আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, সকলের আত্মার আত্মীয়, সোনেলা ব্লগের জনপ্রিয় ব্লগার/লেখক নীলাঞ্জনা নীলার বাবা এই জগত থেকে চির বিদায় নিয়েছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) (ক্তঁ শান্তি ক্তঁ শান্তি ক্তঁ শান্তি)।
আসুন আমরা সবাই নীলাঞ্জনা নীলার বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি।
২৭টি মন্তব্য
ইঞ্জা
গতকাল খবর পাওয়ার পর থেকেই নীলাপুর পরিচিত সবাই শোকাচ্ছ, আল্লাহর কাছে দোয়া করছি যেন আপু এবং উনার পরিবারকে এই শোখ সইবার ক্ষমতা দান করেন, উনার আব্বা যেন স্বর্গলাভ করেন, আমীন।
ইঞ্জা
শোকাচ্ছন্ন ★
জিসান শা ইকরাম
নীলা আমাদের সবার প্রিয় অতি আপনজন।
আল্লাহ যেন এই শোক সহ্য করার শক্তি ওকে দেন।
ইঞ্জা
আমীন
সাবিনা ইয়াসমিন
নীলা আপু তার বাপিকে কতোটা ভালোবাসতেন তা আমরা অনুভব করতাম,, আপুর লেখাতে, কমেন্টে প্রায়শই তিনি তার বাবার প্রসং নিয়ে বলতেন। আপুর মুখে শুনে শুনে আমাদের কাছেও তিনি পরিচিত ছিলেন। কয়েকদিন আগে তার অসুস্থতার খবর পেয়ে মন খারাপ হয়ে ছিলো,,, এখন মৃত্যু সংবাদে ভিষন খারাপ লাগলো। সত্যি বলতে এই মুহূর্তে নীলা আপুকে সান্তনা দেয়ার ভাষা আমার জানা নেই,,,কোনো সান্তনা বাক্যই পিতৃশোক কমাতে পারে না।
আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন নীলা আপু ও তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করেন। তার বাপির আত্মাকে চির শান্তিময় স্বর্গ দেওয়া হোক এই দোয়া করি।
জিসান শা ইকরাম
নীলার বাপিকে একবার হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অত্যন্ত স্মার্ট এবং মাটির মানুষ উনি।
আল্লাহ ওদের পরিবারের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দিক।
বন্যা লিপি
পিতৃবিয়োগ যে কতটা শোকাহত করে আদরের মেয়েকে…….!!! ভূক্তভোগিই বোঝে কেবল। পরম করুনাময়ের দরবারে দোয়া করছি। নীলাদি, দ্রুতই কাটিয়ে উঠুন শোকাহত সময়।
বিদেহী আত্নার শান্তি কামনা করছি।
জিসান শা ইকরাম
আল্লাহ্ নীলাকে শোক সহ্য করবার শক্তি দিক।
মায়াবতী
নীলা আপু কে কি বলে সান্তনা দিবো আমার কাছে কোনো শব্দ নেই, এমন একটা সংবাদ শুনার পর থেকে ই অনুভব করছি আপুর ভীতরে কেমন অবস্থা চলছে। সৃষ্টি কর্তা আপু কে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুণ দোয়া করছি। নীলা আপুর বাপির জন্য শান্তি কামনা করছি।
জিসান শা ইকরাম
সান্ত্বনা দেয়ার ভাষা নেই।
সৃষ্টি কর্তা নীলাকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করুণ………… আমীন……
মাহমুদ আল মেহেদী
আল্লাহ যেন নিলা আপু এবং তার পরিবারের সবাইকে এই শোক সইবার শক্তি দান করেন। এবং নিলা আপুর বাবার আত্মার চির শান্তি দান করেন।
জিসান শা ইকরাম
নীলা সোনেলার একদম প্রথম দিন থেকে আছে সোনেলার সাথে, সে আমাদের আপন জন।
আল্লাহ্ ওর বাবার আত্মার শান্তি দান করুক।
প্রহেলিকা
মর্মান্তিক খবরটা শুনতেই বুকের ভেতরটা কেমন নড়েচড়ে উঠলো। পিতা হারানোর শোক যে কত ভয়ঙ্কর তা আমি হারিয়ে অনুভব করতে পারি। সহযোগী এই প্রিয় ব্লগারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই। শোক কাটিয়ে উঠুক উনি এই প্রার্থনা করি।
নীলা আপুর পিতার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করি। উনার আত্মা শান্তিতে থাকুক যথাস্থানে।
জিসান শা ইকরাম
নীলাকে সান্তনা জানানোর ভাষা আমারো নেই।
ও যেন শোক কাটিয়ে উঠতে পারে।
নীলার বাবার আত্মা শান্তি পাক।
মোঃ মজিবর রহমান
মানুষ তাঁর বাপিকে ভালো ভাসে চিরন্তন সত্য কিন্তু নীলা আপু তাঁর বাপিকে যে ভাল বাসত সেই ভালবাসা সবার অন্তরে অনুভুতিতে উদ্গিরন করা সবার আত্বায় পরিলক্ষিত হয়না। যেমন আমিও আমার বাবা-মাকে ভাল বাসি প্রকাশে ব্যারথ কিন্তু নীলা আপু ভাললাগানো অনুভুতি অসাধারণ।
মহান সৃষ্টিকর্তা নীলা আপুর বাবাকে স্বরগদান করুক। আমীন।
সবাইকে মর্তে হবে চিরন্তন সত্য আমরা মানুষ তাই নীলা আপুর শোক সহিবার শক্তি মহান আল্ললাহ তাঁকে দিন।
জিসান শা ইকরাম
আপনার দোয়া কবুল হোক মজিবর ভাই।
নীলা যেন এই শোক সহ্য করতে পারে।
রিতু জাহান
নীলাআপুর মনের অবস্থা কি তা আমরা উপলব্ধি করতে পারছি। নীলাআপু দেশের বাইরে ছিলো ঠিকই কিন্তু মনটা পড়ে থাকতো দেশেই তার মামনি বাপির কাছে। তা আমরা নীলাআপুর বিভিন্ন লেখা পড়লেই দেখতে পাই।
নীলা আপু একটু যেনো সামলে নিতে পারে নিজেকে এখন শুধু সেটাই চাওয়া। মেসোর আত্মার শান্তি কামনা করছি।
জিসান শা ইকরাম
হ্যা নীলার মন থাকতো বাংলাদেশে ওর বাবা মার কাছে।
নীলা যেন সামলে উঠতে পারে এই শোক।
রিমি রুম্মান
বুকের বাঁ পাশে তীব্র ব্যথায় মোচড় দিয়ে উঠলো পোস্টটি দেখে। বাবা হারানোর ব্যথা বয়ে চলছি গত আটটি বছর। কী হারিয়েছি সেটা একমাত্র আমিই জানি আর জানে আমার প্রতিটি অন্ধকার রাত। ভালোবাসা নীলা’দি। তোমার বাপীর আত্না শান্তিতে থাকুক।
জিসান শা ইকরাম
ঠিক বলেছো দিদি ভাই, বাবা নেই তাই বুঝি আমিও।
নীলার বাবার আত্মা শান্তিতে থাকুক।
তৌহিদ
আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন নীলা আপু ও তার পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দান করেন। তার বাপির আত্মাকে চির শান্তিময় স্বর্গ দেওয়া হোক এই দোয়া করি।
জিসান শা ইকরাম
নীলা আমাদের অত্যন্ত আপনজন।
ওর কস্ট আমাদেরও কস্ট।
কস্ট যেন সহ্য করতে পারে ও।
ছাইরাছ হেলাল
তাকে সান্তনা দেয়ার ভাষা জানা নেই,
তার বাপ্পির আত্মার শান্তি কামনা করি সর্বান্তকরণে।
জিসান শা ইকরাম
কস্ট প্রকাশ করার ভাষা নেই।
নীলার বাবার আত্মা শান্তি পাক।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুব কাছের দুঃখ সংবাদগুলো আমি সাধারনতঃ এ যাবৎ কাল দেরীতেই পেয়েছি তার মধ্যে আমার নিজ পিতার মৃত্যুর খবরও।কোন না কোন অজুহাতে নিউজগুলো সহজেই সামনে আসে না।এ নিউজটি চোখে পড়ার আগে ব্লগে প্রতিদিন প্রায় প্রতিক্ষণই ছিলাম।যাক মানুষ মরনশীল।আংকেলের আত্মার মাগফিরাত কামনা করছি।শোকাচ্ছন নীলাদির পরিবারের প্রতি রইল সমবেদনা।
জিসান শা ইকরাম
নীলা আমাদের আত্মার আত্মীয়,
ওর বাবার আত্মা শান্তি পাক।
নিতাই বাবু
নীলঞ্জা দিদির বাবার মৃত্যুতে আমি শোকাহত। নীলঞ্জা দিদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তা যেন স্বর্গবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনকে এই অপুরনীয় বিয়োগান্তক শোক কাটিয়ে ওঠার সক্ষমতা দান করেন।