রাতের গহীন কোলে একলা জেগে থাকি
অন্ধকারের ঘুলঘুলিতে হয়তো ঘুমায় পাখি
অনেক দূরে আকাশ ভরা তারার লুটোপুটি
কোন তারাটা খসে পড়ে খুঁজতে গিয়ে ছুটি
ঝিঁঝিঁর ডাকে নিরবতা একটু খানি থামে
মৌন মায়ার চিঠি আসে অন্ধকারের খামে
আলোতন্বী জোনাকগুলো আপন মনে মাতে
প্রতীক্ষারা বিধুর যেন রাত্রি বাড়ার সাথে
শরীর জুড়ে ক্লান্তি আঁকে অচিন কোন ঘোর
ঘুমের চোখে জেগে থাকি প্রতীক্ষাতে তোর।
৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এই প্রতীক্ষা তাড়াতাড়িই শেষ হবে ।
অদ্ভুত শূন্যতা
না হলেই ভালো
জিসান শা ইকরাম
প্রতীক্ষা দ্রুত শেষ হোক ।
ভালো লিখেছেন ।
অদ্ভুত শূন্যতা
ধন্যবাদ
মিসু
কবিতায় ভালোলাগা জানালাম
অদ্ভুত শূন্যতা
শুভেচ্ছা আর কৃতজ্ঞতা জানালাম