পুনরাবৃত্তি।

মনিরুজ্জামান অনিক ৩০ মে ২০২২, সোমবার, ০৮:০৪:৫০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

তুমি চেয়েছো 

উড়ন্ত ফড়িং, খোলা আকাশের মতো জীবন।

আমি কবি,

ভাঙচুর, উদাসীন অথবা ধূ ধূ মরুর মতো জীবন আমার।

 

আমি আমাকে বারবার ভাঙি-গড়ি, 

ভালোবাসা আমাকে ভীষণ আহত করে,আমি ঝরে পড়ি তারপর তোমাকে ভেবেই জেগে উঠি

শিশির মাখা লিকলিকে লাউ ডগার মতো।

আবারো তোমার প্রেমে পড়ি।

তারপর আবারো পুনরাবৃত্তি…. 

 

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ