পথ হাঁটছে পথের খোঁজে…….
শুকনো ধুলো ওড়া ঝরা পাতা উড়িয়ে
হাঁটছে পথ।
হাঁটছে আঁধারের মিছিল।
উপহাসের ধাঁরালো দন্ত, খাপখোলা তরবারির মতো ঝিকিয়ে চলছে কালো অধ্যায়ের শ্লোগান!!
হাঁটছে পথ
পথের খোঁজে।
দূর্বিনীত অবাধ্য ধুলোময় বাতাস
শুষে নিচ্ছে নিঃস্বাশের আয়ুস্কাল!
বোধ ব্যাধী’র টানাপোড়েনে ওষ্ঠাগত
সবুজায়তন।
গুণে গুণে প্রহরের পর প্রহর চক্ষু
বড় ক্লান্ত দীর্ঘ পথে।
আসবে!!
আসবে খরা ঘোচানো বর্ষা
আসবে পথের খোঁজে পথ
আসবে সবুজ আলোর সারথি।
হাঁটছে পথ পথের খোঁজে!!
পথের শেষেই পথ পাবে
পথের খোঁজ।
২১টি মন্তব্য
ইঞ্জা
কাব্যিক ভাবে কিছু বলতে পারিনা আপু, লেখার নির্মাণশৈলী মুগ্ধ করেছে আমায়, বিমোহিত হলাম।
বন্যা লিপি
ভাই, কাব্যিক ভাবে তো কিছু বলতে হবেনা!! এই যেভাবে বললেন!! তাতেই আমি আপ্লুত, কৃতজ্ঞ।শুভেচ্ছা জানবেন।
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা আপু।
জিসান শা ইকরাম
বাহ. পথের খোঁজে পথ! খুব সুন্দর চিন্তা৷
সবুজ আলোর সারথি আসুক৷
শুভ কামনা৷
বন্যা লিপি
যে আলোর পথ খুঁজে বেড়াই সবাই …….. সেই পথের খোঁজে চলছি সদাই।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
অনবদ্য রচনাশৈলী দিদি।
বন্যা লিপি
আপনার মন্তব্যে অনুপ্রেরনা পেলাম। কৃতজ্ঞতা শুভ কামনা রইলো।
নিতাই বাবু
আপনার পোক্ত গাঁথুনির কবিতা পড়ে, আগামীর অপেক্ষায় থাকলাম।
বন্যা লিপি
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন দাদা।
শামীম চৌধুরী
হাঁটছে পথ পথের খোঁজে!!
পথের শেষেই পথ পাবে
পথের খোঁজ।
বাহ দারুন শব্দমালা।
বন্যা লিপি
অজস্র শুভ কামনা কৃতজ্ঞতা জানবেন ভাই।
তৌহিদ
পথের খোঁজে আবার সেই পথের দেখা পাবার আক্ষেপ নিয়ে পথ থেকে পথে হেঁটে চলছি জন্মান্তর। পথিক খুঁজে পাক পথের শেষের সেই আলো।
শুভকামনা রইলো আপু।
বন্যা লিপি
সময় যে এখন সেই পথের খোঁজে……
চলছে অন্ধকারের কালো শ্লোগান। পথ হাঁটছে পথের খোঁজে……..
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শুভেচ্ছা শুভ কামনা🌷🌷
আরজু মুক্তা
সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
বাহ্!
শুভকামনা
বন্যা লিপি
শুনতে ইচ্ছে করছে আপনার কন্ঠে গানটা । ভালোবাসায় ভালো থাকবেন।
মনির হোসেন মমি
পথ হাঁটছে পথের খোঁজে…….
শুকনো ধুলো ওড়া ঝরা পাতা উড়িয়ে
হাঁটছে পথ।
বাহ্ চমৎকার বাক্য।
বন্যা লিপি
জ্বি,ভাই সকল পথ হাঁটুক আলোর পথে। কালোর শ্লোগান চলা পথ ক্রমশঃ হারাক আলোর পথের খোঁজে।
শুভ কামনা শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
পথ যদি অন্ধকার আর উপহাসের হয়ে পরে, তবে পথকেই খুঁজে নিতে হবে পথের প্রান্তরেখা। পথকেও পেরুতে হয় কণ্টকিত পথ। গোটানো বর্ষায় পথ খুঁজে পাক গোছানো পথ।
লেখাটিতে বিষন্নতা ছিলো, অদম্য এক ইচ্ছে ছিলো। ভালো লেগেছে লেখাটি।
শুভ কামনা, ভালোবাসায় থেকো বন্যা ❤❤
বন্যা লিপি
তোমার ভালোলাগাটুকু যত্নে রাখলাম। ভালো থেকো সবসময় ভালোবাসায়।💚❤💚❤
ছাইরাছ হেলাল
পথ খুঁজে পাক পথের দিশা,
হোকনা সে পথের শেষ ঠিকানা।
বন্যা লিপি
অপেক্ষায় থাকি সে পথের দিশা পেতে। শুভ কামনা।