পথ মিশেছে সীমান্তে,সীমান্ত এসেছে পথে,
তবুও, পথ পথেই থেকেছে,
সীমান্ত সীমান্তেই;
বাঁকা পথ বেঁকেছে বারে বারে
মলিন দীর্ঘ নিঃশ্বাসে;
রোদ-ছায়া ছায়ার রোদ
ক্ষয়ে-ক্ষয়ে যাওয়া পদ চিহ্ন
তাও ছিল,
বিলক্ষণ ছুঁয়েছে তা সীমান্তে,
আনন্দ-নিশ্চল-চঞ্চল চিত্তে;
বিসর্জনের শব্দাশ্রু তাও তো ছিল,
বনেদী মেঘের ডানায় বৃষ্টিও জমা ছিল,
অপেক্ষা ছিল ঝরে পড়ার!
পরস্পরাশ্রয়ী অনবচ্ছিন্ন অনাবৃত
রূপালী-ভালোবাসার অনন্ত জীবনের সৌন্দর্য দৃষ্টি-বৃষ্টি
তাও তো ছিল!
উত্ত্যক্ত করা সোমত্ত-সীমান্ত সীমান্তেই
কুহক ডেকেছে!!
১৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবি ভাই সবই ছিল, সবই আছে মনঃটাও আছে ঠিক আগেরই যায়গায়।
রূপালী-ভালোবাসার অনন্ত জীবনের সৌন্দর্য দৃষ্টি-বৃষ্টি
তাও তো ছিল!
মুগ্ধ হলাম। -{@
ছাইরাছ হেলাল
মুগ্ধতাও ঠিক-ঠাক-ই আছে।
শুভেচ্ছা।
মাহমুদ আল মেহেদী
হৃদয় ছুঁয়ে দিল কবিতাটি । মুগ্ধ হলাম -{@
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য।
রিতু জাহান
এখন শুধু চোখ বুলিয়ে গেলাম। আজ অনেক পড়ছি। ছোট্ট ব্রেনে আর যায়গা নেই গুরুজি। আসতেছি একটু বিরতি নিয়ে।
ছাইরাছ হেলাল
কেউ পড়ছে শুনলেই ভাল লাগে,
আর স্বজন হলে তো কথাই নেই, চালু থাকুক পড়া পড়া।
জিসান শা ইকরাম
সব ছিল বুঝলাম, তা গেলো কই?
ছাইরাছ হেলাল
কৈ যে কে যায় তা বোঝা বড়ই দুষ্কর!
মায়াবতী
বনেদি মেঘ গুলো কি বৃষ্টি হয়ে ঝরেনি ! কেনো ঝরলো না !!! কোথায় হারিয়ে যায় এরা !!! ;?
ছাইরাছ হেলাল
বনেদিপানা রক্ষা করে ওরা ঠিক ঠাক ঝরে না, ঝরতে চায়-ও না।
মায়াবতী
কিছু কিছু বনেদী মেঘ নীরবে ঝরে …. কেউ টের পায় কেউ পায় না … 🙁
ছাইরাছ হেলাল
ঠিকানা পেলে কাল-ঘাম ছুটিয়ে হলেও জীবনের কালি-সন্ধ্যায়
কাক-ভেজা না হয় না-ই হলাম, হিমেল নিঃশ্বাসটুকুই-বা কম কিসে!
রিতু জাহান
বনেদি মেঘগুলো দেখলাম আমার বারান্দায় ছুঁই ছুঁই করছে।
আমার এ চলার পথ আমাতেই পড়ে থাকে।
বেশ বেশ।
ছাইরাছ হেলাল
বনেদিপানা দেখাতে সঠিক জায়গাই বেছে নিয়েছে।
বৃষ্টি নামুক অঝোর ধারায়,
পথ খুব দুষ্টু, শুধু ছুটে ছুটে বেড়ায়, ছোটায়-ও!
নীলাঞ্জনা নীলা
আমি স্থবির।
জগদ্দল পাথর হয়ে চেয়ে দেখি;
কি করে মানুষ হাঁটে,কথা বলে,
ভালোবেসে ভালোবাসা পায়।—-কার জানি লেখা এটা? ^:^
ছাইরাছ হেলাল
কার লেখা কে জানে!
বলে দিলেই তো ল্যাঠা চুকে যায়!
ভালুবাসা এত্ত সহজ-তরল কিচ্ছু না,
কেউ কেউ দ্যায়, না পেয়েই!
নীলাঞ্জনা নীলা
কোনো একটা শাঁকচুন্নি মনে হয় লিখেছিলো কোনো এক কালে”
ছাইরাছ হেলাল
আহারে সেই শাঁকচুন্নির মুখে ফুলের চন্দন!!