পথের খোঁজে পথ//

বন্যা লিপি ১৯ আগস্ট ২০১৯, সোমবার, ০৪:২৫:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

পথ হাঁটছে পথের খোঁজে…….
শুকনো ধুলো ওড়া ঝরা পাতা উড়িয়ে
হাঁটছে পথ।
হাঁটছে আঁধারের মিছিল।
উপহাসের ধাঁরালো দন্ত, খাপখোলা তরবারির মতো ঝিকিয়ে চলছে কালো অধ্যায়ের শ্লোগান!!

হাঁটছে পথ
পথের খোঁজে।

দূর্বিনীত অবাধ্য ধুলোময় বাতাস
শুষে নিচ্ছে নিঃস্বাশের আয়ুস্কাল!
বোধ ব্যাধী’র টানাপোড়েনে ওষ্ঠাগত
সবুজায়তন।

গুণে গুণে প্রহরের পর প্রহর চক্ষু
বড় ক্লান্ত দীর্ঘ পথে।
আসবে!!
আসবে খরা ঘোচানো বর্ষা
আসবে পথের খোঁজে পথ
আসবে সবুজ আলোর সারথি।

হাঁটছে পথ পথের খোঁজে!!
পথের শেষেই পথ পাবে
পথের খোঁজ।

১জন ১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ