নিদ্রাবিহীন নির্ঘুম জগতের
মানুষগুলোই জীবন যুদ্ধে
বারবার হেরে যায় । তারা
এক আকাশ মসৃণ ভালবাসা
নিয়ে প্রতিনিয়ত ঘুড়ে বেড়ায় ।
তাদের কাছে ভালবাসা মানে
অবহেলা নাহয় ত্যাগ । তারা
এতটুকু ভালবাসা দেওয়ার জন্য
চেনা অচেনা সবার মাঝেই
নিজেকে বিলীন করে দেয়, তবে
তাদের জীবনে অবহেলা ছাঁড়া
আর কিছুরই দেখা মিলে নাহ্…
৪টি মন্তব্য
নুসরাত মৌরিন
সত্যি বলেছেন, যারা ভালবাসা দিতে চায়,বিনিময়ে দুঃখই মেলে তাদের।এটাই যেন নিয়তি!! 😀
নীলাঞ্জনা নীলা
হারাতে হারাতে, দিতে দিতেই একদিন পাওয়া হবে সব।
স্বপ্ন
তারপরেও ভালোবাসা বেঁচে থাকে ভাইয়া।
শুন্য শুন্যালয়
যারা ভালোবাসে, ত্যাগ করে, তারা প্রতিদান চায়না। ভালোবাসতেই থাকবে সে।