আমি জানিনা জানিনা কেন-
কেন এমন মন ভোলা লাগে?
কেন জাগে বুকের মধ্যে চৈতালি চর?
কষ্টের নদী কেন উথলে ওঠে?
হঠাৎ কারো জন্যে-
কেন যে পুড়ে যেতে থাকে?
কেমন অজানা আগুনে কেবল-
পুড়ে পুড়ে ছাই হয়ে যায়?
হঠাৎ ঘুমভাঙা রাতে,
বুক মোচড়ানো ব্যথায়-
কেন যে ছিঁড়ে যেতে চায়?
প্রিয় কোনো মুখের জন্য।
জানিনা জানিনা কেন যে
এমন ঘোর লাগা লাগে?
বড় জানতে ইচ্ছে করে,
আজো কি সুরক্ষিত আছে?
কারো বুকের রক্ত কমল-
শুধু আমারই জন্যে?
জানতে ইচ্ছে করে খুব
আলগোছে আজও কেউ রাখে কি
জানালায় ভোরের বকুল?
কেউ কি অপেক্ষায় থাকে,
শ্বেত কবুতরের পায়ে বাঁধা
একটা নীল খাম পৌঁছবে বলে?
প্রতীক্ষার অমরাবতী তীরে
জাগে কোনো বাউন্ডুলে প্রেমিক?
আহারে এ যে কি দগদগে ব্যথা!
ভীষণ আদর ছুঁয়ে বলতে পারিনা
“ভাল নেই আমি,ভাল আর থাকিনি কখনো”
আহারে কেন যে ইচ্ছে হয় এমন!
পুড়ুক হৃদয়,পুড়ুক সারাটা দুপুর,
অস্তিত্ব পুড়ুক যেন ট্রয়ের নগর।
সেই শুরুতে অন্য কোন আঙুলের ছোঁয়ায়
প্রথম বার কেঁপে উঠেছিলে,
বুকের বা’পাশটা সেদিন পুড়েছিল খুব।
দিশেহারা চোখে পাারোনি লুকোতে
প্রথম চুমুর আস্বাদ;
ভয়ানক পুড়েছিল বুকের সিথান।
এখনও পড়ন্ত যৌবনে লেখো যদি আনমনে
অন্য কারে ভালবাস;
প্রবল আক্রোশে টাঁটায় বুকের জমিন।
জানিনা এমন কেন হয়?
হঠাৎ পুড়ে খাক হয়ে যায় সব।
পোড়া মন শুধু এই টুকু জানি
ভালবেসে পোড়ানোই অবিনশ্বর তবে।
ঈশ্বর জানে, নাপুড়ে ভালবাসা হয় না বোধহয়।।
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবিতায় কবির হাহাকার সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আসলেই কিছু ব্যাথা বেদনার কোন কারণ জানা থাকেনা, থাকলেও প্রকাশ করতে পারিনা। ভাল্বাসা অন্তরে জিয়ে থাক।
সালমা আক্তার মনি
আমি যখন সোনেলায় লিখতাম তখন আপনাকে পাইনি! আমি অবশ্য একটিভ ছিলাম অল্প ক’দিন। সত্যিই তাই কিছু বেদনার সত্যি কোনো কারণ থাকে না। ধন্যবাদ আপনাকে!
মোঃ মজিবর রহমান
আমি সোনেলার জন্ম লগ্ন থেকেই না ভাই, আমি প্রায় ৫ বছর আছি। আর আমার এই থাকা আপনাদের মাঝে ভেসে বেড়ানো। আমি কোন লেখক নই। মানুষের মাঝে থাকতে আসি। পড়ি সবার লেখা যাই না বুঝি। কারণ বুঝতে হলে মাথায় ঘেলু লাগে। তা আমার নাই।
শুভেচ্ছা রইল ভাল থাকুন।
ছাইরাছ হেলাল
পোড়া আর না-পোড়া নিয়ে লেখাটি বেশ ক’বার পড়লাম।
কি মন্তব্য করব, কীভাবে এ লেখা নিয়ে বলব বুঝতে পারছি না।
আপনি তো দেখছি পুরোদস্তুর কবি।
ধন্যবাদ।
সালমা আক্তার মনি
হেলাল ভাই কেমন আছেন? আশা করি ভাল ! পুরোদস্তর কবি কি না জানি না! যখন লিখি তখন অনুভূতির প্ন্রকাশে আন্তরিকতা থাকে শতভাগ তবে কবি হবার চিন্তা থাকেনা! ভাল লেগেছে জেনে ভাল লাগছে! উৎসাহিত করবার জন্য ধন্যবাদ ভাইয়া
ছাইরাছ হেলাল
অনেকদিন পর আপনার লেখা পড়ে ভাল লাগল।
আসলে কবি লিখে যায় নিজ মনে নিজ গুণে, লিখুন এবার থেকে নিয়মিত।
জিসান শা ইকরাম
কবিতায় এত আবেগ কিভাবে ফুটিয়ে তোলেন কবি?
কেমন একটা হাহাকার ধ্বনি,
ভাল হয়েছে খুব।
অনেক দিন পরে আসলেন সোনেলায়,
ভালো ছিলেন আশাকরি।
শুভ কামনা।
সালমা আক্তার মনি
ভাইয়া সালাম, কেমন আছেন? অনেক দিন আসতে পারিনি, তারপরও মনে আছে আমাকে কৃতজ্ঞ আমি! আপনার ভাল লেগেছে লেখাটি জেনে ভাল লাগছে! চেষ্টা করবো নিয়মিত হওয়ার
জিসান শা ইকরাম
জি ভালো আলহামদুলিল্লাহ,
নিয়মিত হলে সোনেলার সবারই ভাল লাগবে।
মনির হোসেন মমি
হৃদয়স্পর্শী লেখা কবিতা।
সালমা আক্তার মনি
অনেক ধন্যবাদ আপনাকে! শুভেচ্ছা ও শুভকামনা সবসময়।