বশির অনেক ক্লান্ত। চিটাগং পোর্টের একজন লিস্টেড কুলি সে। একটা খালি কন্টেইনারে ঢুকে পরে বশির। একটা সিগারেট খায় তারপর ঘুমে চোখ বুজে আসে ওর। এই কন্টেইনারে মাল লোড হবে জানে ও। বাইরে থেকে কেউ কন্টেইনারটা লক করে দেয়। বশির টের পায় না। কী এক জটিলতায় মাল না নিয়ে খালি কন্টেইনার সমেত জাহাজ ফিরে যাবে। বিশাল ক্রেন বশিরের কন্টেইনারটা তুলে জাহাজের ডেকে রাখে। দুলুনিতে ঘুম ভেঙে যায় ওর। বুঝতে পারে শুন্যে দুলছে ওর কন্টেইনার। প্রানপন শক্তি দিয়ে ও কন্টেইনারের ধাতব গায়ে আঘাত করছে, গলা ফাটিয়ে চিতকার করছে। কিন্তু বিকট শব্দপ্রবণ এই বন্দরে ওর শব্দ আলাদা করে কারো কানে যায় না। বশির দরজায় লাথি দিচ্ছে “আমি ভিত্রে, আমারে বাইর করো!” সমানে চেচিয়ে যাচ্ছে বশির। আতংকে ও দরদর করে ঘামছে।
বশিরের চিতকার চাপা পরে যায় আরো কয়েকশো কন্টেইনারের ভীরে। এই জাহাজ এক মাস পর ক্যালিফোর্নিয়ার পোর্টে ভিড়বে।
বশির এবার কানাকাটি শুরু করে। কিন্তু ওর কান্নাগুলো ভারি ইস্পাতের চার দেয়ালে মাথা কুটে মরছে!
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ভাগ্যহীনদের কান্নার শব্দ সৌভাগ্যেবানদের কানে পৌঁছায় না। অজস্র কোলাহলের ভিড়ে কারো আর্তচিৎকার শোনার সময় নিয়তি নির্ধারকেরও হয়ে উঠে না। হয়তো এটাকেই নিয়তি বলা হয়।
এত ছোট গল্পে এর চেয়ে বড় ব্যাখ্যা পাচ্ছিনা।
শিপু ভাই
এই গল্পের মেটাফোর সবাই ধরতে পারবে না। আপনি পেরেছেন ♥
নুর হোসেন
চমৎকার ছোট গল্প,
সত্যিই মানুষের ভাগ্য অনিশ্চিত।
শিপু ভাই
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
মর্মান্তিক ঘটনা। কি জানি এই এক মাস বন্ধ ঘরে চাপা পড়া কন্টেইনারের ভিতরে বেঁচে থাকবে কিনা?
সুন্দর লেগেছে গল্প
শিপু ভাই
ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগলো
শিপু ভাই
অনেক ধন্যবাদ
জিসান শা ইকরাম
একমাস পরে পোর্টে ভিড়বে!
নিয়তি এভাবেই টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে মানুষকে,
কিছুই করার থাকে না।
ছোট গল্প ভালো লেগেছে।
শুভ কামনা মামা।
শিপু ভাই
ধন্যবাদ মামা
আরজু মুক্তা
অভাগা যেদিকে চায় সাগর সেদিকে শুকায়। নিয়তি এমনি।
শিপু ভাই
ধন্যবাদ আরজু মুক্তা