মায়ের জঠর নিংড়ে আবাল যে জীবন
সে জীবনও হাপিয়ে উঠে ,চায় পরিবর্তন
নিশ্চিত নিরাপদ জেনেও মাতৃক্রোড় করে পরিত্যাগ।
সোনাঝরা শৈশব, দুরন্ত কৈশোরে শোনে যৌবনের আবাহন
বাসর ঘরে মৌমাতানো ফুল এবং ফুলেল যে স্বপ্ন বীজ বপন-
তাও বাসী হয়, অপরিহার্য সময়ে হয় পরিত্যাক্ত খাত ।
রাজমহল, রাজা বাইজীমহল , নিশাচর উন্মাতাল নৃত্যকাঁপন
তাও একদিন ইতিহাস হয়, হয় যথেচ্ছাচারের উদাহরন।
প্রয়োজন, প্রয়োজনটাই সব, বাকিটা অনুভুতির অতল গহ্বর ।
মাটির ঘর,শানবাঁধানো ঘাট, বাড়ির আড়ে ঝোপঝাড়
জীবনের নব উন্মেষ , দালানকোঠায় পরিবর্তনের দায়ভার।
আত্মায় আত্মিক সম্পর্ক ,প্রেম আর প্রেমের উপাখ্যান
সেকেলে অনুভুতি, সস্তা দামে ন্যাকামির চূড়ান্ত উদাহরণ।
ভালোবাসা এখন বিকায় , ই-বানিজ্যে ব্যাপক চাহিদা তার
ভালোলাগাটাই আসল, না লাগলে ছিন্ন করে বিনেসুতার বাঁধন।
ভালোবাসা পরিত্যাক্ত এখন, অযথা সময় ক্ষেপণ
প্রগতিবাদী স্বজন এখন নদীর তীব্র স্রোতে বহমান ;
কক্ষপথে এগিয়ে যায় , মহাকালের গন্তব্যে পৃথিবী এখন।
কিন্তু তারপরেও রয়ে যায় কিছু একটা পিছুটান,
বাঁশঝাড়ের আড়ালে, ভাত দুপুরে কে যেন ডাক দেয় সংগোপন
তাই ফিরে আসি সেই দুরন্ত শৈশবে, করি চপল রৌদ্র স্নান;
পরিবারভুক্ত বিশাল আত্মীয় সম্ভার,চাহিদা দুর্বার
ফিরে পেতে চাই যা ছিল সব আমার, যা করেছিলাম পরিত্যাগ।
কিন্তু, চির পুরাতন জীর্ণ পৃথিবী না শোনে আকুতি আমার
পরিত্যাগ করে, ছুড়ে ফেলে আমি নামক অবাঞ্চছিত স্বত্বার ।
৩১/০১/১৬
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্, দারুণ,
কেউ ই অবাঞ্চিত নয়,
সব কিছুই ফিরে পাব, পেতেও চাই, রৌদ্র স্নানের দুরন্ততার মত।
লেখা পড়ে নস্টালজিক হলাম।
উৎসর্গ যথাযথ।
জিসান শা ইকরাম
কত সুন্দর আর সাবলীল ভাবে লিখে গেলেন
মনে হচ্ছে এ আমারই কথা
যা বলতে চেয়েছি, যেভাবে বলতে চেয়েছি আমার একটি লেখায়
তাই আপনার লেখার মাঝে খুঁজে পেলাম।
” কিন্তু তারপরেও রয়ে যায় কিছু একটা পিছুটান,
বাঁশঝাড়ের আড়ালে, ভাত দুপুরে কে যেন ডাক দেয় সংগোপন
তাই ফিরে আসি সেই দুরন্ত শৈশবে, করি চপল রৌদ্র স্নান;
পরিবারভুক্ত বিশাল আত্মীয় সম্ভার,চাহিদা দুর্বার
ফিরে পেতে চাই যা ছিল সব আমার, যা করেছিলাম পরিত্যাগ। ” (y)
ধন্যবাদ আপনাকে আপু
শুভ কামনা।
পারভীন সুলতানা
আমি সত্যি ই ধন্য ।
অনিকেত নন্দিনী
“প্রয়োজন, প্রয়োজনটাই সব, বাকিটা অনুভুতির অতল গহ্বর ।” যথার্থ বলেছেন আপু। (y)
পারভীন সুলতানা
এই প্রয়োজন উপলব্ধিটাই বাচিয়ে রাখে আমাদের।
অনিকেত নন্দিনী
ঠিক বলেছেন। তাই হয়তো প্রয়োজন ফুরিয়ে এলে বাঁচার ইচ্ছেটাও মিইয়ে আসে। 🙁
অরুনি মায়া
জিসান ভাইয়ার পোস্টেও বলেছি, আজ আপনার পোস্টেও বলছি ,কোন কিছুই পরিত্যক্ত নয় | সময়ের সাথে রূপ বদলায় মাত্র 🙂
পারভীন সুলতানা
আসলেই তাই, ধরন বা ইবয়ব পাল্টে জায়। ধন্যবাদ
হতভাগ্য কবি
একজনের পরিত্যক্ত জিনিস অন্যজনের কাছে মহামূল্যবান এই বিশ্বাস করি ।
“ভালোবাসা এখন বিকায় , ই-বানিজ্যে ব্যাপক চাহিদা তার” — এই লাইনটিও বিশ্বাস করি মনে প্রাণে।
চমৎকার অনুভূতি হলো লেখাটি পড়ে, অনেক অনেক ধন্যবাদ।
পারভীন সুলতানা
আমি সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ।
হতভাগ্য কবি
🙂 🙂
শুন্য শুন্যালয়
চমৎকার লেখা আপু। পড়েছি জিসান ভাইয়ার লেখাটিও। আপনি লেখাটিকে একটা ছকে এনে দিলেন। আসলেই পরিত্যক্ত বলে কিছু নেই।
সবকিছুর পরিবর্তন এনে, আবারো ঘুরে দাড়াই পেছন ফিরে।
পারভীন সুলতানা
ভালো লেগেছে বিধায় খুশি হলাম। আপনাদের ভালো লাগলেই আমি পরিতৃপ্ত
নীলাঞ্জনা নীলা
এতো অসাধারণ লেখা।
পারভীন সুলতানা
লজ্জা পাচ্ছি ভাই। আমি চিকিৎসক মানুষ , ভাষার কতটুকু জানি বলেন। যা মনে আসে তাই লিখি । অনেক অনেক ধন্যবাদ।