নেমেছে ওরা পুনরুদ্ধারে

নাজমুল হুদা ২ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১২:৪৭:৪১অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আমার ইচ্ছে করে
আমি কাউকে তুমি বলার আগে
সযত্ন ভরে কেউ আমাকেই তুমি বলুক

আমার ইচ্ছে করে
আমি কাউকে ভালবাসার আগে
নিশ্চুপ মনে কেউ আমাকেই ভালো বাসুক

আমার ইচ্ছে করে
কারো চোখে চোখ পড়ার আগে
আমার উষ্ণ চোখে কাজলের তুষার নামুক

আমার ইচ্ছে করে
তোমাকে কালো টিপে দারুণ লাগে
বলার আগে- কানে কানে প্রশ্ন করুক
-ওই..কেমন দেখাচ্ছে প্লীজ বলো না..প্লীজ!

আমার ইচ্ছে করে
তুমি ঐ নীল শাড়িটা পরো আগে
বলার আগে- অলস গলায় আলসেমিতে বলুক
-ইশ! কোনটা পরবো? কীভাবে পরবো?দেখাও না!

এসব বলার মানে- কেন জানো আজ?
শকুনি ভরা রাষ্ট্রে, পরকীয়ার ইঁদুর চোষা উৎপাতে
তুমি বনাম তুমি- ডাইনোসরের মতোই বিলুপ্তির পথে

প্রেম

ভালোবাসা

বিশ্বাস

ওরা গৃহ থেকে গৃহ ঘোরে ডুঁকরে ডুঁকরে কাঁদে
শুধু একে অপরকে আগ বাড়িয়ে
ভালোবাসার ভরসায় নামে ভালোবাসা পুনরুদ্ধারে।

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ