায় না এমন একটি হলেই যথেষ্ঠ ।
আপনার প্রথম লেখায় প্রথম মন্তব্য করলাম ।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ আদিব ভাইয়া…আমার প্রথম অনুপ্রেরনা তাহলে আপনি হলেন… 🙂
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
ভালো লিখেছেন
নিজের তৈরি পৃথিবীর ঈশ্বর আমরা নিজেরাই
প্রতিনিয়ত সৃষ্টি করুন নিজের পৃথিবী
” বন্ধুর পৃথিবী আছে…চোখে পানি ভরা প্রিয় মানুষের চকলেট হাতে হেসে ওঠা পৃথিবী আছে…লিটল চার্লি বিয়ার কার্টুনের মতো একটা স্বপ্নের পৃথিবী আছে …আছে মায়ার পৃথিবী… ” সুন্দর এই পৃথিবী গুলো বাঁচিয়ে রাখুন ।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
প্রিয় মানুষ গুলো বাঁচিয়ে রেখেছে আমার এক একটা পৃথিবী… হেরে যাবার আগে চেষ্টা করে যেতে চাই বাঁচিয়ে রাখার… ধন্যবাদ জিসান ভাই, শুভকামনা আপনাকেও…
ছাইরাছ হেলাল
আচ্ছা , এতদিনে এখানে লিখলেন আপনি ।
আপনি ভাল লেখেন তা কিন্তু আগেই বলেছিলাম ,মনে আছে ?
আমারা মায়ার পৃথিবীতেই বাঁচতে চাই ।
অভিনন্দন জানালাম ।
শুন্য শুন্যালয়
হুম মনে আছে… 🙂 আপনাদের উৎসাহে একটু একটু লেখার চেষ্টা করছি … ধন্যবাদ হেলাল ভাইয়াকে…
অরুনি মায়া
ওহ আমি তাহলে অনেক আগের থেকেই ছিলাম এখানে ,আজ জানতে পারলাম | আহা মায়ার পৃথিবী :p
শুন্য শুন্যালয়
😀 হুম। ভাইয়া গান শোনাবে তোমায়, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে :p
মিসু
আপনার পৃথিবী গুলো বেঁচে থাক সুন্দরের সাথে -{@ ভালো লেগেছে আপনার চিন্তা ভাবনা (y)
শুন্য শুন্যালয়
ধন্যবাদ অনেক অনেক…মিশু আপু…
বনলতা সেন
চোখে পানি ভরা নয় প্রিয় মানুষের চকলেট হাতে হেসে ওঠা পৃথিবী আমার ও চাই ।
শুন্য শুন্যালয়
চোখে পানি ভরে রাখলে প্রিয় মানুষ তারাতারি চকলেট নিয়ে আসবে বনলতা আপু… 🙂 আপনারও হোক এরকম হাসিময় একটা পৃথিবী … শুভকামনা রইলো …
প্রজন্ম ৭১
ভালো লিখেছেন । আপনার ভুবন গুলো একান্ত আপনারই থাক ।
শুন্য শুন্যালয়
আমাদের সবারই হোক এরকম এক একটা পৃথিবী, যাতে কস্ট পেলেও ভেঙে না পরি … ধন্যবাদ প্রজন্ম ৭১ ভাইয়া কে…
আফ্রি আয়েশা
বাহ ! চমৎকার লেখা । ভালো লাগলো ।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আফ্রি আপুকে…
যাযাবর
নাম শুন্য হলেও লেখাটা অনেক ভারী , দামী । (y)
শুন্য শুন্যালয়
🙂 ভালো লাগলো মন্তব্যটা… ধন্যবাদ যাযাবর ভাইয়াকে…
অদ্ভুত শূন্যতা
”চোখে পানি ভরা প্রিয় মানুষের চকলেট হাতে হেসে ওঠা পৃথিবী আছে
লিটল চার্লি বিয়ার কার্টুনের মতো একটা স্বপ্নের পৃথিবী আছে
আছে মায়ার পৃথিবী ………” চমৎকার।
শুন্য শুন্যালয়
ধন্যবাদ… শুন্যতা ভাইয়াকে…
লীলাবতী
শেষ অংশ টুকু এত ভালো লাগলো যা , প্রকাশ করতে পারবো না । প্রত্যয় দীপ্ত এক মানুষের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। -{@ (y)
শুন্য শুন্যালয়
আপনাকেও লীলাবতী আপু …
"বাইরনিক শুভ্র"
এত পৃথিবী দিয়ে কি হবে । ব্যাথা মুক্ত একটা পৃথিবীই যথেষ্ট ।
শুন্য শুন্যালয়
এক পৃথিবীর ব্যাথা সহ্য করার শক্তিও রাখতে হবে শুভ্র…
শুন্য শুন্যালয়
লেখালেখি কখনও করা হয়নি আগে… অল্প কিছু কিছু লাইন, স্ট্যাটাস এই পর্যন্তই… তবে সবার কমেন্টস পরে খুব অনুপ্রানিত হলাম…ভবিষ্যতেও লেখার ইচ্ছেটা জেগে থাকলো … ধন্যবাদ সবাইকে …
খসড়া
তখন কি বিধাতা একা বসে রইবেন / বাজবেনা বাঁশী, জাগবেনা সুর।
শুন্য শুন্যালয়
বিধাতা বসেই থাকেন… বাঁশি বানিয়েছেন, আমরা বেসুরো সুরে তাই বাজিয়ে যাচ্ছি … খসড়া ভাইয়াকে ধন্যবাদ…
জিসান শা ইকরাম
সোনেলায় বর্ষপুর্তিতে অভিনন্দন -{@
সোনেলার একজন হয়ে সোনালি রোদ হয়ে আলো দিন সবাইকে।
শুভ কামনা ।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ ভাইয়া, পুরনো লেখায় এসে ব্যাপক উদাস হয়ে গেলাম। মনে আছে লেখাগুলো সব এলোমেলো হয়ে গিয়েছিল। আপনার সাহায্য চাইলাম, আপনি ধৈর্য ধরে সব ঠিক করে দিলেন।
সোনেলা নামটাই যে সোনালি রোদ। আছি, থাকবো আপনাদের পাশেই। শুভকামনা। আপনার পাখি আর ঘোড়া কেমন আছে?
ব্লগার সজীব
আপনার চোখে পৃথিবী দেখা শুরু করলাম আজ থেকে। মায়ার পৃথিবী কথাটি মনে গেঁথে গেলো আপু।
প্রথম পোষ্টে মন্তব্য করে আপনার পৃথিবীর অংশ হয়ে গেলাম।
শুন্য শুন্যালয়
প্রথম প্রেমের মতো প্রথম লেখাও নস্টালজিক। সত্যি ভালো লাগলো আমার পৃথিবীতে আপনার মতো একজন জ্ঞানী কে পেয়ে। ভালো থাকুন, হাসি আনন্দে থাকুন সবসময়।
লীলাবতী
সোনেলা পরিবারে আপনাকে স্বাগতম -{@ আশাকরি এই পরিবার আপনার ভালো লাগবে।আমাদের মাঝে আপনাকে দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত আমরা। আমি আপনার সিনিয়র।সিনিয়রদের প্রতি কিভাবে সন্মান দেখাতে হয় আশাকরি জানেন আপনি :p এ যুগে তো আবার আদব কায়দা জানে না।সব ডিজিটাল হয়েছে।
ইতি- লীলাবতী
তারিখঃ ১৬ আগস্ট ২০১৩
ভালোবাসি আপু (3
শুন্য শুন্যালয়
খালাম্মা, নানী, দাদী, পরদাদী, ক্ষমা কইরেন, আমার ভুল হইয়া গেছে। আমার পৃথিবীত আইছেন, এই নেন মোড়া নেন। পান খাইবেন?
লীলাবতী
বহুত খুশী হইলাম এমন সন্মান পাইয়া।এত সন্মান রাখি কই?হাকিমপুরি জর্দা দিয়া একখিলি পান দাও দিকিনি।সুপারি ছেঁচে দিও কিন্তু :p
নীতেশ বড়ুয়া
পান্টাও ছেঁচে দিতে হবে মনে করে… তা নাহলে ভত্তাবতী লীলাপুর যা দাঁত দেখাইসে তাতে পানি চিবুতে গিয়ে না জানি দাঁত যে কয়টা আছে সেগুলোকেও সুপারি মনে করে চিবুনো শুরু করে দেয় :D)
বাই দ্য কুমেন্ট, শুন্যাপুর ছবি নিরুদ্দেশ করলেন কেন?? শুরদ্দেশে নিয়ে আসেন শীঘ্রই তা না হলে তাজাপুর গুলতি লাগাবো :@
লীলাবতী
:p :p
নীতেশ বড়ুয়া
:D)
শুন্য শুন্যালয়
কাঁচা সুপারী দেব কিন্তু, চলবে ভত্তাবতী? চুন যারা সামহালকে।
নীতেশ বড়ুয়া
অদ্ভূত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শুন্য শুন্যালয়
বিষ্ময়ে চোখ কপালে তোলা কি এরেই কয়?
নীতেশ বড়ুয়া
বিস্ময়ের কপাল আমার কপোলে লেগে গেছে আর চোখ!! এখানেই গেঁথে আছে প্রতিটি লাইনে…অদ্ভূত!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
নীতেশ বড়ুয়া
ব্যক্তিগতভাবে কবিতা পড়তে এলে আমি এইরকম কবিতাকে অসম্ভব রকমের ভালবাসি… আকাশ, বাতাস, লতা পাতা, পৃথিবী, আকাশ চরাচর এইসবের সাথে ব্যক্তিত্বের কথোপকথন আর জেগে জেগে পথ চলার অদ্ভূত ভাললাগায় মেতে উঠতে ভাল লাগে শুন্যাপু… অসম্ভব রকমের ভাললাগায় মন ভরে উঠে (3
শুন্য শুন্যালয়
এটা সোনেলায় আমার প্রথম লেখা। অনেক আনন্দ লেপ্টে আছে এ লেখায়। আমারো ভালো লাগে এমন। যা আমি বুঝতে পারি, যা পড়ে মনে হয় বাহ্, সেটাই আমার পছন্দের। কথাটা আমি আগেও বলেছি মনে হয়। ধন্যবাদ এই যে পুরনো রাস্তা ধরে ঘুরে বেড়াচ্ছেন বলে। -{@ 🙂
নীতেশ বড়ুয়া
১ম নাকি কখনো ২য় হয় না। আর আপনার প্রথম পোস্ট কোনদিনই এই পোস্টকে অতিক্রম করে যেতে পারবে না… এতোই অদ্ভুত!!!!!!!!!!!!!!!!!!!
শুন্য শুন্যালয়
আমার যে আরেকটা খুব প্রিয় আছে। পড়াতে ইচ্ছে করছে (লজ্জার ইমো)
https://sonelablog.com/archives/7298
নীতেশ বড়ুয়া
🙁 ;(
মেহেরী তাজ
এটা আপনার ফার্স্ট লেখা ছিলো???
অন্যরকম ভালো লাগার একটা লেখা। ;?
তাহলে তো আমিও আপনার একটা পৃথিবী।
ইইইই ভাবতেই মজা লাগছে। 😀
সোনেলায় স্বাগতম আপু। -{@
শুন্য শুন্যালয়
হুম তুমিও আমার একটা পৃথিবী। তোমার সব স্মৃতি আমার মস্তিস্কের একটা কোনায় জমা আছে। ওটা তোমারই। বেশ মজা না? দুবছর পর আবার চাল ফেলে দুয়ারে ঘরে ঢুকছি 🙂
অন্নন্নন্নন্নন্নেক ধন্যবাদ আপু। (3
মেহেরী তাজ
বেশি করে লিখুন আপু। এমন লেখা আরো চাই। প্রথম পোষ্ট দিয়েই তো বাজিমাত করে ফেললেন আপু। :p :p
শুন্য শুন্যালয়
এজন্যই তো মাথা কেমন খালি খালি হয়ে গেছে 🙁
বেশি করে পড়তে বলো, তাতে যদি আবার কিছু জোটে। 🙂
নীলাঞ্জনা নীলা
ভাবতে পারছি না এটা তোমার প্রথম পোষ্ট!
দূর্দান্ত!
এ আমার পৃথিবী, নুড়ি-পাথরের বুকে ফুঁটে ওঠা ফুল
ভাঙ্গবে? কিভাবে? আবেগহীন পারেনা ছুঁতে সেই ফুল। -{@
শুন্য শুন্যালয়
পৃথিবীটা ক্রমাগত ছোট হয়ে আসছে আপু। 🙁
নীলাঞ্জনা নীলা
সেই শুন্য আপু।
অরুনি মায়া
তোমার পৃথিবী কেড়ে নিবে সেই সাধ্য কারো নেই |
আগলে রাখ পৃথিবী গুলো |
আমি জানি তুমি পারবে |
শুন্য শুন্যালয়
না কারো নেই সাধ্য। মায়াপু শুন্যালয়ের পৃথিবী অনেক বড়, সেখানে কারো প্রবেশ নেই, তাই পারবেওনা কেউ ভাঙ্গতে।
ভালো থেকো আপু। তুমি আমার পুরনো পঁচা লেখাগুলোয় কি করো? 🙂
অরুনি মায়া
আমি সোনেলায় অনেক পরে এসেছি | তোমাদের পুরনো লেখাগুলো কিছুই পড়া হয়ে উঠেনি | তাই শুরু করলাম |একে একে সবার বাড়িই যাব | আমি জানতে চাই তোমাদের ভাবনার জগৎ | আবারো আসব বাকি গুলোতে 🙂
শুন্য শুন্যালয়
বাহহ, ভালো বুদ্ধিতো। আমিও শুরু করবো তাহলে এখন থেকে। আমি অবশ্য পুরনো লেখা পড়ি অনেকের। তবে মন্তব্য করতে লজ্জা লাগে, চুরি ধরা পড়ে যাবে এই ভয়ে। 🙂 এসো আমার ঘরে এসো, আমার ঘরে 😀
অনিকেত নন্দিনী
চকোলেট হাতে হেসে উঠা পৃথিবী!
কী মনে করাইয়া দিলেন গো? অহন আমার চক্লেট খাইতে মুঞ্চাইতাছে। ;(
এত্ত পৃথিবীরূপ দেইখা কিঞ্চিৎ ঘাবড়াইছি। বৃত্তের মাঝে বৃত্তের মতো পৃথিবীর ভিতর পৃথিবী? ;?
সোনেলায় স্বাগতম শুন্যাপু। 😀
শুন্য শুন্যালয়
হা হা, আপু আপনাদের সবার নতুন কে এভাবে সাদরে গ্রহণ করা আমাকে অনুপ্রানিত করলো, দোয়া করবেন আমার জন্যে। আমি যেন আপনাদের আশির্বাদে আপনাদের একজন হয়ে উঠতে পারি, আরো আরো অনেক পৃথিবী বানাতে পারি। 😀
সোনেলায় চকলেটের ইমো চাই, নইলে কেউ এসে নন্দিনী আপুর কান্না থামিয়ে দাও 🙂
অনিকেত নন্দিনী
অহনো কেউ চক্লেট দেয় নাই ;(
শুন্য শুন্যালয়
:T আপু এইযে হটচকলেট কফি। প্লিজ কান্না থামান। ভেসে গেলো রাস্তাঘাট, বাড়ি ঘর। পুকুর হইলো নদী।
জিসান শা ইকরাম
আপনার প্রথম লেখাটি পড়লাম আবার।
প্রথম দিকের লেখা গুলোতে কেন জানি আসল আপনাকে খুঁজে পাই
নিজের মাঝের শব্দ গুলোকে কাগজে বিছিয়ে লিখতেন
আন্তরিকতায় পরিপূর্ণ।
বর্তমানের লেখা গুলো অনেক ঝকঝকে, শানিত
প্রথম দিকের লেখা গুলো সুইটের সেই একা বনের মাঝে পাহাড়ের উপরের বাড়ি
বর্তমানের লেখা ঝকঝকে তকতকে একটি বাড়ি
দুটোই সুন্দর, তবে প্রথমটা টানে বেশি আমায়।
কষ্ট নিয়েন না আবার,
শুন্য শুন্যালয়
কষ্ট নয়, আপনি যে আমার মনের কথাগুলো এত সুন্দর গুছিয়ে লিখেছেন!! অবাক হয়েছি। শব্দগুলো কাগজে বিছিয়ে লিখতেন। লাইনটা ইউজ করবো কখনো।
আমার কাছেও এই লেখাগুলো বেশি প্রিয়, মনে হয় এভাবে আর লিখতে পারবোনা কখনো। এখনকার লেখাতেও কিন্তু আমিই আছি, সেই আগের মতই। খুঁজুন বেশি করে 🙂
আপনার মন্তব্যও এখন আরো শানিত, চকচকে। দেখে দেখে শিখেছেন বুঝি :p
অনেক কৃতজ্ঞ আমি আপনার প্রতি। শুভকামনা -{@
জিসান শা ইকরাম
এখনকার লেখায় আপনি আরো বেশি করে আছেন, বুঝি তা
ভিতরের কথা গুলো আরো সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেন এখন
আগে জড়তা ছিল
দুই বাড়ির তুলনা দিলাম, দুটোই সুন্দর, আলাদা সুন্দর 🙂
মন্তব্য শিখছি আপনার কাছে, মন্তব্যে আপনি মাষ্টার -{@
শুন্য শুন্যালয়
বুঝতে পেরেছি। অসুন্দর বললে খবর করে দেবোনা? :p
আমি মাস্টার হলে আপনি পন্ডিত, অনেক ভালো করেই উৎসাহ দেন দেখতে পাই।
আর আপনিও কিভাবে যেন কাঁচামরিচ, সর্ষে দিয়ে বেশ আবেগ মাখামাখি পোস্ট দিচ্ছেন। নতুন লেখা কই?
জিসান শা ইকরাম
সবকিছুই শিখছি আপনাদের কাছ থেকে
এত লেখা পাবো কই?
আপাতত ফ্যাক্টরিতে আছে, ফিনিশিং এর অপেক্ষায় 🙂
শুন্য শুন্যালয়
নো প্রব। আমরা ডেলিভারির অপেক্ষায় 🙂
লেখা কই পাবেন? এইরে, আমার মাথায় তো একটা পোস্টের আইডিয়া চলে আসলো।
জিসান শা ইকরাম
আইডিয়া আসলে প্রকাশ করুন আইডিয়ার ফলাফল
ঝুপ করে দিন দেখি 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুযোগ যখন পেলাম ফের তখন আর মিস করতে রাজি নই।পৃথিবীতে বেচে থাকার শক্ত ভিত গাড়তে জুড়ি নেই আপনার। -{@
শুন্য শুন্যালয়
কাঁচা হলেও লেখাটা আমার আপন। সবাই বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার জন্য যেকোন মানুষই ভিত্তি গড়তে পারে, করে, তা নিজেও সে জানেনা।
সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।