নিষিদ্ধ শহর

শান্ত চৌধুরী ৮ জানুয়ারি ২০২০, বুধবার, ০২:২১:২৪অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

নিষিদ্ধ শহরে
কোন সভ্যতা নেই
কোন মানবতা নেই
কোন ভালোবাসা নেই।

অথচ জীবনের প্রয়োজনে
এই শহরে যুগ-যুগান্তরের আবাস গড়ে।
বুনিয়াদ মাতাল তিলোত্তমা ডুবে যায়
উষ্ণতা খোঁজে নারীর দেহে।

নিয়ন আলোয় নেমে আসে
স্বর্গের স্পর্শ।
মহাজন নৈমিত্তিক উচ্ছ্বাসে
এলোমেলো বকে যায়।

কালের ঘড়ি টিং টিং সময়ে
ছুটে চলে আপন ঠিকানায়।
বাস্তবতায় ডুবে যায় নগর
অনন্তের পথে সীমাহীন গন্তব্যে।

৮৬১জন ৭১০জন

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ