
পূবের হাওয়া এখনো নামেনি পৃথিবীর বুকে।
সবুজ মাঠের উপর এক পরিচ্ছন্ন রঙিন বিকেল।
এ বিকেলে, ধানের ডগায় ঘাসফড়িঙ আর প্রজাপতি এসে দোল খায়।
একে একে সন্ধ্যা নামে।
আকাশের বুকে ধবল গাভীর মতো মেঘেরা চরে বেড়ায়।
থেমে যায় দূর হতে আসা রাখালিয়া বাঁশির ধ্বনি।
ভাটিয়ালি গানে নদীর তীরে এসে তরী ঠেকে।
চারদিক জুড়ে মধুমালতি আর কামিনী ফুলের মায়াভরা সুগন্ধি।
কাশফুলের আগমনী গানে,
পাখিরা ঘরে ফিরে।
গোধূলির রক্তিম আলোয় সন্ধ্যায় নামে।
জ্বলে উঠে পুরনো দেবালয়ে মাটির প্রদীপ।
হাট জুড়ে মশালের আলো।
বাল্যশিক্ষায়,
বাংলা বর্ণমালা আর রবীন্দ্রনাথের সহজপাঠ।
নদীর বুকে জোনাকিপোকার আলো,
তোমার চুলে হেলে পড়া সদ্যজাত বেলি ফু্লের মালা।
এসব কিছু মনে করিয়ে দেয় আমরা সে শৈশবে কত ভালো ছিলাম।
কত সুন্দর ছিলো সেসকল দিনের মধুময় স্মৃতি।
ভালো ছিলো,
ব্যাকরণের নিয়ম ভেঙে সাজানো কবিতার পাণ্ডুলিপি।
ভালো ছিলো জীবনানন্দের সবুজাভ পাঠশালা।
যেখানে কবিতা ছিলো তাসের ঘরের মতো!
প্রতিদিন শব্দ সাজিয়ে কবিতা লেখা।
মাতাল হওয়া তোমার কবিতাপাঠে।
যে কবিতার মন্ত্রমুগ্ধ উচ্চারণে পৃথিবীর বুকে দক্ষিণা হাওয়া এসে লাগে।
২০টি মন্তব্য
বন্যা লিপি
ঘুরে ফিরে- ঘুরে ফিরে আমাদের রুপান্তরিত ভাষায় আসে চলে- চলেই আসে
এ পৃথিবীর’ই জলছায়া।
আমরা যেখানেই যাই!
আমরা যা’ই করি!
খুঁজে খুঁজে চলি
সকাল থেকে সন্ধ্যার রূপান্তারিত চিত্র।
প্রকৃতি বন্দনা ভালো হয়েছে প্রদীপ।
শুভ কামনা🌹
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
বেশ বলছেন, দিদি।
সাধুবাদ আপনাকে।
ভালো থাকুন অনেক।
রিতু জাহান
মানুষের জীবনে সবচেয়ে মধুর নির্মল নির্মোহ হচ্ছে তার শৈশব।
পৃথিবী থেকে বিলিন বিস্মৃতি হলেও জীবন থেকে হয়না। তা স্পষ্ট আলো ফেলে এমন ক্ষনে ক্ষনে।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ,
ভালো বলছেন।
সাধুবাদ আপনাকে।
নিতাই বাবু
আপনার লেখা কবিতা পড়ে আমি হারিয়ে গেলাম নিজের ছোটবেলার স্মৃতিতে।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি!
সাধুবাদ জানাই, দাদা।
ভালো থাকুন।
হালিমা আক্তার
স্কুল পালানো সেই শৈশব। ফিরে যেতে চাই, তবু যায় না ফেরা। খুব ভালো লাগলো কবিতাটি। শুভ কামনা অবিরাম।
প্রদীপ চক্রবর্তী
সত্যি সে শৈশবে আর ফেরা হবে না।
ভালো থাকুন।
নাজমুস সাকিব রহমান
সুন্দর কবিতা। পড়ে আনন্দ পেলাম।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা নিবেন।
মনির হোসেন মমি
গ্রাম্য কথা আছে “যায় দিন ভাল যায়”।প্রকৃতি,চলমান জীবন সহ জীবনের সাথে জড়িয়ে থাকা সবটায় এখন অনেকটা কঠিন অনেকটা হয়ে গেছে।খুব সুন্দর হয়েছে।
প্রদীপ চক্রবর্তী
একদম ঠিক বলছেন, দাদা।
ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম আপনার সুনিপুণ লেখনীতে। চমৎকার হয়েছে। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
বেশ।
শুভেচ্ছা নেবেন, দিদি।
আরজু মুক্তা
কবিতা ভালো লাগলো
প্রদীপ চক্রবর্তী
সাধুবাদ,দিদি।
সাবিনা ইয়াসমিন
যখন শৈশবে ছিলাম প্রকৃতির মাঝে ছিলাম। এখন প্রাকৃতিক সবই হারিয়ে গেছে শৈশবের মতো করে।
কবিতায় রাখালিয়া বাঁশির সুর শুনতে পাচ্ছি 🙂
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ধন্যযোগ, দিদি।
কবিতায় রাখালিয়া বাঁশি শুনতে পাচ্ছেন বলে প্রাপ্তি ধন্য হলাম।
ভালো থাকুন।
দালান জাহান
সুন্দর। স্মৃতি জাগানিয়া
রোকসানা খন্দকার রুকু
শৈশব আর প্রকৃতির যেন একই রুপ। মিলে মিশে একাকার স্মৃতিময় কবিতা। শুভ কামনা দাদা।