নূপুর

আসিফ ইকবাল ১৮ মার্চ ২০১৯, সোমবার, ১০:২৫:০৯অপরাহ্ন কবিতা ৩৯ মন্তব্য

ঠাণ্ডা সবুজ দীঘি
শরতের বিষণ্ণ বৃষ্টি ঝরে টুপটাপ
রাঙ্গা পায়ের ঝাপটা।

রাঙ্গা পায়ের ঝাপটা
বিষণ্ণ সুখের বৈকালিক আলোড়ন
ড্রয়ারে বিস্মৃত নূপুর।

ড্রয়ারে বিস্মৃত নূপুর
সোনালী বিকেলের নির্জন নিক্বণ
তোমার আলতারাঙ্গা পা।

তোমার আলতারাঙ্গা পা
বিস্তর ঝরা পাতা অন্ধকার ঘাসে
নগ্ন, নমিত সময়।

[কবিতাটি নিরীক্ষামূলক, হাইকু ধাঁচে লেখা]

১জন ১জন
0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ