আমার ইচ্ছে করে
আমি কাউকে তুমি বলার আগে
সযত্ন ভরে কেউ আমাকেই তুমি বলুক
আমার ইচ্ছে করে
আমি কাউকে ভালবাসার আগে
নিশ্চুপ মনে কেউ আমাকেই ভালো বাসুক
আমার ইচ্ছে করে
কারো চোখে চোখ পড়ার আগে
আমার উষ্ণ চোখে কাজলের তুষার নামুক
আমার ইচ্ছে করে
তোমাকে কালো টিপে দারুণ লাগে
বলার আগে- কানে কানে প্রশ্ন করুক
-ওই..কেমন দেখাচ্ছে প্লীজ বলো না..প্লীজ!
আমার ইচ্ছে করে
তুমি ঐ নীল শাড়িটা পরো আগে
বলার আগে- অলস গলায় আলসেমিতে বলুক
-ইশ! কোনটা পরবো? কীভাবে পরবো?দেখাও না!
এসব বলার মানে- কেন জানো আজ?
শকুনি ভরা রাষ্ট্রে, পরকীয়ার ইঁদুর চোষা উৎপাতে
তুমি বনাম তুমি- ডাইনোসরের মতোই বিলুপ্তির পথে
প্রেম
ভালোবাসা
বিশ্বাস
ওরা গৃহ থেকে গৃহ ঘোরে ডুঁকরে ডুঁকরে কাঁদে
শুধু একে অপরকে আগ বাড়িয়ে
ভালোবাসার ভরসায় নামে ভালোবাসা পুনরুদ্ধারে।
১৮টি মন্তব্য
আরজু মুক্তা
আসলেই বিলুপ্তির পথে।
ভালোবাসা দিয়ে ভালোবাসা পুনরুদ্ধার করতে হবে
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
তাই হোক প্রতিটি ঘরে ঘরে
মনির হোসেন মমি
ভালবাসায় বিশ্বাসের ঘাটতি এখন অহরহ তাইতো ভালবাসা নামক কথাটিও আজ নিঃস্ব। সুন্দর লেখা।
নাজমুল হুদা
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি
শিরিন হক
পৃথিবীর শ্রেষ্ঠতম অনুভুতির নাম ভালোবাসা।
মানুষের অন্তরে না আছে প্রেম না আছে বিশ্বাস না আছে ভালোবাসা। ইট কাঠ পাথরের ব্যাস্ততম সময় এর ভিরে ফিকে হয়ে গেছে সব। এখন ভালোবাসা এতটা সস্তা চায়ের দোকানে বসে চায়ে চুমুক দেবার মতো।
নাজমুল হুদা
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । সুন্দর মন্তব্যের জন্য।
শামীম চৌধুরী
আমার ইচ্ছে করে
আমি কাউকে ভালবাসার আগে
নিশ্চুপ মনে কেউ আমাকেই ভালো বাসুক।
আমারও ইচ্ছে করে আপনার মতন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
শাহরিন
ভালোবাসা ভালো মনে থাকে।
নাজমুল হুদা
ঠিক । ধন্যবাদ আপু 😍
ছাইরাছ হেলাল
ভালোবাসা আছে বলেই আমরা বেঁচে আছি,
বেঁচে থাকবো-ও, শত প্রতিকূলতার মাঝে।
নাজমুল হুদা
ধন্যবাদ, ভালোবাসা বেঁচে থাকুক।
রেহানা বীথি
তবুও ভালোবাসা আছে।
ভালো লাগলো আপনার কবিতা।
নাজমুল হুদা
আন্তরিক ধন্যবাদ।
ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল
জিসান শা ইকরাম
” তুমি বনাম তুমি- ডাইনোসরের মতোই বিলুপ্তির পথে ” – দারুন লাগলো,
তারপরেও আমরা ভালোবাসা খুঁজে পাবো।
শুভ কামনা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা বসত করে ভালোবাসায়। খুঁজে নিতে হয়। ভালোবাসা আছে বলেই পৃথিবীতে এখনো ফুল ফোঁটে। ভালোবাসার পরাজয় নেই। যে মন থেকে ভালোবাসতে জানে, ভালোবাসা তার হাতেই ধরা দেয়।
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍