তুমি আমাকে একটা চিঠি লিখবে ?
কচি ঘাসের শিশির বিন্দুর মতো দুঃখগুলো সেই চিঠির আলোয় মিলিয়ে যেতে পারে…
অমন একটি চিঠি কি পেতে পারি আমি ?
নিঃশব্দতার কাছে সমর্পণ করতে যাতে একটুকুও ভাবতে না হয় !
শাড়ীর আঁচলের মতো জড়িয়ে নিতে পারা যায় চিঠির লাজুক অক্ষরগুলো—
চোখ নুয়ে পড়বে ,
কেঁপে ওঠবে ঠোঁট ,
এক/দু’ ফোঁটা জল চাইলে নিশ্চিন্তে গড়িয়েও পড়তে পারে কপোলে । তাতে কোনো অসুবিধে নেই । তোমার দেয়া যে কোনো কিছু সযত্নে আগলে নিতে পারি । একে কি বলে জানিনা ।
আচ্ছা এমন কি হতে পারে , আমার দরোজায় তোমার কড়া নাড়া , ঠিক সেই সময়ই তোমার চিঠিও আমার হাতে । বিরক্তিসহকারে ভ্রূ কুচকে দরোজার দিকে এগিয়ে যাওয়া । জিজ্ঞাসা না করেই খুলে দেয়া দরোজা…
এরপর আর কিছু জানিনা…
এমন একটা চিঠির জন্যে আজন্ম প্রতীক্ষা করে যাবে আমার এই নিঃশ্বাস…
হ্যামিল্টন , কানাডা
২০ আগষ্ট , ২০১৩ ইং ।
১৪টি মন্তব্য
শিশির কনা
এমন চিঠির জন্য আমারো হাহাকার 🙁 খুব ভালো লেগেছে ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ …….. শিশির কনা -{@
জিসান শা ইকরাম
ঠিকানাতো জানিনা , নইলে ঠিকই চিঠি দিতাম আমি 🙂
ভালো লিখেছেন ।
নীলাঞ্জনা নীলা
আমাদের ঠিকানা আপনি জানেন ………….. জিসান শা ইকরাম 🙂
ছাইরাছ হেলাল
আপনার প্রতিক্ষার আসু অবসান কামনা করি ।
যাক , মনে পড়ল আমাদের কথা এত দিনে ।
নীলাঞ্জনা নীলা
লজ্জা দিয়েন না ভাই :p , সময় পেলেই তো চলে আসি -{@
মর্তুজা হাসান সৈকত
অকৃত্তিম আবেগে অনেক অনেক ভালো লাগা ।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ __________ মর্তুজা হাসান সৈকত -{@
খসড়া
এত দু:খ কেন? এত নরানন্দ কেন? আসুন জীবনের জয়গান গাই।
নীলাঞ্জনা নীলা
আসুন জীবনের জয়গান গাই _________ খসড়া -{@ (y)
প্রজন্ম ৭১
জাস্ট অসাধারন (y) (y) (y)
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ _____ প্রজন্ম ৭১ -{@
আফ্রি আয়েশা
প্রতীক্ষার অবসান হোক … সুন্দর লেখা নীল আপুন 🙂
নীলাঞ্জনা নীলা
অবসান হবে কবে ? একেবারে থুত্থুড়ী বুড়ী হয়ে গেলে ! 🙁