পদ্মে নীল আছে

ছাইরাছ হেলাল ২৬ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১২:৪২:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৩ মন্তব্য

হুতাশন নেই, হা পিত্যেশ আছে
হিলমিল হুলাহুলির হুল্লোড় আছে,
গোপনের প্রকাশ নেই।
ঝড় নেই মেঘ আছে,
জলোমেঘ কেটে যাচ্ছে।
ঝমঝম নেই, নেই পূর্বাভাস
সকালে সজীব শীতরং আছে;
রোদের উষ্ণতা আছে, তাপ নেই
প্রবেশের নিষেধ আছে
নিষেধের প্রবেশ নেই।

ধুপধাপ দুমদাম পথ চলা আছে,
ছলাকলা তো আছেই,
শব্দ নেই, আচানক ফেটে পড়া নেই
মন পুরাণের গহীন সরোবরে নীল পদ্ম আছে।

৪৭৪জন ৪৭৪জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ