নীল

শাহ আজিজ ১৩ নভেম্বর ২০১৩, বুধবার, ০৭:৪৭:১৬অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

নীল ফুলের নীল পদ্ম আজ
নীলিমার মায়ায় আবদ্ধ
সবকিছু আজ তাই যেন
নীলের মাঝেই সীমাবদ্ধ ।

নীল যে তাহার মিষ্টি বিষণ
নীল যে তাহার প্রিয়
নীলের মাঝেই জীবন তাহার
নীলের মাঝে সেও ।

নীল যে তাহার নীল আকাশ
নীল যে তাহার শাড়ী
নীল যে তাহার বেদনার রং
নীল যে তাহার কষ্ট ।

নীল যে তাহার হারিয়ে যাওয়া
নীলের মাঝেই ভাসা
একটু খানি সুযোগ ফেলেই
নীলের মাঝে হাসা।

নীল যে তাহার ভালবাসা
নীল যে তাহার প্রেম
নীলের মাঝেই খুঁজে পায় যে
জীবনেরই শ্যাম ।

নীল যে তাহার দুষ্ট ভীষণ
মিষ্টি কথার আলো
মুখে যে তাহার ফুল চন্দন
কণ্ঠ তাহার ভাল।

নীল যে তাহার অদৃশ্য ফুল
নীল যে তাহার মায়া
নীলের মাঝেই খুঁজে সে যে
জীবনের ই ছায়া ।

১৯/১/২০০৯”শাহ আজিজ”

২৩৪৪৭জন ২৩৪৫১জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ