পদ্মদীঘির ঘাটে

ছাইরাছ হেলাল ১৮ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ০২:৫৫:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

অন্ধচোখে যদি ধুলো পড়ে, আচঁলভাপ সে আমার চাই না,
শিখে গেছি স্বপ্নহানার ভয়ে জেগে থাকার দুর্বোধ্যতা,
শোনিতময় মনজ্যোৎস্নার বিজন বনে কেউ নেই পাশে আজ,
প্রতীক্ষা প্রজ্ঞা স্মৃতি-বিস্মৃতির প্রবল সান্নিধ্য এড়িয়ে
স্তব্ধবিষণ্নতার কামকেলি, শুধুই পুরুষ দূরত্বে।

মরুর বালি অশ্রু শিখেছিল সে কবেই,
পলাশপদ্মচোখ খুঁজিনাতো আর,
হাঁটছি কাঁটার পথে আগামীর স্বপ্ন নিঃশ্বাসে;
কে তুমি হেঁটে যাও, হে উদাসিনী, চক্ষু বুজে?
পদ্মদীঘির শান-বাঁধানো ঘাটটি মাড়িয়ে;

৪১০জন ৪০৯জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ