নিশি রাত

ছাইরাছ হেলাল ১০ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৯:৪৬:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৫ মন্তব্য

ভাবছি এবার রাতের কাছেই যাব, যে রাতে আমাকে নিশি পেয়েছিল, গা ছম্‌ছমে ঘর্মাক্ত রুদ্ধশ্বাস রাত, বিষণ্ণ অচৈতন্যের লণ্ডভণ্ড অনিঃশেষ নিশি পাওয়া রাত। না, নয়ানজুলি রাত নয়।

নিঃশব্দ কাকজ্যোৎস্নায় নীলরঙা হাসি হেসে ডেকেছিল অস্থির স্তব্ধতার মূর্তিমতী রাত, ভিজে অন্ধকারের খোলা চুল ছড়িয়ে। বিকেলের পাতা-ঝরা অরণ্যে মসৃণ সোনা পায়ে শুঁকনো পাতা ভাঙ্গার মৃদু শব্দ তুলে যেতে যেতে পলকহীন গাঢ় চোখে ফিরে তাকিয়ে লাল জবা সরু ঠোঁটে ফিসফিস করে কাছে আসতে বলেছিল খুনসুটির লোভ দেখিয়ে।

আধারের ঝিলিকে ঝলসে যাওয়া চোখে আধারের ঝর্নাটিকে মুঠোয় পুড়ে আধারের পল-অনুপলে লিখে রাখি যন্ত্রণার স্বপ্ন যাত্রার ইতি কথা।
আধারের বুকে বনজ্যোৎস্নার ছলকানো গন্ধ শুঁকে ঘুমিয়ে পড়ি, জেগেও উঠি ছটফটিয়ে।

থমকে দাঁড়িয়ে
মিথ্যুক হীরক-দ্যুতির চুপচাপ আলো খুঁজিই না এখন আধারের যৌবনে।

২১৫২জন ২১৫২জন
0 Shares

৫৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ