মায়ের জঠর নিংড়ে আবাল যে জীবন
সে জীবনও হাপিয়ে উঠে ,চায় পরিবর্তন
নিশ্চিত নিরাপদ জেনেও মাতৃক্রোড় করে পরিত্যাগ।
সোনাঝরা শৈশব, দুরন্ত কৈশোরে শোনে যৌবনের আবাহন
বাসর ঘরে মৌমাতানো ফুল এবং ফুলেল যে স্বপ্ন বীজ বপন-
তাও বাসী হয়, অপরিহার্য সময়ে হয় পরিত্যাক্ত খাত ।
রাজমহল, রাজা বাইজীমহল , নিশাচর উন্মাতাল নৃত্যকাঁপন
তাও একদিন ইতিহাস হয়, হয় যথেচ্ছাচারের উদাহরন।
প্রয়োজন, প্রয়োজনটাই সব, বাকিটা অনুভুতির অতল গহ্বর ।
মাটির ঘর,শানবাঁধানো ঘাট, বাড়ির আড়ে ঝোপঝাড়
জীবনের নব উন্মেষ , দালানকোঠায় পরিবর্তনের দায়ভার।
আত্মায় আত্মিক সম্পর্ক ,প্রেম আর প্রেমের উপাখ্যান
সেকেলে অনুভুতি, সস্তা দামে ন্যাকামির চূড়ান্ত উদাহরণ।
ভালোবাসা এখন বিকায় , ই-বানিজ্যে ব্যাপক চাহিদা তার
ভালোলাগাটাই আসল, না লাগলে ছিন্ন করে বিনেসুতার বাঁধন।
ভালোবাসা পরিত্যাক্ত এখন, অযথা সময় ক্ষেপণ
প্রগতিবাদী স্বজন এখন নদীর তীব্র স্রোতে বহমান ;
কক্ষপথে এগিয়ে যায় , মহাকালের গন্তব্যে পৃথিবী এখন।
কিন্তু তারপরেও রয়ে যায় কিছু একটা পিছুটান,
বাঁশঝাড়ের আড়ালে, ভাত দুপুরে কে যেন ডাক দেয় সংগোপন
তাই ফিরে আসি সেই দুরন্ত শৈশবে, করি চপল রৌদ্র স্নান;
পরিবারভুক্ত বিশাল আত্মীয় সম্ভার,চাহিদা দুর্বার
ফিরে পেতে চাই যা ছিল সব আমার, যা করেছিলাম পরিত্যাগ।
কিন্তু, চির পুরাতন জীর্ণ পৃথিবী না শোনে আকুতি আমার
পরিত্যাগ করে, ছুড়ে ফেলে আমি নামক অবাঞ্চছিত স্বত্বার ।
৩১/০১/১৬

৫৬৩জন ৫৬৩জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ