সকালে ঘুম থেকে উঠে দেখি,
আকাশের নীলে আলতো রোদে, শোকাচ্ছন্ন নীরার অশ্রুতে,
আমার বাসি চোখের দুই পাতা শুধু ভেজে!
আজ নীরা আছে,তুমি নেই!
তোমাকে শুধুই ভাবি,আর নীলসাগরে ডুবি!
রাত দুটোই বিনম্র আলোয় উত্তর
আকাশের,
ধ্রুবতারায় নীলনদে ডুবিয়ে ,
ফুটে আছে মিটি মিটি আলোয় নীললোহিত!
প্রেমের হৃদয় শুধু নীলসাগরেই ডোবে!
নীরাও নীললোহিতে রোজ সন্ধ্যায় ডোবে!
বাঙালী এখনো নীলআকাশের প্রথমআলোতেই জাগে…

সুনীল স্যারের প্রতি শ্রদ্ধান্জলি……

@বাড়ি,
তারিখ-২৩/১০/২০১২
সময়- ৯ঃ৪৫ সকাল

৭০৭জন ৭০৭জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ