তোমাকে অতিক্রম করে চলে এসেছি অনেকদূর
চাঁদ সূর্য আর তারা ভরা আকাশ
ভোরের শিউলি, সদ্য শিশির কিংবা হিমেল বাতাস
আবগের সুখ নয় , নয় ছন্দ শুধুই কল্পনার।
প্রতিদিন সূর্য উঠে, বৃহত্তর জগত সংসারে
নিজেকে বিচ্ছুরিত করে তাবৎ কল্যাণে,
সামগ্রিক জীবন, জীবনে তাপ বিকিরণ প্রয়োজনে ।
পূর্ণিমার চাঁদ রুপালী বন্যায় ভাসায় বনবাদার
চাঁদ থাকুন না থাকুক , নিশাচর ত্রস্ত খাদ্য সন্ধানে
একের অধিক দায়িত্বে মশগুল সমগ্র সংসার ।
প্রতিরাতে ফুল ফোটে লাজনম্র পেলবতায়
বহুরঙ্গা প্রজাপতি উড়ে মন কাড়া দুরন্তপনায় ,
ফুলে ফুলে মৌমাছি শুষে নেয় মৌ, গড়ে মধু ভাণ্ডার
কাব্য বা গান নয়, পরিশ্রমে সঞ্চয় ক্ষুধার আহার ।
যা ছিল তেমনি আছে, শুধু উবে গেছে মিথ্যে উদবায়ু
ঘুম কেড়ে নেয়া রাত ভুলে গেছে পথ
তোমাকে অতিক্রম করে এসেছি অনেকদিন,
ব্যাবহারে পুরাতন পারফিউম সুগন্ধি যেমন
শুভ্র সাদা শার্টে ,পাংশুটে ঘামের দাগ আর গন্ধ তেমন ,
তেমন অনাদৃত সম্পর্কের হয়েছে যবনিকাপাত।
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
অতিক্রম করা কি এত সহজ?
ভালো লেগেছে কবিতা।
পারভীন সুলতানা
বাহ্যত যায় । ধন্যবাদ ।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে, এখানে প্রথম লেখার জন্য।
সত্য চির অম্লান।
পারভীন সুলতানা
আমিত সত্যকে অতিক্রম করতে চাইনি । বাস্তবতাকে গ্রহন করেছি মাত্র। ধন্যবাদ।
ব্লগার সজীব
আমাদের সোনেলায় আপনাকে স্বাগতম আপু।কবিতায় একটি দৃঢ় প্রত্যয়।ভাল লেগেছে খুব।
পারভীন সুলতানা
সন্মুখ সমরে যুদ্ধ করি নাই, কিন্তু যুদ্ধের সৈনিকদের এক্কেবারে পাশে ছিলাম । কারণ যা বিশ্বাস করি তাই প্রকাশ করি, তারই আচার করি । ধন্যবাদ
মারজানা ফেরদৌস রুবা
আপু, সোনেলায় স্বাগতম।
আমি বরাবরই আপনার কবিতার ভক্ত।
পারভীন সুলতানা
তুমি কি শুধু ভক্ত, তুমি যে আমার কবিতা রুবা ।
অনিকেত নন্দিনী
আপু, সোনেলায় স্বাগতম। -{@
আমার মনে হয় অনাদৃত সম্পর্কের যবনিকাপাত ঘটিয়ে ফেলাই ভালো।
পারভীন সুলতানা
অনাদৃত নয় নন্দিনী ; বিশ্বাস ঘাতক সম্পর্ক পরিত্যাক্ত হয় । অনাদৃতের একটা জায়গা থাকে তবুও। ভাল কথা , আমার এক নাম নন্দিনী । আম্মা আদর করে ডাকেন ।
অনিকেত নন্দিনী
সম্পর্ক ব্যাপারটা নিজেই অনেক জটিল আপু।
আপনার মা আদর করে নন্দিনী ডাকেন আর আমি নিজেকে আড়াল করার জন্য নন্দিনী হয়েছি।
লীলাবতী
সোনেলায় স্বাগতম।লিখুন এখানে নিয়মিত।অন্যের লেখা পড়ে অন্যদের উৎসাহিত করুন।প্রথম আসলেন পরিত্যাগ নিয়ে? 🙂 ভাল লেগেছে আপু।
পারভীন সুলতানা
হ্যা ভাই নিশ্চয়ই অন্যদের লেখা পড়ব না হলে লিখবো কি করে ! আমারও ভাল লাগছে ।
মেহেরী তাজ
আমাদের ছোট্ট পরিবারে স্বাগতম আপু।
প্রচুর পরিমানে লিখতে থাকুন এমন লেখা।
ভালো লেগেছে, শুভকামনা।
পারভীন সুলতানা
পরিবার ছোট হউক , মন্টা অ—নে—ক বড় ! আর কি চাই । আছি ভাই আপনাদের সাথে
তানজির খান
তোমাকে অতিক্রম করে এসেছি অনেকদিন,
ব্যবহারে পুরাতন পারফিউম সুগন্ধি যেমন………অতিক্রম করা যায়?
সেই কবে প্রাগৈতিহাসিক যুগে
এক টুকরো শুভ্র মেঘে,
কে দিয়েছিল সামান্য টোকা
সেই থেকে রয়ে গেলাম এতটা বোকা!
একটু ছড়া কাটলাম। খুব ভাল লেগেছে আপনার কবিতা। সোনেলায় স্বাগতম।
পারভীন সুলতানা
আমি মুগ্ধ । ধন্যবাদ
শুন্য শুন্যালয়
শেষের প্যারাটা খুবই ভালো লেগেছে। এতো দেরিতে সোনেলায় এলেন আপু? কতো যে সময় চলে গেলো!!
স্বাগতম আমাদের পরিবারে। এখন থেকে নিয়মিত চাই। -{@
পারভীন সুলতানা
শিওর , থাকবো বলেই এসেছি । ডাক পেতেই ছুটে এলাম যে।
খেয়ালী মেয়ে
স্বাগতম সোনেলায়…. -{@
খুব ভালো লিখেছেন—
পারভীন সুলতানা
আপনারা পড়বেন , আমি উৎসাহিত হব।