সকালে ঘুম থেকে উঠে দেখি,
আকাশের নীলে আলতো রোদে, শোকাচ্ছন্ন নীরার অশ্রুতে,
আমার বাসি চোখের দুই পাতা শুধু ভেজে!
আজ নীরা আছে,তুমি নেই!
তোমাকে শুধুই ভাবি,আর নীলসাগরে ডুবি!
রাত দুটোই বিনম্র আলোয় উত্তর
আকাশের,
ধ্রুবতারায় নীলনদে ডুবিয়ে ,
ফুটে আছে মিটি মিটি আলোয় নীললোহিত!
প্রেমের হৃদয় শুধু নীলসাগরেই ডোবে!
নীরাও নীললোহিতে রোজ সন্ধ্যায় ডোবে!
বাঙালী এখনো নীলআকাশের প্রথমআলোতেই জাগে…
সুনীল স্যারের প্রতি শ্রদ্ধান্জলি……
@বাড়ি,
তারিখ-২৩/১০/২০১২
সময়- ৯ঃ৪৫ সকাল
৭টি মন্তব্য
পেন্সিলে আঁকা পরী
প্রিয় কবিকে হারিয়ে নির্বাক ।কবিতার মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী সুনিলের প্রতি,ভালো লাগল।
ছাইরাছ হেলাল
আমারও প্রিয় কবি …………
মেনে নিতে পারছি না নীল হয়েও ।
লীলাবতী
আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থেকেছি
তার ভেতরের কুকুরটাকে দেখব বলে! ! !
তাঁর আত্মা শান্তি পাক যেখানেই থাকুক।
জবরুল আলম সুমন
প্রিয় লেখককে জানাই শ্রদ্ধা… তারা আত্মা চির শান্তি লাভ করুক।
জিসান শা ইকরাম
প্রিয় মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ।
শিশির কনা
সুনীল স্যারের প্রতি শ্রদ্ধান্জলি
সুরাইয়া পারভীন
প্রিয় কবির প্রতি রইলো অজস্র শ্রদ্ধাঞ্জলি
ভালো থাকুক, শান্তি থাকুক কবি ওপারে