অনেকদিন পর ভোর দেখা হল।
তাও আবার গাঁও-গেরামের ভোর।
কুয়াশার লেপ মুড়ি দিয়ে মেঠো পথ
যেন শুয়ে আছে মায়ের মতন।
পথের গায়ে মায়ের মিষ্টি ঘ্রান।
আমি উবু হয়ে আলতো ছুঁই পথ,
যেনবা করতলে মায়ের কোমল কপাল।
দুপাশে আদিগন্ত সর্ষেক্ষেতের বিছানা।
ইচ্ছে হয় গড়াগড়ি খাই আহ্লাদে, আলস্যে।
কুয়াশাভেদী রোদ্দুর যেন ঘোমটা ঢাকা,
সদ্যস্নাত গ্রাম্য বধূ, অানত লাজে।
আমি মাটির গন্ধ মাখতে, মাখতে,
মায়ের ওম বুঝে নিই বিক্ষত হৃদয়ে।
গ্রামের সেই মেঠো পথে, সহস্র রাতের
ঘুম ভেঙ্গে আমি নিষ্পাপ জন্ম নিই আবার।।
৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সহজ সরল ভাসায় পংতিমালা গুলো খুবই হৃদয় ছুয়ে গেল।
ধন্যবাদ। -{@
শুন্য শুন্যালয়
কবিতাটি পড়ে মনে হলো আমি নিজেই একটু হেঁটে আসলাম যেনো…
খুব সুন্দর… (y)
জিসান শা ইকরাম
আবেগের সুন্দর বহিঃপ্রকাশ
ভালো লেগেছে
ব্লগার সজীব
পুনর্জন্ম হলে ভালোই হয় (y) (y)
বোকা মানুষ
সবাইকে ধন্যবাদ 🙂