নীল ফুলের নীল পদ্ম আজ
নীলিমার মায়ায় আবদ্ধ
সবকিছু আজ তাই যেন
নীলের মাঝেই সীমাবদ্ধ ।
নীল যে তাহার মিষ্টি বিষণ
নীল যে তাহার প্রিয়
নীলের মাঝেই জীবন তাহার
নীলের মাঝে সেও ।
নীল যে তাহার নীল আকাশ
নীল যে তাহার শাড়ী
নীল যে তাহার বেদনার রং
নীল যে তাহার কষ্ট ।
নীল যে তাহার হারিয়ে যাওয়া
নীলের মাঝেই ভাসা
একটু খানি সুযোগ ফেলেই
নীলের মাঝে হাসা।
নীল যে তাহার ভালবাসা
নীল যে তাহার প্রেম
নীলের মাঝেই খুঁজে পায় যে
জীবনেরই শ্যাম ।
নীল যে তাহার দুষ্ট ভীষণ
মিষ্টি কথার আলো
মুখে যে তাহার ফুল চন্দন
কণ্ঠ তাহার ভাল।
নীল যে তাহার অদৃশ্য ফুল
নীল যে তাহার মায়া
নীলের মাঝেই খুঁজে সে যে
জীবনের ই ছায়া ।
১৯/১/২০০৯”শাহ আজিজ”
৭টি মন্তব্য
নীলকন্ঠ জয়
এ দেখছি নীলের জয়জয়কার।
নিক নেমে নীল আছে আমারও।
খুব ভালো লেগেছে ছন্দময় কাব্যখানি।
মা মাটি দেশ
বাহ!দারুন নীল নিয়ে কবিতা।
খসড়া
এই নীল নীল আকাশে নীল নীল বাতাসে নীল হয়ে আছি বেদনায়।
ছাইরাছ হেলাল
অজস্র নীলে নীলাকার ।
জিসান শা ইকরাম
নীলকে নিয়ে লেখা কবিতা ভালো লেগেছে
আমার প্রিয় রং কিন্তু নীল 🙂
হলুদ পরী সাদা নাকফুল
নীলের মাঝে নীল রঙ দিয়ে নীলান্নিত হয়ে নীল সাগরে নীলের খেলায় নীল নিয়ে নীলের মত নীল সারী পরা নীল কন্যাকে নিয়ে নীল ভাবনা নীলই লাগলো :D)
শুন্য শুন্যালয়
পোস্ট নীলাভ হয়ে গেছে …খুব সুন্দর …একটা নীল গোলাপ আপনার জন্য.. (y)