এই তুমি,
এখন কি করছো ?
মেঘলা দুপুরে বুকের উপরে উলঙ্গ হাত
তোমাকে আজকে একটা কথা বলবো,বিষাদ!
কোনো কিছুই
লিখবো না,শুধু বলবো,
তোমার এই শহরটা কে দেখেছো
আগের মতো আর নেই,কেমন সব বদলে যাচ্ছে,
যে যার মতো চুপ চাপ,
পা কাঁটলে হাতের আর লাগে না!
জিভ কেঁটে নাও,দেখবে আগের মতো
আর চেঁচাবো না!হরতাল ডাকবো না!
এমন কি, মোমও গলবে না,মৌন মিছিলও না!
চোষনে পেষনে
পাঁজর ভাঙলে, উহঃ !শব্দ
বেরোবে না,আজ তুমি আমাকে নিয়ে
যা খুশি তাই কর,আমি ধর্ষন বলবো না!
পাশের বাড়ি কেউ মরে পড়ে থাকলে ,
আহঃ !পর্যন্ত আর কেউ করবে না!
আবার তুমি,
জড়িয়ে ধরছো কেনো?
এ ভাবে কেউ কি আগলে রাখে?
তোমার গায়ের কাপড় কোথায়!
আর একটা কথা
বলি শোনো,গাছের পাতা গুলোর
দিকে দেখো,আসতে আসতে কেমন ঝরে পড়ছে
ডাল গুলো কেমন রুগ্ন,শুকিয়ে কাঠ হয়ে আসছে,
এই শহরে আর
কোনো পাখিও তেমন আসে না,
ওরা দিক পাল্টে নিয়েছে,
শুধু তুমি,এতো রাত অবধি জেগে আছো!
কি হলো,
আবার তুমি কি করছো,
ভাঙা বুকে ভর করছো কেন?
যা ইচ্ছে তুমি তাই করো,হামলে মরো!
আমি আর কিছুই বলবো না!
বাড়ি,
তারিখ-০৭/১০/১৩
সময়-৪ঃ০৭ বিকাল
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
” এই শহরে আর
কোনো পাখিও তেমন আসে না,
ওরা দিক পাল্টে নিয়েছে,
শুধু তুমি,এতো রাত অবধি জেগে আছো! ” —- অনেক সুন্দর
ব্লগটি কিন্তু এখন মোবাইলের জন্য খুবই ভালো , জবাব , উত্তর সব মোবাইলে করা যায়। যদি অপেরা ইউজ করেন , সেটিংস এ গিয়ে ফুল ভার্সন করে নিতে হবে। অথবা প্রথম পাতার নীচে ” ডেস্ক টপ ” ভার্সনে ক্লিক করলেই হবে।
এত ভালো কবিতায় মন্তব্য নেই – এটি হতাশাজনক । তবে মন্তব্যকারী আশা করেন , লেখকের জবাব। জবাব না পেলে মন্তব্যকারী হতাশ হন।
শুভ কামনা ।
ব্লগার সজীব
ভালো কবিতা , মন্তব্য করতে উৎসাহ পাই না 🙁
শুন্য শুন্যালয়
ভালো লেগেছে অনেক …যে লাইনগুলো সবচেয়ে ভালো লেগেছে জিসান ভাই আগেই বলে বসে আছে…তবে পুরো কবিতাটাই সুন্দর …
খসড়া
বাড়ির পাশে আরশিনগর সেথা পরশি বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে 🙂