পৃথিবীর বুকে

প্রদীপ চক্রবর্তী ১৬ জুলাই ২০২১, শুক্রবার, ০৪:৫১:০৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

পূবের হাওয়া এখনো নামেনি পৃথিবীর বুকে।
সবুজ মাঠের উপর এক পরিচ্ছন্ন রঙিন বিকেল।
এ বিকেলে, ধানের ডগায় ঘাসফড়িঙ আর প্রজাপতি এসে দোল খায়।

একে একে সন্ধ্যা নামে।
আকাশের বুকে ধবল গাভীর মতো মেঘেরা চরে বেড়ায়।
থেমে যায় দূর হতে আসা রাখালিয়া বাঁশির ধ্বনি।
ভাটিয়ালি গানে নদীর তীরে এসে তরী ঠেকে।

চারদিক জুড়ে মধুমালতি আর কামিনী ফুলের মায়াভরা সুগন্ধি।
কাশফুলের আগমনী গানে,
পাখিরা ঘরে ফিরে।
গোধূলির রক্তিম আলোয় সন্ধ্যায় নামে।
জ্বলে উঠে পুরনো দেবালয়ে মাটির প্রদীপ।

হাট জুড়ে মশালের আলো।
বাল্যশিক্ষায়,
বাংলা বর্ণমালা আর রবীন্দ্রনাথের সহজপাঠ।
নদীর বুকে জোনাকিপোকার আলো,
তোমার চুলে হেলে পড়া সদ্যজাত বেলি ফু্লের মালা।

এসব কিছু মনে করিয়ে দেয় আমরা সে শৈশবে কত ভালো ছিলাম।
কত সুন্দর ছিলো সেসকল দিনের মধুময় স্মৃতি।

ভালো ছিলো,
ব্যাকরণের নিয়ম ভেঙে সাজানো কবিতার পাণ্ডুলিপি।
ভালো ছিলো জীবনানন্দের সবুজাভ পাঠশালা।
যেখানে কবিতা ছিলো তাসের ঘরের মতো!

প্রতিদিন শব্দ সাজিয়ে কবিতা লেখা।
মাতাল হওয়া তোমার কবিতাপাঠে।
যে কবিতার মন্ত্রমুগ্ধ উচ্চারণে পৃথিবীর বুকে দক্ষিণা হাওয়া এসে লাগে।

৬৪৬জন ৫৩০জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ