পুড়ে যায় কেন

সালমা আক্তার মনি ১৯ মে ২০১৯, রবিবার, ১০:১২:৫৫পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

আমি জানিনা জানিনা কেন-
কেন এমন মন ভোলা লাগে?
কেন জাগে বুকের মধ্যে চৈতালি চর?
কষ্টের নদী কেন উথলে ওঠে?
হঠাৎ কারো জন্যে-
কেন যে পুড়ে যেতে থাকে?
কেমন অজানা আগুনে কেবল-
পুড়ে পুড়ে ছাই হয়ে যায়?
হঠাৎ ঘুমভাঙা রাতে,
বুক মোচড়ানো ব্যথায়-
কেন যে ছিঁড়ে যেতে চায়?
প্রিয় কোনো মুখের জন্য।
জানিনা জানিনা কেন যে
এমন ঘোর লাগা লাগে?

বড় জানতে ইচ্ছে করে,
আজো কি সুরক্ষিত আছে?
কারো বুকের রক্ত কমল-
শুধু আমারই জন্যে?
জানতে ইচ্ছে করে খুব
আলগোছে আজও কেউ রাখে কি
জানালায় ভোরের বকুল?
কেউ কি অপেক্ষায় থাকে,
শ্বেত কবুতরের পায়ে বাঁধা
একটা নীল খাম পৌঁছবে বলে?
প্রতীক্ষার অমরাবতী তীরে
জাগে কোনো বাউন্ডুলে প্রেমিক?

আহারে এ যে কি দগদগে ব্যথা!
ভীষণ আদর ছুঁয়ে বলতে পারিনা
“ভাল নেই আমি,ভাল আর থাকিনি কখনো”
আহারে কেন যে ইচ্ছে হয় এমন!
পুড়ুক হৃদয়,পুড়ুক সারাটা দুপুর,
অস্তিত্ব পুড়ুক যেন ট্রয়ের নগর।

সেই শুরুতে অন্য কোন আঙুলের ছোঁয়ায়
প্রথম বার কেঁপে উঠেছিলে,
বুকের বা’পাশটা সেদিন পুড়েছিল খুব।
দিশেহারা চোখে পাারোনি লুকোতে
প্রথম চুমুর আস্বাদ;
ভয়ানক পুড়েছিল বুকের সিথান।
এখনও পড়ন্ত যৌবনে লেখো যদি আনমনে
অন্য কারে ভালবাস;
প্রবল আক্রোশে টাঁটায় বুকের জমিন।
জানিনা এমন কেন হয়?
হঠাৎ পুড়ে খাক হয়ে যায় সব।
পোড়া মন শুধু এই টুকু জানি
ভালবেসে পোড়ানোই অবিনশ্বর তবে।
ঈশ্বর জানে, নাপুড়ে ভালবাসা হয় না বোধহয়।।

১জন ১জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ