কবিতার খুব কাছাকাছি বসেছিলাম। নীরব-নিস্তব্ধে। প্রদীপের শিখার মতো জ্বলে যাচ্ছিলো
জোনাকীর আলো গভীর অরণ্যে। কার মুখ জানি দেখেছিলাম সেই রাতে, মোমের মতো গলে গলে ঝরে পড়ছিলো
কুয়াশার ভেতর। এক আবছায়া যেনো। অস্পষ্ট সেই মুখচ্ছবি অন্ধকারে হাওয়ার মতো এসে ফিসফিস করে বলে গেলো,
“ধূসরতার মধ্যে আর কতোকাল প্রতীক্ষা? কার জন্যে?” উত্তরহীন, নির্বাক। কি ভাষায় ফোঁটানো যায় উষ্ণ আবেগের কুঁড়ি?
সে তো জানেই নীল রং ছাড়া আর কিছুই নেই আমার জীবনের কোনো রঙে। যতোই মেঘ ঢেকে রাখুক পৃথিবীর এই আকাশ ওই; তবুও আকাশ যে নীলই থাকে।
সমস্ত আলো জ্বালিয়ে সূর্য যতোই পোড়াক মাটির বুক, মাটির ভেতর সেই মেটো রং-ই থাকে।
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি চোখ যেতে পারেনা, মন তীব্রবেগে ছুটে চলে। কোথাও ভোর, কোথাও সন্ধ্যে-দুপুর-রাত।
একেকটি রঙে সেজে ওঠে এ বেলা-ও বেলা। আমার কেবলই একটি-ই রঙ। যা জানা হয়েছে, আর যা অজানাই থেকে গেলো, ওই নিয়েই দিব্যি কেটে যাচ্ছে দিনকাল।
হৃদয় কাঁপে, পাশ ফেরে শোয়, জানালায় শুক্লপক্ষের আধা কাঁটা চাঁদের মতো। কখনো গর্ভবতী চাঁদের মতোই মাতৃত্ত্বের হাসিতে সাজায় মধ্যরাত। রাত এক এক করে সিঁড়ি বেয়ে ওঠে, তারপর কোলাপসিবল গেট খুলে ভোরকে সময়ের কাছে এনে বসিয়ে রেখে চলে যায়। নভোনীল দেখে যায় অনন্ত চরাচর। শুধুই নীল, চারিদিক জুড়ে কেবলই নীল। তবুও একটি শূণ্যতা উৎসবের আনন্দ মেখে একজনের প্রতীক্ষায় ঠোঁটে রক্তিম হাসিটুকু ধরেই রাখে।
নীল, তুমি কবে আসবে? শারদীয়ার আবাহনের শঙ্খ আর মাত্র একটি মাস পর বেজে উঠবে। কবে তুমি ফিরে আসবে, কবে?
হ্যামিল্টন, কানাডা
৩ সেপ্টেম্বর, ২০১৫ ইং।
৬২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
তুমিও এমনি করে নীলের অপেক্ষায় রয়েছ আপু? কই দেখতে তো পাইনি, চেষ্টাই করিনি হয়তো। মন এমন তীব্রবেগে প্রান্ত বদল করে বলেই তো যত জ্বালা। নীল ফিরে আসুক, যদিও প্রতীক্ষার আনন্দ যে বুঝেছে তার আর কিছুই পাওয়া হবেনা।
নীলাঞ্জনা নীলা
নীল ফিরবে কোথায়? আস্ত একটা নীল নিয়ে জন্মেছি। এখানেই নীল। আরে শুন্য আপু নীল আমার শৈশবের প্রেম যা এখনও রং ছড়ায়।
লেখা দিয়ে কাউকে কি চেনা কিংবা বোঝা যায়? -{@
শুন্য শুন্যালয়
লেখা দিয়ে বোঝা যায় তো আপু। এইযে আমি তোমাকে বুঝতে পারার বিশাল ভাব করছি, এই ভাবটাও তুমি লেখা দিয়ে বুঝতে পারছ।
গান শোনাও। কি গান শুনছ এখন? সেটা দাও।
নীলাঞ্জনা নীলা
হায়রে সেই কখন গান শুনতে চেয়েছো, আর আমার চোখে পড়লো এখন। এজন্য আমার এই ভেনভেনানী গলার গান তোমাকে শোনাবো। 🙂 আপাতত এই গানটা শোনো।
https://www.youtube.com/watch?v=hjZrp4TlwIk
শুন্য শুন্যালয়
তোমায় দেখেছিলাম, আহা। গান না থাকলে যে কি হতো!! – এবার তোমার ভেনভেনানি শোনাও, অপেক্ষায় অপেক্ষা।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু কি বলো তুমি এসব? আমার গান মাছির ভ্যানভ্যানের মতো, মশার গানের মতো গুনগুন হলে শোনাতাম।
বরং আমার ছেলের ছোটবেলার গান শোনো। এখন আর গান গাইতেই চায়না।
https://www.youtube.com/watch?v=7DX7wzZlh9g&list=PL4EACA9C8D2A4498B&index=6
শুন্য শুন্যালয়
আরে আরে আমিতো নভোনীলের আরো একটা গান শুনে এলাম। এই তাহলে আমাদের নীলাপুর লাজুক ছেলেটা। তোমার ছেলে, গানতো গাইবেই আরেকটু সময় দাও। ছেলেও যে তোমার রবিবাবুর ভক্ত রে আপু। লাকি ইউ আর।
মাছির ভ্যানভ্যানানি শুনবোই শুনবো। আল্টিমেটাম দিলাম কিন্তু। জলদি।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু এই ছেলে বদলে গেছে। আর বলোনা কি থেকে যে কি হয়েছে। এখন বুড়োর গান কি র্যাপ গান উফ অসহ্য ওসব করে।
কি যে রাগ ওঠে, কি বলবো তোমায়।
বাপু রে গান কি করে দেবো? আমি জানিনা কিভাবে ব্লগে অডিও দেয়া যায়। আমি তো এই মাছির গান শোনাতেই চাই। 😀
শুন্য শুন্যালয়
তোমার প্যায়ারের নানা থাকতেও চিন্তা!! মিডিয়াফায়ারে আপলোড করো, রাইট ক্লিক দিয়ে URL নাও, এরপর লিঙ্ক দাও যেভাবে এখানে সেভাবে। যদিও আমি কোনদিন করিনি। ড্যাস ড্যাস ভাইতো আছেই, নো চিন্তা। আজই দিয়ে দাও আপু। প্লিইইইইইজ।
নীলাঞ্জনা নীলা
তা ঠিক। আমার ভূত বয়ফ্রেন্ড প্যায়ারের নানা তো আছে। তাও চেষ্টা করবো।
শেষে কি থেকে কি করে ফেলি। আজ হবে না গো আপু। দেবো কথা দিচ্ছি। বলে দাও কোন গান দেবো? যেটা তুমি বলবে, সেটাই দেবো। খুশী? -{@ (3
আপাতত এই গান শোনো
https://www.youtube.com/watch?v=GrCXwJTpGgo
শুন্য শুন্যালয়
সত্যি?!! কিন্তু এযে বড় বিপদে ফেললে গো, কোনটা বলি এখন? যেটা তোমার কন্ঠে ভীষণ খেলে সেটা শোনাও। আর দুটা অপশন -আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল নয়তো মিতালির সুখ পাখিরে, পিঞ্জিরা তোর খুলে দিলেম আজ।
আর শোন একবার শিখে ফেলো, এরপর দেখো কতোবড় লিস্ট ধরিয়ে দেই। (3
নীলাঞ্জনা নীলা
ঠিক আছে আপু বুড়োর গানটা তোমায় শোনাবো।
তোমার হৃদয়ের কথা শোনাতে হবে কিন্তু।
শুধাইবে, অপেক্ষায় থাকো। :p -{@ (3
শুন্য শুন্যালয়
হা হা সে জানে, সব জানে তাই আর সুধায় না। 🙂
নীলাঞ্জনা নীলা
আপু শুধাবে গো। কারণ তোমার প্রাণের মাঝে সুধা আছে যে। (3 -{@
https://www.youtube.com/watch?v=DW4ZAl-410Y
শুন্য শুন্যালয়
তোমার নীল তোমারই, তবে আমাকেও সাথে নিও ভাগ দিও। nil মানে যে শুন্য আর nil আমার মেইন মেইল আইডি। ভেবেছ কি এমনি এমনি এত টান!!
নীলাঞ্জনা নীলা
নীল কে বলেছে শুন্য? রং ছড়ায়। ইংরেজীতে নীল তো নয় এ, সুঘ্রাণ ছড়ানো আহ্লাদী ভাষা বাংলা।
শুন্য শুন্যালয়
তোমার রং আমার শুন্য,
মিলে মিলে যোজন ফাঁরাক
বেহুদা বনবাতাসে সুরের নেকাব
যার নেই কথা ছাড়া দাম
অকারণে দিন তবু কিছু খুঁজেই হারাক..
নীলাঞ্জনা নীলা
অসাধারণ! কি করে এমন লেখো?
;? -{@ (3
শুন্য শুন্যালয়
এ কথা তুমি বলছ? আগে তো নিজের কথা বলবে।
লাভু নীলাপু (3
নীলাঞ্জনা নীলা
ইস কি ছোট্ট কিউট লাল ওই হৃদয়টা। উম্মাআআআআ -{@ (3
শুন্য শুন্যালয়
♡ এই শুন্য হার্ট টা কেমন নীলাপু?
নীলাঞ্জনা নীলা
অনেক সুন্দর।
গানটা শুনি একসাথে চলো।
হৃদয় ভরে রাখি সুরে।
https://www.youtube.com/watch?v=R1M7Jf8LJvE
শুন্য শুন্যালয়
প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে -খুব প্রিয় লাইন। ঘুমিয়ে পরো নীলা। আমি ছুটি হাঁড়িকুড়ি তে।
নীলাঞ্জনা নীলা
এখন ঘুম! একটু পর বাইরে যাবো, পড়ছি আর গান শুনছি।
হাঁড়ি উফ! অসহ্য!!
আপু কেন কেন কেন আমাদেরই জন্যে?
চলো বাজনা বাজাই ওসব হাঁড়ি দিয়ে। 😀
আর সেই বাজনায় \|/
ছাইরাছ হেলাল
নীলাকাশ নীল হয়েছে নীল নিয়েই বা আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে।
এমন করে ডাকলে না এসেই পারে না। আবার এসে পড়লে আমাদের অবস্থা গলে গলে অদৃশ্য হওয়ার মতই।
তবুও চাই এ চাওয়া ধরা দিক পাওয়া হয়ে।
লেখাটি কোথায় যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে আনন্দের বেদনা হয়েই।
লেখেন কী করে!!!!!!
নীলাঞ্জনা নীলা
শেষের প্রশ্নের উত্তর লিখি ল্যাপটপে, টাইপ করি অভ্র বাংলা ফন্টে।
নীল এলে আপনাদের অবস্থা আরোও ভালো হবে। সবসময় আমার সেনসোডাইন হাসি দেখতে পাবেন লেখায় আর জীবনেও 😀
অরুনি মায়া
আমি তব হায় দিন গুনে যাই
আসবে সে ভেসে মেঘের ভেলায়
সেই প্রতিক্ষায়,,,,,,
কি হবে এত প্রতিক্ষার আপু। একটা জীবন পার হয়ে যায় তবুও প্রতিক্ষার তো শেষ হয়না।
এই কষ্ট কগজে কলমে লিখে বোঝানো যায়না।
অনেক অনেক ভাল লাগল পড়ে।
তবে মনটা কিঞ্চিৎ কেন যেন খারাপ হয়ে গেল,,
নীলাঞ্জনা নীলা
প্রতীক্ষা আছে বলেই আমরা বেঁচে আছি আপু। অরুনি আপু ভালোবাসা থাকলে প্রতীক্ষাও থাকবে যে।
মন ভালো করুন। এই দেখুন আমি না কখনো মন খারাপ করিনা। করলেও বেশী হলে ৫-১০ মিনিট। 😀
অরুনি মায়া
আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। বিশেষ করে মন ভাল করার সূত্র। খুব দরকার আমার,,,,
নীলাঞ্জনা নীলা
আপু গান শোনো। আর যখন খুব মন খারাপ হয় যতো টাইপ নাচের গান আছে সে যে কোনো ভাষার ছেড়ে নাচুন। আমি তো রান্না করতে গিয়ে বেশী নাচি :p
তবে আসলেই মন খারাপ জিনিসটা আমায় ছোঁয় কম। 😀
অরুনি মায়া
আমার যেন কি হয়েছে গান আমি মটেও সহ্য করতে পারছিনা। অথচ আগে কত গান শুনতাম। ব্যাপার টা বড় অদ্ভুত লাগে আমার কাছে।
আপনাকে দেখলে মনে হয়
ভাল থাকার আছে অনেক উপায়,,,
নীলাঞ্জনা নীলা
কেউ ভালো রাখতে পারেনা আপু। এ সত্যিটা যেদিন জেনেছি,তারপর থেকে নিজের মনকে সাজানো শুরু করেছি। জীবনটা আমার খুব যে মসৃণ তা কিন্তু নয়। কিন্তু আমি সেসবকে পাত্তা দেইনি। কঠিন ছিলো অসম্ভব তো ছিলোনা! আপু উপদেশ দিয়ে কাউকে ফেরানো যায়না কষ্ট ভুলে যাওয়া থেকে। নিজেকে শোনান, বলুন। আসছি কাজ আর এক ঘন্টা, আড্ডা দেবো বাসায় ফিরে। -{@
অরুনি মায়া
ধন্যবাদ আপু। আসলে মূদ্রার এক পিঠ দেখেই আমি বিভ্রান্ত। আমার আরও অনেক অনেক বেশি দুনিয়া টাকে বুঝতে হবে। আর আপনার মত মজবুত হতে হবে।
নীলাঞ্জনা নীলা
আপু গান শোনো। https://www.youtube.com/watch?v=i7M1mTqbvN8
তানজির খান
একদা প্রিয় ছিল সব নীল
এখন সবকিছুতে শুধুই অমিল।
সময় ,সময় থেকে দূরে সরেছে
আমিও সরেছি কিছুটা।
শুভ কামনা আপি
নীলাঞ্জনা নীলা
ভাইয়া আজন্ম আমি নীল এবং নীলেই আছি। না পেলে অপেক্ষায় থাকি। বুঝেছো?
ভালো থেকো।
ব্লগার সজীব
হাহাকার থাকবেই মানুষের।প্রাপ্তি পুর্ন হয়না কখনোই।পুর্ন হলে তখন অপ্রাপ্তির জন্য শূন্যতা থাকবে।কি বুঝলাম কে জানে। আপনাকে এমন ভাবতে বেমানান লাগে।ভালো থাকবেন নীলাদি -{@ -{@
নীলাঞ্জনা নীলা
সজীব ভাইয়া যে চাওয়ায় কোনো ক্ষতি হয়না, সেই চাওয়া পাওয়ায় আসে। সময় নেয় কিন্তু আসে। এ জীবনে আমি এটা দেখেছি।
আর এটা একটা লেখা মাত্র। অনেক ভালো থাকি। আমি জীবনে কষ্ট নিয়ে বেশীক্ষণ শ্বাস নিতে পারিনা।
ভালো থাকবেন -{@
ব্লগার সজীব
কষ্ট নিয়ে বেশীক্ষণ শ্বাস নেয়া যায়না আসলে -{@
নীলাঞ্জনা নীলা
সেটাই তো। যেমন কান্নার জল পনেরো মিনিট পর্যন্ত ঝরে। এরপর ফোঁপানি তাও জলহীন। ;(
জিসান শা ইকরাম
নীলের কাছে নীল পরিপুর্ন ভাবে আসবেই একদিন
তখন আবার আমাদের ভুলে যেওনা।
এটি কেবল একটি লেখা মাত্র
প্রবাসে ভালো থেকো -{@
নীলাঞ্জনা নীলা
নানা ভাগ্য ভালো তুমি বলো নাই, নীল ক্যাডা নাত্নী?
নীল আসলে তুমি কে যে মনে রাখবো? :p
অরণ্য
“যতোই মেঘ ঢেকে রাখুক পৃথিবীর এই আকাশ ওই; তবুও আকাশ যে নীলই থাকে।
সমস্ত আলো জ্বালিয়ে সূর্য যতোই পোড়াক মাটির বুক, মাটির ভেতর সেই মেটো রং-ই থাকে।” (y)
মন খারাপ নাকি আপু? নীল আসবে। আর নীল তো আছেই সারাক্ষণ! 🙂
ভাল থাকবেন।
নীলাঞ্জনা নীলা
মন খারাপ ব্যাপারটা সবার মধ্যে কতো গভীরভাবে থাকে। আমার কেন থাকেনা? আমার বন্ধু বলেছে আমার মধ্যে নাকি আবেগের গভীরতা নেই, যেভাবে লিখি ঠিক তেমন নই আমি। কথাটি খুব সত্যি তা নয়তো ও কেন বলবে?
যাক ভালো আছি। হুম নীল আছে তো। এই যে আমার আমি।
আর সত্যি মন ভালো। গান শুনবেন আমার? এখন গাইছি মনে মনে, “চলোনা ঘুরে আসি অজানাতে…” আহা তরুনীবেলা -{@
অরণ্য
গান আমিও গাই পথে, ঘাটে, রিক্সায়। আমি একটা ব্যাপার খেয়াল করেছি আমি আপনা থেকেই গাইতে থাকি দুই ধরনের সিচুয়েশনে – আমি প্রচন্ড ভাল মুডে আছি কিংবা প্রচন্ড এলোমেলো আছি। মাঝামাঝিতে আপনা থেকে গান কেন জানি কম আসে। সে যাগগে, আপনার মন খারাপ হবে না, আমরা তা জানি। ভাল থাকা, মুখে হাসি আমাদের অনেক সময় অভ্যাস হয়ে ওঠে।
“ঐ দূর আকাশের প্রান্তে সাতরঙা মেঘগুলো উড়ছে…”। 🙂
নীলাঞ্জনা নীলা
একসময় ছিলো সবাই চেয়ে চেয়ে দেখতো একটা মেয়ে রিক্সার থার্ড ক্লাশে বসে গাইছে গান। পাশে সুস্মিতা আর মধুছন্দা। ঢাকা শহর এখন টানছে। উফ ইচ্ছে করছে এখুনি চলে আসি। অরণ্য আপনার সবুজ এখনও কি সংসদ ভবন সাজায়?
ভালো থাকুন সবুজে সবুজ হয়ে। -{@
অরণ্য
রিক্সায় থার্ড ক্লাস দেখে এক ঝমঝম বৃষ্টির দুপুর মনে পড়ল। ভার্সিটির সবাই যে যার মত বিভিন্ন শেডে বা বারান্দায়। একটি রিক্সা ঘুরছে সমস্ত ক্যাম্পাস। বৃষ্টিতে ভিজছে সবাই, মুখে গাইছে ” আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে… জাত গেল জাত গেল বলে…”।
সংসদ ভবনের লনে এখন আর সাধারনেরা যেতে পারে না। সামনের পেভমেন্ট চওড়া করেছে। সেখানেই মানুষের আনাগোনা – আপনার ফুস্কা, আইসক্রিম। 🙂
কিছু মানুষ বুড়ো হয় তবু বড় হয় না – ওরা সবুজই থাকে।
নীলাঞ্জনা নীলা
থার্ড ক্লাশে উঠতে ইচ্ছে করছে। উঠে গাইতে ইচ্ছে করছে গান। একবার কি হলো গান গাইছি, রিক্সাওয়ালা বললো, “আপা মিলন হবে কতোদিনে গানটা গাইবেন?” নতূন বৌকে রেখে এসেছে গ্রামে :p
মধুছন্দা আর সুস্মিতা বললো নীলাঞ্জনা গেয়ে ফেল। গাইলাম, আর পাশের রিক্সার যারা ছিলো ভালোই শোনালো কথা।
সংসদে এবার যাওয়া হয়নি। ইস ফুচকা কেন নিলেন নামটা? সবুজ আমাদেরকেও রাখুন। এভাবেই সুন্দর মন্তব্যে মনটা ভিঁজিয়ে রাখুন -{@
মেহেরী তাজ
নীল সে আসবে তো??
নীল গুলা খুব পাজি হয়। কথা রাখে না। 🙁
নীলাঞ্জনা নীলা
আসবে। কোথায় আর যাবে? শুদ্ধ ভালোবাসা সবাই পায়না। বুঝেছো গো পিচ্চি আপু? -{@ (3
মেহেরী তাজ
আপনি পেয়েছেন তো???
নীলাঞ্জনা নীলা
প্রচুর পেয়েছি গো আপু। এতো ভালোবাসা পেয়েছি এই এক জীবনে, এসব ভালোবাসা দিয়ে আজন্ম হেসে যেতে পারবো।
এই যে তুমি আমায় ভালোবাসো, অনেক বড়ো পাওয়া। -{@ (3
স্বপ্ন
নীলার কাছে নীল নেই এটি কি সম্ভব?
নীলাঞ্জনা নীলা
আছে তো। নীলে নীলে নীলাকার আমি। 🙂
অনিকেত নন্দিনী
নীলে নীলে নীলাকার
বুকের মাঝে হাহাকার
মুখে কপট হাসি
এই আমার দিনরাত্রি
এই আমার জীবনযাপন
একেই ভালোবাসি।
নীলাঞ্জনা নীলা
নন্দিনী দিদি কোথায় থাকেন আপনি? ব্যস্ত হোক সময়, “তবু মনে রেখো…।”
আর কবিতায় মন্তব্য আপনার অনেক ভালো লাগে, এটি যে মনে রেখেছেন অনেক পাওয়া আমার জন্যে। -{@
খেয়ালী মেয়ে
উফফফফফ্ কি লিখবো বুঝতেছি না..হৃদয়কে ছুঁয়েছে লেখাটা (y) নীল, তুমি কবে আসবে?
মন তীব্রবেগে ছুটে চলে। কোথাও ভোর, কোথাও সন্ধ্যে-দুপুর-রাত। (y)
কখনো গর্ভবতী চাঁদের মতোই মাতৃত্ত্বের হাসিতে সাজায় মধ্যরাত। (y)
ছবি ২টার ক্যাপশন দারুন (y)
নীলাঞ্জনা নীলা
কবে আসবে, কবে? 🙁
পরী আপু ছবি দুটোই জানালার সামনে দাঁড়িয়ে তোলা। সামনে ছিলো জানলার গ্লাস,
তাই একটু ঝাপসা।
অফুরান ভালোবাসা তোমায়। -{@ (3
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অপেক্ষা!ধৈর্য্যের মেওয়া ফলে -{@ -{@ আসবে এক দিন।।
নীলাঞ্জনা নীলা
আছি অপেক্ষায় মনির ভাই। আপনার মেয়ে কেমন আছে ভাইয়া?
নুসরাত মৌরিন
হুম… নীলে লীন হতেই তো চাই…।নীল কে ভাল কে না বাসে?তবু আপনার মত করে বলা হয় নি,খোঁজা হয়নি তাকে।
ভাল লাগলো…।
নীলাঞ্জনা নীলা
আজীবন খুঁজে যাবো, বলেই যাবো, এভাবেই ডাকবো। একদিন তো আসবেই।
নীলে লীন হতে চাইলে কি হওয়া যায় আপু?
ভালোবাসা রইলো। -{@