নিয়তি

শিপু ভাই ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ০১:৩৬:১৮অপরাহ্ন গল্প ১২ মন্তব্য

বশির অনেক ক্লান্ত। চিটাগং পোর্টের একজন লিস্টেড কুলি সে। একটা খালি কন্টেইনারে ঢুকে পরে বশির। একটা সিগারেট খায় তারপর ঘুমে চোখ বুজে আসে ওর। এই কন্টেইনারে মাল লোড হবে জানে ও। বাইরে থেকে কেউ কন্টেইনারটা লক করে দেয়। বশির টের পায় না। কী এক জটিলতায় মাল না নিয়ে খালি কন্টেইনার সমেত জাহাজ ফিরে যাবে। বিশাল ক্রেন বশিরের কন্টেইনারটা তুলে জাহাজের ডেকে রাখে। দুলুনিতে ঘুম ভেঙে যায় ওর। বুঝতে পারে শুন্যে দুলছে ওর কন্টেইনার। প্রানপন শক্তি দিয়ে ও কন্টেইনারের ধাতব গায়ে আঘাত করছে, গলা ফাটিয়ে চিতকার করছে। কিন্তু বিকট শব্দপ্রবণ এই বন্দরে ওর শব্দ আলাদা করে কারো কানে যায় না। বশির দরজায় লাথি দিচ্ছে “আমি ভিত্রে, আমারে বাইর করো!” সমানে চেচিয়ে যাচ্ছে বশির। আতংকে ও দরদর করে ঘামছে।
বশিরের চিতকার চাপা পরে যায় আরো কয়েকশো কন্টেইনারের ভীরে। এই জাহাজ এক মাস পর ক্যালিফোর্নিয়ার পোর্টে ভিড়বে।
বশির এবার কানাকাটি শুরু করে। কিন্তু ওর কান্নাগুলো ভারি ইস্পাতের চার দেয়ালে মাথা কুটে মরছে!

৬৯৪জন ৬১৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ