পুতুলে প্রাণ জেগেছে, শুধু প্রাণের আদান প্রদানে আজো বিমুখ বিধাতা বন্টনে ।।
চুপ করে লুকিয়ে রাখে রিমোট, থামিয়ে দেয়া চলবে না যে কিছুতেই।
মুগ্ধতার স্কেলেও যেন টান পড়েছে।
যা দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়ায় লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।
মাঝে মাঝে আড়চোখে মুখে হাসি নিয়ে দেখে লুকিয়ে রাখা রিমোট।
মাথাটা হেলিয়ে দুলিয়ে গান গায়।
কেনো যেনো তবু আড়ষ্ট হয়ে আসে শরীর, প্রাণ;
ওরে বোকা!!! রিমোট তো লুকিয়েছিস কিন্তু ব্যাটারির মেয়াদ যে শেষ……
৪৮টি মন্তব্য
মা মাটি দেশ
পুতুলঁ ছবিটা খুব সুন্দর
শুন্য শুন্যালয়
হুম, নেট থেকে নেয়া ভাইয়া। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
কেমন এক কষ্টের সমুদ্রে ডুবে যাওয়া
কেমন এক হাহাকার —
এমন কবিতা আপনার সাথে আসেনা
আশাও করিনা।
শুন্য শুন্যালয়
লেখা ভালো না হলে এতো বকতে নেই। 🙂
জিসান শা ইকরাম
আপনার লেখা ভালো নয় , একথা বলার মত সাহস আমার নেই ।
শুন্য শুন্যালয়
এমন আর লিখবোনা 🙂
ছাইরাছ হেলাল
বিধাতার ব্যাপার নিয়ে আপনাকে মোটেই ভাবতে হবে না । হট লাইনে সামলে নেয়া কোন ব্যাপার ই না ।
আর ব্যাটারী সে তো ‘কেয়ামত সে কেয়ামত তাক’ । ভাবনা শেষ ।
এ লেখা আপনার সাথে যায় না । এত্ত দিন পরে এসে এ সব কী ?
লেখাটি কিন্তু চমৎকার ।
বাজার সদাই যে দোকানের খান সেখান থেকে বাজার নিতে পারলে আপনার মতই সুন্দর লিখতে পারতাম ।
তাই ত বলি , এজন্যই এত সুন্দর করে লিখতে পারি না ।
শুন্য শুন্যালয়
এতো দিন পরে এলেও এতো বকছে সবাই 🙁
তবুও আপনি কত্তো ভালো বকে আবার সান্ত্বনা দিচ্ছেন।
সুন্দর লেখার দেখছেন কি? সব অলেখাগুলো একদিন এক করে আপনার সামনে এনে দেখাবো, নিজেই নিজের লেখা পড়ে বলবেন এইগুলা আমি লিখছি? কেমনে লিখছি 🙂
ছাইরাছ হেলাল
কে আপনাকে বকা দিচ্ছে শুধু একবার নাম বলুন ।
কার ঘাড়ে কটা মাথা যে আপনাকে বকা দেয়! ।
তবে কষ্ট কষ্ট লেখা আপনি লিখলে আমাদের ও যে কষ্ট হয় , তাই একটু
এমন অমন কথা বলা হয়েই যায় ।
লিখে সোনেলা ভরিয়ে ফেলুন , একটুও না বলব না ।
শুন্য শুন্যালয়
ছাইরাছ হেলাল ভাইয়ার অলেখাগুলোর কথা বলছিলাম 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা আচ্ছা সে হবেক্ষণ , তখন আপনার লেখাগুলোও
পড়ে ফেলব ঝট্ করে ।
শুন্য শুন্যালয়
হটলাইনে বিধাতার ব্যপার সামলানোর সিস্টেম কি?
শুন্য শুন্যালয়
খবর টবর বলুন বাংলা, ইংরেজি, হিন্দি যা হোক একটা কিছু।
ছাইরাছ হেলাল
পর সমাচার এই যে আপনার একটি লেখা পাচ্ছি না কেন ?
ভোরগুলো কোথায় হারাল ? একটি ভোর ধরে ফেলুন । অন্তত আমাদের সোনেলার জন্য
হলেও ।
হটলাইন সিস্টেম খুব গভীর গোপন , আপনার পক্ষ অবলম্বন করে মেসেজ
দেয়া আছে । চিন্তা নেই আপনার ।
শুন্য শুন্যালয়
আমি দুক্ষিত আজো সোনেলায় ভোর দেখানো হলোনা। দৃষ্টি বিভ্রমে চোখ কি বিকেলে আটকে গেলো? না না, এ আমারই অক্ষমতা। ভোর দেখবেনই কথা দিচ্ছি।
ছাইরাছ হেলাল
অপেক্ষা পছন্দের বিষয় । আমরা তা করি ই ।
বিকেল সোনালী হলে তা ও বা মন্দ কী ?
শুন্য শুন্যালয়
মন্দ নয়; বিকেল, সন্ধ্যা কিংবা রাত, রঙ আর আলো ছেড়ে ভোর পর্যন্ত টেনে আনা কি আমার কম্ম? চোখ ফেরালে দেখতেও পারেন, নইলে একা একা ভোর দেখার মজাও আছে কিন্তু।
কৃন্তনিকা
কিউট…
কৃন্তনিকা
*কিউট ছবি
শুন্য শুন্যালয়
হুম অনেক কিউট, কেমন করে যে বানায়। অনেকদিন পর দেখলাম আপনাকে। 🙂
আদিব আদ্নান
ব্যাটারি শেষ হলেও পুতুলটি সুন্দর ।
শুন্য শুন্যালয়
কথা বলতে পারলে আরো সুন্দর হতো তাইনা? ফরমালিন খাইয়ে সেই যে গেলেন, আর কোন খবর নাই। লেখা দিন জলদি।
বনলতা সেন
অনেক অনেক দিন পর লিখলেন । নান্দনিকতা কমে যায়নি একটুও । যদিও বিষাদের দূরবর্তীতা
পাচ্ছি কোথায় যেন । অবশ্য বিষাদের স্বাদ না পেলে জীবন যে অর্থহীন । তবে আপনার জন্য তা চাই না কখনও ।
আরও লেখা চাই , দিতে হবে ।
শুন্য শুন্যালয়
অনেক অনেকদিন পর লিখিনি কিন্তু। বিষাদ উঁকিঝুঁকি দিয়েছিল বনলতা দি কে দেখে পালিয়েছে 🙂
বনলতা সেন
জুন ৩০, ২০১৪ থেকে জুলাই ২৪, ২০১৪ , না না । এ আর এমন বেশি দিন কী ?
বিষাদ তো ভাল বিষাদের বাপ পর্যন্ত পালিয়ে বাঁচার চেষ্টা করবে ।
শুন্য শুন্যালয়
চুপি চুপি কিছু ইনবক্স করে দিন তো, কাওকে বলবো না। নাম আমার হলে বলবোই বা কেনো? 😀
বনলতা সেন
ভাউ রে ভাউ , আপনার নাম হোক তা চাই সহস্রবার , কোটি কোটি বার কিন্তু
আমার যে ইনবক্সের উপায় নাই । বড্ড সেকেলে ভাই !
শুন্য শুন্যালয়
ইনবক্সের এই জামানায় আপনি নিজেকে আড়াল করতে পেরেছেন; সেকেলে নয়, আপনাকেই কিন্তু আমার আধুনিক বলে মনে হচ্ছে। এখানেই দিয়ে দিন, বনলতা দির লেখা পেলেই খুশি আমি।
শুন্য শুন্যালয়
আপনার ছায়া মূর্তি দেখেই এই অবস্থা, বুঝুন তাহলে।
ওয়ালিনা চৌধুরী অভি
কিছুই করার নেই আপু। আমরা সবাই আসলে পুতুল।
শুন্য শুন্যালয়
সত্যিই তাই আপু।
সবক কিন্তু বেশ হচ্ছে। ডিপার্টমেন্টে যোগ দেয়ার ইচ্ছে পোষণ করলাম।
ওয়ালিনা চৌধুরী অভি
আনন্দের মাঝে থাকুন। কষ্ট কেটে যাক।
শুন্য শুন্যালয়
আমি অনেক আনন্দে থাকি আপু, কস্ট থাকেই তবু পাওয়ার পাল্লাটাই ভারি বেশি।
আপনিও অনেক ভালো থাকুন।
খসড়া
:c
শুন্য শুন্যালয়
আমি আপনার উপর রাগ করেছি।
বনলতা সেন
পুতুলে প্রাণ জেগেছে, শুধু প্রাণের আদান প্রদানে আজো উন্মুখ বিধাতা ।।
চুপ করে লুকিয়ে রাখে রিমোট, থামিয়ে দেয়া যাচ্ছে না যে কিছুতেই।
মুগ্ধতার স্কেলেও যেন উপচে পড়েছে ঝড়।
যা দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়ায় লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।
মাঝে মাঝে আড়চোখে মুখে হাসি নিয়ে দেখে লুকিয়ে রাখা রিমোট।
মাথাটা হেলিয়ে দুলিয়ে গান গায়।
হঠাৎ যেনো ঝড় হয়ে আসে শরীর, প্রাণে বাণ;
ওরে বোকা!!! রিমোটের কী সাধ্য বেঁধে রাখে এই প্রাণ বাণ ।
——————————————————————————————
বিনানুমতিতে আপন জনের জমিতে চাষবাস !
সরি বলতে চাই ও না ।
শুন্য শুন্যালয়
এতোটা ঋনে জড়ানো ঠিক নয়। এরপরও মন খারাপ রাখবে এমন সাধ্য কার? এতো ভালো কেনো আপনি?
অনেক ভালো থাকুন আপনি সবসময়। যতোটা শুভ কামনা করা যায় সবটাই।
না রিমোটের সাধ্য নেই প্রাণ বাণ থামিয়ে রাখার। -{@ (3
বনলতা সেন
আচ্ছা ,আচ্ছা । সব মেনে নিলাম । মনে থাকে যেন সব কথা ।
কিন্তু ,এই ছিল আপনার মনে ?
আপনি নাকি মডু ! আপনার কপালচোখের ছবি কই ? পঞ্চ শিং ই বা কোথায় ?
এত দিন আপনার এই পরিচয় লুকিয়ে রেখে ভারী অন্যায় করেছেন । মিষ্টি ছুড়ে মাড়ুন অতিসত্ত্বর ।
আমার শেষ লেখার মন্তব্য দ্রষ্টব্য ।
শুন্য শুন্যালয়
জি আজ্ঞে। কিন্তু এইটা আপনি কি কহিলেন? মিস্টি তো পরের কথা, যেই বর্ণনা করিলেন কদাচিৎ অই পথে যাইবো বলিয়া ঠাহর হইতেছে না। জিসান ভাই এর বিদেশ লিস্ট ম্যালা লম্বা, অতি সত্বর উহাকে টিস্যু সহ, ঝেড়ে কাশার সুপারিশ করা হউক।
প্রজন্ম ৭১
আমাদের কাছে ব্যাটারী আছে। চিন্তা করবেন না আপু। পুতুলটা খুবই কিউট।
শুন্য শুন্যালয়
আচ্ছা তাই? যাক চিন্তা কেটে গেলো 🙂
অনেকদিন পর এলেন মনে হয়। এতদিন পর ব্যাটারি নিয়ে এলে কাজ হবেনা।
মশাই
http://youtu.be/gHfSs0Sk6MQ
লেখা পড়ে গানটি দিতে ইচ্ছে হল তাই দিলাম।
শুন্য শুন্যালয়
অনেক সুন্দর একটি গান, ধন্যবাদ আপনাকে। বিষাদ আছে বলেই আনন্দ সুন্দর, তবু আমরা সবাই আনন্দেই থাকতে চাই। দুরত্ব অনেক সময় দূরত্ব বাড়ায় বলেই মনে হয়, তাই আপন মানুষগুলো কাছেই রাখতে চায় সবাই।
সবকিছুর শেষে, মানুষ অনেক অভ্যস্ত জীব।
লীলাবতী
‘ মুগ্ধতার স্কেলেও যেন টান পড়েছে।
যা দেখে লাফিয়ে ঝাঁপিয়ে বলে বেড়ায় লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ।’ ………… কারো মুগ্ধতার স্কেলে টান পড়লে বয়েই গেছে তাঁকে মনে রাখা। আমার এত আনন্দময়ী আপুটা কেন এত কষ্টের কথা লিখলো ? যার কারনে এমন কষ্ট পায় আপুটা , তাঁকে পেলে মজা দেখাবো।
শুন্য শুন্যালয়
সে অনেক মুগ্ধ হয়ে যায় সবকিছুতে, স্কেলে আর ধরছে না তাই টান পড়েছে। 🙂
এরপর এমন করলে আপনার কাছে পাঠিয়ে দেব নিশ্চিত 🙂
লীলাবতী দি টা অনেক অনেক ভালো থাকুক। (3 -{@
নির্বাসিত নীল
পুতুলটার মতই সুন্দর লিখেছেন…। (y)
শুন্য শুন্যালয়
পুতুলের মতোই সুন্দর মন্তব্য। ধন্যবাদ ভাইয়া -{@
সীমান্ত উন্মাদ
আমি পুতুল খেলা খুব ভালবাসি। জীবনটা আমার কাছে পুতুল খেলার মত। শুভকামনা নিরন্তর আপনার জন্য।