যদি আপনি দেখেন, নেপালের প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহার্য্য ফ্রিজ , টিভি, ওয়াশিং মেশিনে আমাদের দেশের একটি কোম্পানীর নাম।
হোটেলের প্রতিটি কক্ষে, অভ্যার্থনায় আমাদের দেশে প্রস্তুত একটি টিভি চলছে। কেমন লাগবে আপনার? যেখানে আমরা মেইড ইন চায়না দেখতে দেখতে অভ্যস্থ হয়ে গিয়েছি, সেখানে বিদেশে মেইড ইন বাংলাদেশ এমন সামগ্রী দেখে গর্বে আমাদের বুক ফুলে উঠবেই।
এটি এখন আর স্বপ্ন নয়। আমাদের দেশের ওয়ালটন এখন নেপালের বাজার দখল করতে নেমেছে। ওয়ালটনের সাথে প্রতিযোগীতায় টিকতে পারছেনা চায়না এবং ভারতীয় কোম্পানী গুলো। গুনে, মানে, ডিজাইনে এবং মুল্যে আমাদের দেশের কাছে পরাজিত হচ্ছে অন্য দেশ। ক্রেতা সাধারন লুফে নিচ্ছেন ওয়ালটন সামগ্রী।
সম্প্রতি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপস্থিথিতে অনুষ্ঠিত হয়ে গেল নেপালে ওয়ালটনের ডিষ্ট্রিবিউটরদের সভা। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এবং ওয়ালটনের পক্ষে ইলিয়াস কাঞ্চন।
নেপালের রাজধানী কাঠামান্ডু এবং পর্যটন শহর পোখারা সহ ৭৫ টি জেলার সব জেলায় ওয়ালটনের শো-রুম স্থাপন হবে খুব সহসাই।
কাঠামান্ডু ওয়ালটন প্লাজা
ওয়ালটনের মোবাইলের মান এবং মুল্যও চায়না এবং ভারতীয় মোবাইলের চেয়ে ভালো এবং কম। মোবাইল সহ ওয়ালটন একদিন নেপালের সমগ্র বাজার দখল করবে এই স্বপ্ন আমরা দেখতেই পারি।
বাঙ্গালী শুধু হিমালয় জয় নয়, নেপাল জয়ও করতে সক্ষম তাঁদের পন্য দিয়ে।
ভিডিও দেখুন ওয়ালটন প্রডাক্টের প্রতি ক্রেতাদের আগ্রহের
৩৬টি মন্তব্য
কৃষ্ণমানব
ধন্যবাদ ।
অদেখা ব্যাপারটা দেখিয়ে দিলেন ।।
বাংলাদেশ নামে কোন দেশ আছে ,,
আর সেটা পৃথিবীর প্রত্যেক নাগরিকরা তাদের সচারচর জীবনে বলুক ।
তা প্রত্যেক দেশপ্রেমিক চায় ।
শুভেচ্ছা রইল ।।।।
লীলাবতী
এটি আমাদের জন্য অবশ্যই একটি গর্বের বিষয়। ধন্যবাদ আপনাকে।
কৃন্তনিকা
বিষয়টি জেনে সত্যি ভীষণ গর্ব হচ্ছে।
লীলাবতীকে ধন্যবাদ জানানোর জন্য… 🙂
লীলাবতীর সুবাদে অনেক কিছু জানা যাচ্ছে আজকাল।
লীলাবতী
ধন্যবাদ আপু, প্রশংসা পেতে ভালো লাগে আমার 😛
সাইদ মিলটন
মেড ইন বাংলাদেশ কাপড়চোপড় পাওয়া যায় এমন মল গুলায় হুদাই ঘোরাঘুরি করি মাঝেমাঝে, এইটা ধরি ওইটা ছুই ,এম্নেই 🙂
btw নেপালী মিয়েরা তো বেসম্ভব সোন্দর দেকচি :p
লীলাবতী
মাতৃ ভুমির স্পর্শ নেয়ার কত ব্যাকুলতা 🙂 ওদিকে চোখ যায় কেনো ভাইয়াটার ? 😛
ছাইরাছ হেলাল
নেপালের ক্রেতাকুল বড়ই সৌন্দর্য্য।নেপাল যেতে মুঞ্চায়।
সাইদ মিলটন
:p
লীলাবতী
ভাবীকে জানাতে হয়, মতিগতি ভালো না দুই ভাইয়ার 😛
বনলতা সেন
আহারে,সত্য কথার ভাত নেই দেখছি। মনের কথা বলে ফেলেছে দেখে তাদের ভয় দেখানো ঠিক না।
তা নেপাল তো জয় হোল। নূতন কিছু লিখুন।
লীলাবতী
লিখে ফেলবো সহসাই আপু।
মরুভূমির জলদস্যু
ভালো খবর, তবে আমরা কখনো মেইড ইন বাংলাদেশ পছন্দ করতে পারবো না
লীলাবতী
আমি করি ভাইয়া, করা উচিৎ সবার।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
অত্যন্ত গর্ব আর খুশির খবর। নেপালের ঘরে ঘরে উচ্চারিত হোক বাংলাদেশের নাম।
লীলাবতী
অত্যন্ত খুশী আমি এটি শুনে।
সীমান্ত উন্মাদ
সত্যি দেশ এগিয়ে যাচ্ছে।
লীলাবতী
আমরাও দেশী পন্য কিনি এখন হতে।
খেয়ালী মেয়ে
ভালো খবর——–
লীলাবতী
আসলেই ভালো খবর আপু।
মিজভী বাপ্পা
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ 🙂
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
নুসরাত মৌরিন
বাহ্,এটা তো খুবই ভালো খবর। একজন বাঙ্গালি হিসেবে অনেক গর্বিত বোধ করছি…।
লীলাবতীদি আপনি সবসময় এত এত অজানারে জানান…।
অনেক ভাল লাগে আপনার প্রতিটা পোস্ট। অনেক তথ্যবহুল আর আনন্দময় হয় পোস্ট গুলো…।
অনেক অনেক শুভকামনা জানুন… আর এমন এমন দারুন সব পোস্ট আরো বেশি বেশি আনুন।
লীলাবতী
একজন বাঙ্গালী হিসেবে অবশ্যই গর্বের। ধন্যবাদ আপু। আপনি অনেক ভালো লেখেন। আমি তো শুধু অন্য সাইটে পড়ে এখানে শেয়ার দেই। অবশ্য অনেক গুলো লিংক পড়ে নিজের মত করে একটি পোষ্ট লেখি 🙂
ব্লগার সজীব
জেনে ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি আনন্দের খবর জানানোর জন্য।
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
মোঃ মজিবর রহমান
আমরা বাংলাদেশি বাঙ্গালী হিসেবে গর্ববোধ করতে পারি।
আর এই প্রতিষ্ঠানকে আমরা আরও উপরে তুলতে পারি নিশ্চয়।
কারন আমরা ১৬ কোটি জনগন।
লীলাবতী
১৬ কোটি জনতার ৩২ কোটি হাত ভাইয়া 🙂
মোঃ মজিবর রহমান
হ্যা দিদি,
আমরাই পারি।
শুভেচ্ছা অবিরত
বনলতা সেন
আপনার কথা বললে কী দাম কম রাখবে?
লীলাবতী
রাখতে পারে। এই লেখা নিয়ে দেখাতে হবে 😛
মোঃ মজিবর রহমান
দিদি এটা কি বিজ্ঞাপন?
লীলাবতী
বিজ্ঞাপন হবে কেন? এটি সত্যি খবর।
মোঃ মজিবর রহমান
দিদি,
বিজ্ঞাপন কি মিথ্যা ?
লীলাবতী
আমি আসলে আপনার প্রশ্ন বুঝতে পারছি না। এই পোষ্ট বিজ্ঞাপন কিনা ? এই পোষ্ট কোন বিজ্ঞাপন না, কারন আমি ওয়ালটনের কাছে থেকে কোন অর্থ নেইনি বা আমি ওয়ালটনের ষ্টাফ নই।
শুন্য শুন্যালয়
চমৎকার নিউজ লীলাবতী দি। এখানকার শপ গুলোতে যখন কাপড়ে মেড ইন বাংলাদেশ দেখি, মনটা আনন্দে ভরে যায়, আর এইরকম একটা ব্যাপার হলে সেটা সত্যিই অনেক আনন্দের। আপনাকে অনেক ধন্যবাদ এমন পোস্টের জন্য। লীলাবতী দি মানেই আনন্দ।
লীলাবতী
বিদেশে মেইড ইন বাংলাদেশ দেখতে পাওয়া সাত রাজার ধন পাবার মতই আনন্দের। জানি আমি। ধন্যবাদ আপনাকে।