\|/ :D) ;( -:- ^:^ \|/
লক্ষ জাতের পাগল আছে
এখন বাংলাদেশে,
কেউবা আসল রুপে আবার
কেউ বা ছদ্মবেশে।। :=
ভবের পাগল, ভাবের পাগল
শখের পাগল কেউ,
ঝড়ের মত পাগল আছে
কেউবা শান্ত ঢেউ।। 😀
কেউবা পাগল বুদ্ধিজীবি
বুদ্ধি রাখেন খাসা,
রাজনীতিবিদ পাগল যারা
ভীষন সর্বনাশা।। ^:^
কেউবা পাগল ফ্রাষ্ট্রেশনে
কেউবা পাগল নেশায়,
সপ্ন পাগল ঘুমিয়ে কাটায়
সপ্ন দেখার আশায়।। 😮
ফ্যাশন পাগল, বইয়ের পাগল
কেউবা পাগল নামের,
সাগর পাগল, খাওয়ার পাগল
পাগল আছে প্রেমের।। \|/
বিঃদ্রঃ ইহা একটি রম্য রচনা, কারো জীবনের সাথ মিল খাইলে আমি পাগল দায়ি নই। আর জানেনতো পাগলে কিনা বলে।
২২টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ \|/ (y) অনেক দিন পর এলেন
সীমান্ত উন্মাদ
মাঝে মাঝে হারিয়ে যাওয়াটা অনেক আনন্দের ভাই। শুভকামনা জানিবেন নিরন্তর
মোঃ মজিবর রহমান
দারুন ছন্দের পাগিল
সুন্দর (y)
সীমান্ত উন্মাদ
মজিবর ভাই দেহি বানান ভুলের পাগল। হা হা মজা কইরলাম উন্মাদ মানুষতো ভাই মজাক ভালা লাগে। উন্মাদিয় ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
জিসান শা ইকরাম
হ , পাগলের উৎপাদন খুব বৃদ্ধি পেয়েছে ।
সুস্থদেরও পাগল বানিয়ে দিবে এরা ।
লেখা ভালো হয়েছে উম্মাদ 🙂
সীমান্ত উন্মাদ
মামা আমি কিন্তুক বহুবছর আগেই পাগলামির রেজিষ্ট্রেশন লইয়া ফালাইছি। আসেন মামা উন্মাদ হই। উন্মাদীয় শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর।
হলুদ পরী সাদা নাকফুল
নিজ নিজ দৃষ্টি কোন থেকে সবাই এক একটা পাগল।
সীমান্ত উন্মাদ
কথাডা ঠিক, নাম নিছেন হলুদ পরী দিয়া রাখছেন ফুলের ছবি আর নাকফুলেরতো নাম ঠিকানা ও দেখা যাইতে আছে না। :p যাউগ্গা ভালা থাইক্কেন উন্মাদীয় শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর।
হলুদ পরী সাদা নাকফুল
ফটো ও নামের একটা দীর্ঘ কাহিনী আছে যেটা সংক্ষিপ্ত করে একটা লেখা লিখেছিলাম, চাইলে আমার প্রোফাইল এ গিয়ে “প্রোফাইল হালনাগাদ” লেখাটা পড়ে দেখতে পারেন।
নীলকন্ঠ জয়
আপনি কোন ক্যাটাগরীর পাগল জানতে পারে কি এ পাগল সমাজ?
সীমান্ত উন্মাদ
আমি ভাই বদ্ধ উন্মাদ কেটাগরির। দেখেননা উল্টাপাল্টা রিনিক ঝিক লিখি। ধন্যবাদ এবং শুভকামনা ;( ;(
লীলাবতী
আমরা সবাই পাগল , পাগলের এই রাজত্বে :p
সীমান্ত উন্মাদ
তাইলে মোরা ভালোর সাথে মিলবো কি শর্তে। শুভকামনা নিরন্তর। :p
শুন্য শুন্যালয়
দারুণ দারুণ .. আপনি দেখছি একটা আস্ত পাগল 🙂
সীমান্ত উন্মাদ
এতো দিনে বুঝলেন!! উন্মাদীয় শুভেচ্ছা।
রিমি রুম্মান
ভালই হল… শুধুই পাগলে ভরা চারিপাশ… পাগলী নেই কথাও!
জিসান শা ইকরাম
হা হা হা হা হা হা , পাগলী নেই একটাও 🙂
সীমান্ত উন্মাদ
তাইলে আপনি কি আফা। অবশ্য পাগলী কখনো বুঝে না যে নিজেই পাগল.। খিক খিক। :p
স্বর্ণলতা
দেশে পাগলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । (y)
সীমান্ত উন্মাদ
কথা সত্য। উপায় তো নাই। বাঁচতে হলে পাগল হতে হবে মনে লয়।
খসড়া
মজারু হইছে।
সীমান্ত উন্মাদ
মজারু মজারু ধইন্যা।