অনুভূতি তাও আবার একান্ত -২

মেহেরী তাজ ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার, ১০:৩২:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৭ মন্তব্য

blue-balloon_2525200
সকালে দেখা নীল বেলুনটা হয়ত বা বিক্রি হয়ে গেছে। অন্য কেউ ওটাকে দখল করে নিজের করে ফেলেছে! তারপর বেখেয়ালে ছুঁচালো কোন কিছুতে লেগে ফেটেও গেছে কিংবা অক্ষত আছে! সেই বেলুনের জায়গায় এরই মাঝেই হয়ত সবুজ,লাল,হলুদ কিংবা অন্য কোন রং এর বেলুন এসেছে,আবার বিক্রিও হয়ে গেছে। কিন্তু দিন শেষে যখন হাইড্রোজেন বেলুন ওয়ালার কাছে আবার নীল রং এর একটা বেলুন দেখতে পেলাম তখন মনে হলো এটা বুঝি আমার সকালে দেখা সেই বেলুন টাই! ঠিক আমার চাওয়ার মত! দশ টাকা দিয়ে বেলুনটা কিনে সুতাটা একটা আঙ্গুলে পেঁচিয়ে রিক্সাতে উঠতেই সামান্য বেখেয়ালে আঙ্গুল থেকে সুতর প্যাঁচটা খুলে বেলুনটা হাত থেকে বেড়িয়ে সামান্য দূরে চলে গেলো। আমি রিক্সাতে উঠে দাঁড়ালেই বেলুনটা ধরে ফেলতে পারবো! কিন্তু ইচ্ছে করছে না। কি যেনো একটা নির্লিপ্ততায় পেয়ে বসেছে আমায়! দেখতে দেখতে বেলুনটা আমার নাগালের বাহিরে চলে গেলো! শুনেছি আকাশে বেলুন উড়িয়ে একটা উইশের কথা বললে না কি সেটা পুরন হয়। উইশ পুরন হোক বা না হোক একটা উইশ তো করতেই পারি! কিন্তু কোন উইশ ও করতে ইচ্ছে করছে না! নিজে নিজেকে বললাম “Some other day”। আমার পাশে দাঁড়ানো পিচ্চি গুলো মাথা উচু করে উড়ে যাওয়া বেলুন টা দেখছে আমার সাথে! কিন্তু বড়রা বেলুনটা নয় আমায় দেখছেন চোখ বড় করে। কোন একটা অজানা কারনে নিজেকে আর একবার বললাম” Some other day “। এবার রিক্সায় উঠে রিক্সা ওয়ালা মামাকে বললাম “মামা হুট নামিয়ে রিক্সা টানেন”।

চলন্ত রিক্সা্য বসে নীল সাদা আকাশে নীল রং বেলুনটা কে হারিয়ে যেতে দেখলাম।আর মনে মনে বললাম
” ভালোই করেছিস তুই। ফেটে গিয়ে তোর ভিতরের বিচ্ছিরি গন্ধের হাইড্রোজেন গ্যাস বেড়িয়ে পড়ার আগেই চলে গিয়েছিস হাতের ফাঁক গলে! ভালো থাক ঐ বিশাল আকাশের নীল পৃথিবীতে! “

৮৩৩জন ৮৩৩জন
0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ