“পাবে তুমি”

জি.মাওলা ২২ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ১২:৫৪:৪২পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

“পাবে তুমি”

না বললেও পাবে তুমি
ভালবাসার উপহার
লাল গোলাপের লক্ষ তোড়া।
না বললেও তোমায় নিয়
ঘুরতে যাব টিএসসি কিংবা চন্দিমায়,
না বললেও দেব তোমায়
ভাল বাসার দামি উপহার,
ভালবাসা দিবসে বা প্রতিদিন।
আলাদা দিবস না চাও
প্রতিদিনই তো
তোমার জন্য আমার ভালবাসা দিবস।
এমনিই বলব প্রতিদিন প্রতি ক্ষণ
কানে কানে প্রাণে প্রাণে
ভালবাসি ভালবাসি
ভীষণ ভীষণ।
গোলাম মাওলা, বাসাবো, ঢাকা

৫১২জন ৫১২জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ