বুকের অতৃপ্ত যন্ত্রনা লেপ্টে
থাকে ভাঙা পাঁজরের বধির মুখে,দুঃখের ভারে থিতিয়ে পড়ে স্রোতহীন পলি নদীর
কোনো অচিন চরে!আলেয়া তখন ও
কোনো ভাষা বলেনি,পার্বত্য মূষিক কোনো কালেই বোঝেনি থিতিয়ে পড়া নদীর ব্যাথা
ভরা কথা!বোঝে শুধু ইলিউশন!
অনির্বাণ আলোয় আলেয়া জ্বলে
পোড়ে কোনো অজানা মৃত দেহের মিথেন পদ্মা- নদীর চরে!সবাই চাই আয়ু-বায়ু-তাপ!শুধু মাছরাঙা চাই মাছরাঙা দ্বীপের বধির ভূমির কচি ঘাসের অশ্রু জলে চোখ ভেজাতে!
মাছরাঙার ঠোঁটে, মুকে, চোখে
একাকিত্ব বশ করে,আলেয়া জ্বলে
মৃত মিথেন নিয়ে আজীবন যশ ভরে!পাশে পড়ে থাকে শুধু যন্ত্রনার পলি….
@ বাড়ি
তারিখ-২৭/০১/১৩
সময়-৯ঃ৪৭ সকাল
৬টি মন্তব্য
লীলাবতী
মাছরাঙার ঠোঁটে, মুকে, চোখে
একাকিত্ব বশ করে,আলেয়া জ্বলে
মৃত মিথেন নিয়ে আজীবন যশ ভরে!পাশে পড়ে থাকে শুধু যন্ত্রনার পলি……….. সুন্দর ।
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
জিসান শা ইকরাম
ছোট কবিতা , কিন্তু ব্যাপ্তি অনেক বড়………
ভালো লেগেছে ।
শিশির কনা
ভালো লেগেছে খুব।
প্রজন্ম ৭১
কবিতায় ++++++++++
সুরাইয়া পারভীন
চমৎকার উপস্থাপন
ভালো লাগা রইল