তুমি চেয়েছো
উড়ন্ত ফড়িং, খোলা আকাশের মতো জীবন।
আমি কবি,
ভাঙচুর, উদাসীন অথবা ধূ ধূ মরুর মতো জীবন আমার।
আমি আমাকে বারবার ভাঙি-গড়ি,
ভালোবাসা আমাকে ভীষণ আহত করে,আমি ঝরে পড়ি তারপর তোমাকে ভেবেই জেগে উঠি
শিশির মাখা লিকলিকে লাউ ডগার মতো।
আবারো তোমার প্রেমে পড়ি।
তারপর আবারো পুনরাবৃত্তি….
৮টি মন্তব্য
হালিমা আক্তার
বার বার ভেঙে বার বার গড়া। নিজেকে চিনতে পাগল পারা। শুভ কামনা রইলো।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
প্রকৃতির ধারে প্রেম!
মুগ্ধতা রইল অশেষ।
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভূতির ছোঁয়া কবি দা
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।
রিতু জাহান
তারপর আবারও পুনরাবৃত্তি বিরহ!!
তবে বিরহই ভালো,,,
মনিরুজ্জামান অনিক
ধন্যবাদ।