Ruins of Poverty একটি স্বেচ্ছাসেবী গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারো গ্রপের সদস্যরা আবার একত্র হয়েছে অসহায় শীতার্তদের শীতবস্ত্র দেবার জন্য। আমাদের সাথে প্রয়োজন শুধু আরও কিছু সাহায্যের হাত,প্রয়োজন আরো কিছু আন্তরিক মুখ ।
এবার আমরা দাঁড়াবো পথশিশুদের পাশে। আসুন সবাই একটি করে নতুন শীতবস্ত্র কিনে দেই অসহায় পথশিশুদের জন্য। এই শীতে আমাদের সাথে উষ্ণতার ভাগিদার হোক পিতৃ মাতৃহীন পথশিশুরা।
এই গ্রুপটি প্রথম কার্যক্রম শুরু করে ২০১১ সালে। গ্রুপের কার্যক্রমসমূহঃ (ছবিতে)
২০১১= পথশিশুদের সাথে একটি বিকেল।
২০১১= হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।
২০১১= নির্যাতিতা বিথী রাণীকে সাহায্য প্রদান।
২০১২= হতদরিদ্র খোদেজা বিবি এবং তার পঙ্গু কন্যাকে সাহায্য প্রদান।
২০১২= শীতবস্ত্র বিতরণ মনতলা,কালিয়াকৈর, গাজীপুর।
২০১৩= শীতবস্ত্র বিতরণ চর খিদিরপুর,রাজশাহী। (জানুয়ারী)
২০১৩= রানা প্লাজায় আহতদের রক্তদান এবং আর্থিক সাহায্য প্রদান।
২০১৪= পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আনন্দ উৎসব। (জানুয়ারী)*
গ্রুপের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে একদল উদ্যোমী তরুণ। আমাদের এই যাত্রাপথের সঙ্গী হতে চাইলে পেজে ও গ্রুপে একটিভ থাকুন।
****বিস্তারিতঃ
২০১৪ সালের ১ জানুয়ারী সারা বিশ্ব মেতে উঠবে নতুন বছরকে বরণের আনন্দে। এবার সেই আনন্দের ভাগীদার হবে সুবিধাবঞ্চিত একঝাঁক পথশিশু।
আমরা একটি আনন্দময় বিকাল পার করবো অসহায় শিশুদের সাথে যারা রাত কাটায় রেলস্টেশনে কিংবা ফুটপাতে। ওদের কথা শুনবো, ওদের হাতে তুলে দিবো নতুন পোশাক-খাবার।
ফেইসবুক ও ব্লগের বন্ধুদের আন্তরিকভাবে অনুরোধ করবো আমাদের কার্যক্রমের সঙ্গী হওয়ার জন্য, পথশিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে।
****কি কি পাঠাতে পারবেনঃ
#নতুন শীতের কাপড়(স্যূয়েটার, শীতের টুপি ইত্যাদি),
#অন্তত একটি শীত বস্ত্রের সমমানের আর্থিক সহায়তা,
#অর্থাৎ গরম জামাকাপড় কিংবা বস্ত্র কেনার টাকা, যে যাই পারেননা কেন এগিয়ে আসুন নিজ নিজ সাহায্য নিয়ে।
****সাহায্য পাঠাবেন যেভাবেঃ
#বিকাশঃ ০১৯১১৮০১৭০৩
০১৭৩১৪৬২২১১
#ডাচ বাংলা অ্যাকাউন্টঃ
A/C No: 126103453403
A/C Name: Mithun Acharjee
যারা নতুন পোশাক কিনে দিতে চান/ প্রোগামে সরাসরি অংশ নিতে চান তারা নিচের যেকোন একটি নম্বরে যোগাযোগ করুনঃ
০১৯১১৮০১৭০৩(জয়)
০১৯১৪৪৪৫৯০৭(জাকারিয়া)
০১৭২৪৩৫২২৭৩(কামরুল)
০১৬৭৭১৫০৩৯৭(আশিক)
০১৭৩১৪৬২২১১(মিঠু)
সোনেলার সকল বন্ধুকে আমাদের এই যাত্রার সঙ্গী হওয়ার জন্য আন্তরিক আহ্বান করছি।
আমরা এবার হাসি ফোটাতে চাই এই সব শিশুদের মুখেঃ ঘৃণা নয় আসুন ভালোবাসি ওদেরকে।
১৮টি মন্তব্য
তন্দ্রা
এগিয়ে যান নতুন উদ্যমে, সঙ্গে আছি, কথা হবে যথা সময়ে, আপডেট দিয়ে যাবেন সময় মত।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ তন্দ্রা আপনাকে। গতবার ছিলেন, এবারও পাবো এমন আশা রাখছি।
জিসান শা ইকরাম
দারুন উদ্যেগ
সাথে আছি ।
নীলকন্ঠ জয়
খুব ভালো লাগলো ভাইয়া। আমাদের গ্রুপটা সেলিব্রেটিদের গ্রুপ না। তাই প্রতিটা প্রোগামে অনেক কষ্ট করতে হয়। তবে কেউ না কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়।
আপনাকে পেয়ে ভালো লাগছে। পরিচিতদের আমাদের সাথে আসার আহ্বান জানাবেন কিন্তু।।
জিসান শা ইকরাম
অবশ্যই জানাবো ।
নীলকন্ঠ জয়
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।।
শুন্য শুন্যালয়
খুব ভালো উদ্দ্যোগ ..
জয়েন করতে পারলে আরো খুশি হতাম.
শুভ কামনা রইলো.
নীলকন্ঠ জয়
পারলে মানে কি? অবশ্যয়ই দাবি থাকবে অংশ নেওয়ার।
ছন্নছাড়া
যদি লক্ষ্য থাকে অটুট ……………।
বীজয় আমাদের হবেই …………।।
জয় হবে মানবতার ………………।। (y)
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ছন্নছাড়া।। সাথে থাকবেন নিশ্চয়ই।।
খসড়া
অবশ্যই জানাবো
নীলকন্ঠ জয়
অপেক্ষায় রইলাম। সাথে শেয়ার দেওয়ার জন্য অনুরোধ।।
ছাইরাছ হেলাল
এমন উদ্যোগ অবশ্যই কাঙ্খিত আপনাদের কাছে ।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ভাইয়া। আপনাকে পাশে পাবো তো??
মা মাটি দেশ
সাথে আছি ভাইয়া (y) প্রয়োজনে নক করবেন।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ভাই।। -{@
ব্লগার সজীব
এর সাথে সোনেলা সংস্লিস্ট আছে ? কিছু করার চেস্টা করবো ।
নীলকন্ঠ জয়
সোনেলা থাকলে অবশ্যয়ই খুশি হতাম। তবে এ ব্যাপারে কথা হয় নি ব্লগ সঞ্চালকের সাথে। অবশ্যয়ই আমি সবাইকে সাথে চাইবো। জেনে ভালো লাগলো। শুভেচ্ছা।